ইন্দিরা গান্ধিকে ছাপিয়ে গেলেন নরেন্দ্র মোদি! একটানা ৪০৭৮ দিন...গড়লেন রেকর্ড
- Published by:Satabdi Adhikary
- Reported by:Trending Desk
Last Updated:
শুক্রবার প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধিকে ছাড়িয়ে টানা দ্বিতীয় মেয়াদে ভারতের সবচেয়ে বেশি সময় ধরে ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী হলেন নরেন্দ্র মোদি।
নয়াদিল্লি: ১৯৬৬ সালের ২৪ জানুয়ারি থেকে ১৯৭৭ সালের ২৪ মার্চ৷ একটানা ৪,০৭৭ দিন দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব সামলেছিলেন ইন্দিরা গান্ধি৷ সংবাদ সংস্থা পিটিআই-কে সরকারি আধিকারিকেরা জানিয়েছেন, আজ, শুক্রবারে কর্মদিবস শেষ হলে ইন্দিরা গান্ধির সেই ‘রেকর্ড’ টপকে যাবেন নরেন্দ্র মোদি৷ প্রধানমন্ত্রীর হিসাবে তিনি একটানা ৪,০৭৮ কর্মদিবস সম্পূর্ণ করবেন৷
advertisement
advertisement
advertisement
advertisement
রাজ্য এবং কেন্দ্রে নির্বাচিত সরকার প্রধান হিসেবে নরেন্দ্র মোদি ইতিমধ্যেই সবচেয়ে দীর্ঘ সময় ধরে ক্ষমতায় আছেন। তিনি ২০০১ সালে গুজরাতের মুখ্যমন্ত্রী হন এবং ২০১৪ সালে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের আগে পর্যন্ত তিনি সেই পদে বহাল ছিলেন। স্বাধীনতার পর জন্মগ্রহণকারী মোদিই সবচেয়ে দীর্ঘস্থায়ী প্রধানমন্ত্রী যিনি কংগ্রেসের সদস্য নন।
advertisement
advertisement