Pulwama Encounter: ২৪ ঘণ্টায় ৫ জঙ্গিকে খতম করল নিরাপত্তা বাহিনী, চলছে গুলির লড়াই
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
সূত্রের খবর, সুরক্ষা বাহিনী গোয়েন্দাদের কাছ থেকে তথ্য পেয়েছিল যে পুচালে সন্ত্রাসবাদীরা লুকিয়ে রয়েছে৷ সেই খবর পাওয়ার ওই এলাকায় তল্লাশি অভিযান চালানো হয়েছিল।
*জম্মু ও কাশ্মীরের পুলওয়ামার পুচালে বৃহস্পতিবার মধ্যরাত থেকে সুরক্ষা বাহিনী ও জঙ্গিদের মধ্যে গুলির লড়াই শুরু হয়। নিরাপত্তা বাহিনীর গুলিতে ৫ জঙ্গি নিকেশ হয়েছে গত ২৪ ঘণ্টায়৷ পুলিশ ও সেনাবাহিনীর সাফল্যে খুশি কাশ্মীর রেঞ্জের ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ বিজয় কুমার৷ তিনি অভিনন্দন জানিয়েছেন পুলিশ ও সেনাবাহিনীকে৷ সেনাবাহিনী, আধাসামরিক বাহিনী, ফায়ার ব্রিগেড এবং রাজ্য পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত থাকে। বলা হয়েছিল যে এই লড়াইয়ে এখনও চলছে৷
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
*ঘটনাস্থল থেকে একটি AK 47 রাইফেল, চারটি AK 47 টি ম্যাগাজিন এবং দুটি গ্রেনেডও উদ্ধার করা হয়েছে।পুঞ্চের মুখপাত্র বলেছেন যে এই পদক্ষেপ থেকে বোঝা যায় ভারতীয় সেনাবাহিনী নিয়ন্ত্রণ রেখা বরাবর সবসময় সতর্ক। সূত্রের খবর, এই এনকাউন্টারে দুই জওয়ানও আহত হয়েছে এবং তাদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।