ভারতে 'লাল' রঙের পাসপোর্ট কারা পায় জানেন...? শুনলেই চমকাবেন 'উত্তর'!
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Passport Fact: আপনি কি জানেন পাসপোর্ট বিভিন্ন রঙের হয়? পাসপোর্ট লাল, নীল এবং সাদা রঙেরও হয়। আপনি কি জানেন শাহরুখ খানের কাছে লাল রঙের পাসপোর্ট আছে? তাহলে কাদের লাল রঙের পাসপোর্ট দেওয়া হয়?
সাধারণ জ্ঞানের চর্চায় এমন কিছু বিষয় মাঝে মাঝে উঠে আসে যা অত্যন্ত চমকপ্রদ। এমনই একটি অবাক করা তথ্য আজ শেয়ার করা যাক এই প্রতিবেদনে। যার উত্তর কিন্তু অনেকেরেই অজানা।
advertisement
আমরা দেখেছি ভারতে তিনটি আলাদা ধরনের পাসপোর্ট জারি করা হয়। আপনিও নিশ্চই সাধারণত নীল পাসপোর্টই দেখে থাকবেন। কিন্তু আপনি কি জানেন যে একটি লাল পাসপোর্টও আছে? আচ্ছা বলুন তো এই লাল পাসপোর্ট কাদের জন্য? কাদের দেওয়া হয় এই বিশেষ পাসপোর্ট?
advertisement
পাসপোর্টের সুবিধা: বিদেশে ভ্রমণ করার জন্য যাত্রীদের পাসপোর্ট থাকা খুবই জরুরি। সাধারণত অন্য দেশে ভ্রমণ করার জন্য পাসপোর্ট জারি করা হয়। বিদেশে যাওয়ার পর পাসপোর্টকেই পরিচয়ের প্রমাণ হিসেবে গণ্য করা হয়।
advertisement
এই পাসপোর্টই এমন একটি নথি, যার মাধ্যমে আপনি অন্য দেশে নির্ভয়ে ঘুরতে পারেন। এটি যে কোনও দেশে প্রবেশের একটি মাধ্যম।
advertisement
কিন্তু আপনি কি জানেন পাসপোর্ট বিভিন্ন রঙের হয়? পাসপোর্ট লাল, নীল এবং সাদা রঙেরও হয়। আপনি কি জানেন শাহরুখ খানের কাছে লাল রঙের পাসপোর্ট আছে? তাহলে কাদের লাল রঙের পাসপোর্ট দেওয়া হয়? Courtesy: News 18
advertisement
আসুন জেনে নিই, লাল রঙের পাসপোর্টের কী সুবিধা আছে? লাল পাসপোর্ট কাদেরই বা দেওয়া হয়? জেনে নেওয়া যাক এই পাসপোর্ট থাকলে ব্যক্তি কী কী সুবিধা ভোগ করতে পারেন। Courtesy : News 18
advertisement
কত ধরনের পাসপোর্ট হয়?সাধারণত আপনি সবার কাছে নীল রঙের পাসপোর্ট দেখেছেন, কিন্তু জানিয়ে রাখি যে পাসপোর্ট ৩ রঙের হয়। এর রঙ আসলে আপনার পরিচয় জানায়। ভারতে মেরুন, নীল এবং সাদা রঙের পাসপোর্ট হয়। Courtesy : News 18
advertisement
সাধারণত মানুষকে নীল পাসপোর্ট দেওয়া হয়, যার মাধ্যমে তারা আরামে বিদেশ ভ্রমণের মজা নিতে পারে। নীল রঙের পাসপোর্টের মাধ্যমে আপনি কাজ, শিক্ষা এবং স্বাস্থ্য সংক্রান্ত কারণে বিদেশ যেতে পারেন। Courtesy : News 18
advertisement
সাদা রঙের পাসপোর্ট কাকে দেওয়া হয়?অনেকের কাছে সাদা রঙের পাসপোর্টও থাকে। আপনি কি জানেন সাদা পাসপোর্ট কাকে দেওয়া হয়? আসলে, যারা সরকারি কাজের জন্য অন্য দেশে ভ্রমণ করেন, তাদের সাদা পাসপোর্ট দেওয়া হয়। যদি আপনি কারও কাছে সাদা পাসপোর্ট দেখেন, তাহলে এর অর্থ হতে পারে যে সেই ব্যক্তি সরকারি কর্মকর্তা। Courtesy : News 18
advertisement
মেরুন বা লাল রঙের পাসপোর্ট কাকে দেওয়া হয়?ভারতে শাহরুখ খানের মতো বেশ কয়েকজন ব্যক্তিদের কাছে লাল রঙের পাসপোর্ট রয়েছে। মেরুন বা লাল রঙের পাসপোর্ট খুব কম লোককে দেওয়া হয়। এটি শুধুমাত্র কূটনীতিক বা দেশের বিশিষ্ট ব্যক্তি ও সিনিয়র কর্মকর্তাদের দেওয়া হয়। AI Generated Imageমেরুন বা লাল রঙের পাসপোর্ট কাকে দেওয়া হয়?ভারতে শাহরুখ খানের মতো বেশ কয়েকজন ব্যক্তিদের কাছে লাল রঙের পাসপোর্ট রয়েছে। মেরুন বা লাল রঙের পাসপোর্ট খুব কম লোককে দেওয়া হয়। এটি শুধুমাত্র কূটনীতিক বা দেশের বিশিষ্ট ব্যক্তি ও সিনিয়র কর্মকর্তাদের দেওয়া হয়। AI Generated Image
advertisement
ভারতে, 'লাল পাসপোর্ট' বা কূটনৈতিক পাসপোর্ট, উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা, কূটনীতিক এবং দেশের নির্ভরশীল ব্যক্তিদের জন্য জারি করা হয়। উক্ত ব্যক্তিদের সরকারি দায়িত্ব পালনের সময় কূটনৈতিক সুযোগ-সুবিধা এবং অনাক্রম্যতা প্রদান করে এই বিশেষ পাসপোর্ট। Courtesy : News 18
advertisement
যাঁদের কাছে সাদা পাসপোর্ট থাকে, তাঁদের বিদেশে যাওয়ার জন্য ভিসার প্রয়োজন হয় না। এই পাসপোর্টের মাধ্যমে ইমিগ্রেশন প্রক্রিয়ায় অনেক সুবিধা হয়। ভারতে এটি সাদা পাসপোর্ট, যা অফিসিয়াল পাসপোর্ট নামেও পরিচিত। যে সমস্ত সরকারি কর্মকর্তারা সরকারি কাজে বিদেশ ভ্রমণ করছেন তাঁদের এই পাসপোর্ট দেওয়া হয়ে থাকে। Courtesy : News 18
advertisement