1/ 4


বিহারের আরিয়া জেলার ফরবেসগঞ্জের ঘটনায় চমকে উঠছেন সকলেই ৷ স্কুলের পরীক্ষা দিতে হাজির হয়েছিল প্রেগন্যান্ট ছাত্রী ৷ সেখানেই তাঁর হঠাৎ করে প্রসব বেদনা ওঠে ৷ Photo Courtesy- Representive
2/ 4


বিহারের গোয়েল হাইস্কুলের ছাত্রী পরীক্ষা দিতে এসেছিলেন রুটিন মেনেই ৷ তারপর পরীক্ষা দিতে দিতেই শারীরিক অস্বস্তি বোধ করেন ৷ ছাত্রীর অস্বস্তির কথা জানতে পেরে হাই স্কুল কর্তৃপক্ষ তৎক্ষণাত হাসপাতালে ফোন করেন ৷ Photo Courtesy- Representive
3/ 4


স্কুল থকে খবর পেয়েই স্থানীয় এনএনএম ও আশা -র হাসপাতাল থেকে চিকিৎসা পরিষেবা ও অ্যাম্বুলেন্স নিয়ে স্কুলে আসে তারা ৷ পরিস্থিতি চাপের হওয়ায় স্কুলেই বাচ্চাটিকে জন্ম দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় ৷ Photo Courtesy- Representive