[caption id="attachment_273526" align="alignnone" width="875"]
ব্যাঙ্ক থেকে ৫০ হাজার টাকার বেশি তুলতে গেলে দেখাতেই হয় প্যানকার্ড ৷ উল্লেখ্য, লিঙ্ক না থাকার কারণে প্যানকার্ড নিস্ক্রিয় হয়ে গেলে নতুন করে প্যানকার্ডের আবেদনের প্রয়োজন নেই ৷ পুরনো প্যান নম্বরকে আধারের সঙ্গে লিঙ্ক করিয়ে দিলেই অ্যাক্টিভেট অর্থাৎ বৈধ হয়ে যাবে প্যান কার্ড ৷ প্রতীকী ছবি ৷