advertisement
advertisement
চেন্নাইয়ের বিধানসভা সচিবালয়ে ঝাড়ুদার পদে চাকরি আছে জানানো হয় ৷ গত বছরই কর্মখালির কথা ঘোষণা করা হয় ৷ ১৮টি পদের জন্য অসংখ্য আবেদনপত্র জমা পড়ে ৷ তখন বিষয়টি বোঝা না গেলেও সাম্প্রতিক পরীক্ষার জন্য অ্যাডমিট কার্ড বিলির সময় এই ব্যাপারটি বোঝা যায় ৷ অ্যাডমিট কার্ড পেয়েছেন ৩৯৪০ জন ৷ এই ১৪টি পদের মধ্যে জেনারেলের জন্য ৪টি, ওবিসিদের জন্য ৪, ৩টি অতিরিক্ত পিছিয়ে পড়া মানুষ ও ৩টি এসসি-এসটিদের জন্য ধার্য় করা হয়েছে ৷ বেতন যথাক্রমে ১৫ হাজার থেকে ৫০ হাজার পর্যন্ত ৷ Photo Collected
advertisement
আবেদনের জন্য শিক্ষাগত যোগত্যার কথা কিছু বলা না থাকলেও, শারীরিক গঠনের কথা উল্লেখ করা হয়েছে ৷ আবেদনকারীর মধ্যে অনেকেই তমন শিক্ষিত না থাকলেও বেশিরভাগ আবেদনকারীর কাছেই রয়েছে ভারি ডিগ্রি ! এমবিএ, এমসিএ, ইঞ্জিনিয়ারাও আবেদন করেছেন এই পদের জন্য ৷ কোনভাবে কোন কাজকে ছোট করা যায় না ৷ কিন্তু ঝাড়ুদারের কাজে শিক্ষার কোন প্রয়োজন হয় না ৷ তাই শিক্ষিতার অপব্যবহার হবে এই পদে যোগ দিলে ৷ কিন্তু পরিস্থিতি যা তাতে এখন এমন কাজের জন্যও আবেদন করছেন উচ্চশিক্ষিতরা ৷ Photo Collected
advertisement