নেত্রাবতীর পার থেকে উদ্ধার CCD কর্ণধারের দেহ, চাপের কাছেই হার স্বীকার ‘কফি বাদশা’-র ?

Last Updated:
সব উদ্ধার অভিযান শেষ। ৩৬ ঘণ্টা পর নেত্রাবতী নদীর পার থেকেই মিলল কফি কিং ভিজি সিদ্ধার্থের দেহ।
1/4
সব উদ্ধার অভিযান শেষ। ৩৬ ঘণ্টা পর নেত্রাবতী নদীর পার থেকেই মিলল কফি কিং ভিজি সিদ্ধার্থের দেহ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, আত্মহত্যাই করেছেন সিদ্ধার্থ। আজ, বুধবার ভোরে দেহ নদীর পাড়ে পড়ে থাকতে দেখেন দুই মৎস্যজীবী।
সব উদ্ধার অভিযান শেষ। ৩৬ ঘণ্টা পর নেত্রাবতী নদীর পার থেকেই মিলল কফি কিং ভিজি সিদ্ধার্থের দেহ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, আত্মহত্যাই করেছেন সিদ্ধার্থ। আজ, বুধবার ভোরে দেহ নদীর পাড়ে পড়ে থাকতে দেখেন দুই মৎস্যজীবী।
advertisement
2/4
শেষ পর্যন্ত চাপের কাছেই কী হেরে গেলেন কফি বাদশা ? সোমবার রাতে যে নেত্রাবতী নদীর সেতুর উপর থেকে রাতের অন্ধকারে তিনি মিলিয়ে গিয়েছিলেন, সেই সেতুর পাঁচশো মিটার দূরে পাওয়া যায় তাঁর দেহ।
শেষ পর্যন্ত চাপের কাছেই কী হেরে গেলেন কফি বাদশা ? সোমবার রাতে যে নেত্রাবতী নদীর সেতুর উপর থেকে রাতের অন্ধকারে তিনি মিলিয়ে গিয়েছিলেন, সেই সেতুর পাঁচশো মিটার দূরে পাওয়া যায় তাঁর দেহ।
advertisement
3/4
রীতেশ নামের এক মৎস্যজীবীর থেকে খবর পেয়ে দেহ উদ্ধার করে পুলিশ। সোমবার রাত আটটা থেকে নিখোঁজ ছিলেন একদা কংগ্রেস, বর্তমানে বিজেপি নেতা এসএম কৃষ্ণার জামাই।
রীতেশ নামের এক মৎস্যজীবীর থেকে খবর পেয়ে দেহ উদ্ধার করে পুলিশ। সোমবার রাত আটটা থেকে নিখোঁজ ছিলেন একদা কংগ্রেস, বর্তমানে বিজেপি নেতা এসএম কৃষ্ণার জামাই।
advertisement
4/4
 এদিকে, কর্ণধারের দেহ উদ্ধার হতেই প্রভাব পড়ছে কফি ডে ব্র্যান্ডের উপরে। শেয়ারবাজার খুলতেই প্রায় কুড়ি শতাংশ পড়ে যায় তাদের শেয়ার। এমনকী, বুধবারের জন্য বন্ধ করে দেওয়া হয় তাদের সব আউটলেট। তবে কী কারণে জীবনে এভাবে শেষ করলেন ষাট বছরের সিদ্ধার্থ, তার তদন্ত শুরু করেছে পুলিশ।
এদিকে, কর্ণধারের দেহ উদ্ধার হতেই প্রভাব পড়ছে কফি ডে ব্র্যান্ডের উপরে। শেয়ারবাজার খুলতেই প্রায় কুড়ি শতাংশ পড়ে যায় তাদের শেয়ার। এমনকী, বুধবারের জন্য বন্ধ করে দেওয়া হয় তাদের সব আউটলেট। তবে কী কারণে জীবনে এভাবে শেষ করলেন ষাট বছরের সিদ্ধার্থ, তার তদন্ত শুরু করেছে পুলিশ।
advertisement
advertisement
advertisement