ইতিমধ্যেই ১০ হাজার টাকা পেয়েছেন প্রচুর কৃষক, আপনার রেকর্ড ঠিক থাকলে আপনিও পেতে পারেন সুবর্ণ সুযোগ
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
অনেকটা টাকা সরাসরি আসবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে
ইতিমধ্যেই ৩.৭৮ কোটি কৃষক পেয়েছেন প্রধানমন্ত্রীর কৃষকদের স্কিমের বিশেষ সাহায্য ৷ Pradhan Mantri Kisan Samman Nidhi Scheme -র হাত ধরে কৃষকদের অ্যাকাউন্টে এসেছে ১০ হাজার করে টাকা ৷ এত কৃষক ইতিমধ্যেই প্রধানমন্ত্রীর এই স্কিমের পঞ্চম কিস্তির টাকা পেয়ে গেছেন ৷ এই কৃষকরা ২০১৮ -র ১ সেপ্টেম্বর নিজেদের নাম নথিভুক্ত করিয়েছিলেন ৷ এই কৃষকদের সমস্ত রেকর্ড সঠিক থাকায় ব্যাঙ্ক অ্যাকউন্টে এই টাকা ঢুকতে কোনও অসুবিধা হয়নি ৷ তাই যাঁরা এই আর্থিক প্যাকেজ পেতে আগ্রহী তাঁদের নিজেদের রেকর্ড ঠিক রাখতে হবে ৷ এতে খতিয়ে দেখা হবে আধার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং রেভিনিউ রেকর্ড ৷
advertisement
advertisement
এই স্কিমে পরিবার বলতে স্বামী-স্ত্রী ও নাবালিক বাচ্চাদের বোঝানো হয় ৷ এই পরিবারের অধিকারী ব্যক্তিরা নিজেদের নাম স্কিমের জন্য নথিভুক্ত করিয়ে প্রধানমন্ত্রীর স্কিমের সহায়তায় নিজের কৃষিকাজ এগিয়ে নিয়ে যেতে পারেন ৷ যদি জমি পরিবারের কোনও বয়স্ক সদস্যের নামে থাকে তাহলে তাঁর নামেই হবে অর্থ বরাদ্দ৷ এই স্কিমের সহায়তা পাওয়ার জন্য ব্যক্তির রেভিনিউ রেকর্ড, আধার কার্ড ও ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর জরুরি ৷
advertisement
আপনি যদি প্রথম সপ্তাহে আর্থিক অনুদান না পেয়ে থাকেন তাহলে জেলা কৃষি দফতরের আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করতে পারেন ৷ সেখানেও যদি কাজ না হয় তাহলে এর জন্য বরাদ্দ হেল্পলাইন PM-Kisan Helpline 155261 या 1800115526 (Toll Free) যোগাযোগ করতে পারেন ৷ এছাড়াও মন্ত্রালয়ের আরও সাহায্যকারী নম্বর 011-24300606, 011-23381092৷
advertisement
যে কৃষকরা আগে বা বর্তমানে কোনও সাংবিধানিক পদে রয়েছেন, কিম্বা আগে বা এখন মন্ত্রী, কিম্বা জেলাস্তরে অধ্যক্ষ, বিধায়ক ,এমএলসি, বা লোকসভা বা রাজ্যসভার সদস্য তারা এই স্কিমে সাহায্য পাবেন না ৷কেন্দ্র বা রাজ্য সরকারের আধিকারিক যিনি ১০ হাজার টাকা বা তার বেশি টাকা পেনশন পান ৷ তাঁরাও এই স্কিমে টাকা পাবেন না ৷কোনও পেশার সঙ্গে যুক্ত ব্যক্তি. ডাক্তার , ইঞ্জিনিয়ার, সিএ. উকিল, আর্কিটেক্ট, যাঁরা চাষও করেন তাঁরাও পিএমের এই স্কিমে টাকা পাবেন না ৷ গত আর্থিক বছরে যাঁরা আয়কর দিয়েছেন তাঁরাও টাকা পাবেন না ৷ কেন্দ্র ও রাজ্য সরকারি কর্মীরাও এই সুযোগ থেকে বঞ্চিত থাকবেন ৷