#নয়াদিল্লি: মেয়েদের বিয়ের নূন্যতম বয়স (Marriage Age of Women) ১৮ থেকে বাড়িয়ে ২১ করা নিয়ে তীব্র বাদানুবাদ শুরু হয়েছে দেশ জুড়ে৷ এরই মধ্যে পঞ্জাব এবং হরিয়ানা হাইকোর্ট এক নজিরবিহীণ রায় দিয়েছে৷ তারা নিজেদের রায়ে বলেছেন ২১ বছরের কম বয়সী পুরুষরা বিয়ে (Marrige) করতে পারে না, কিন্তু তারা যদি চায় তাহলে ১৮ বছরের বেশি মহিলার যদি সহমত থাকে তাহলে তারা লিভইন (Live In) করতে পারে৷ তারা সাফ জানিয়েছে উভয়পক্ষের সহমত হলে তাঁরা বিয়ে (Marrige) না করে সহবাস (Live In) করতেই পারেন৷ Photo-Represetative
২০১৮ সালে সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের প্রেক্ষিতেই৷ সেই ঐতিহাসিক রায়ে বলা হয়েছিল দুইজন প্রাপ্তবয়স্ক বিয়ে (Marrige) না করে সহবাস (Live In) করতেই পারে৷ হাইকোর্ট পঞ্জাবের গুরুদাসপুর জেলার এক তরুণ জুটি দায়ের করা মামলার প্রেক্ষিতে এই রায় দেয়৷ লিভইনে (Live In) থাকা জুটি নিজেদের সুরক্ষা চেয়ে এই মামলা দায়ের করেছিল৷ যুবক ১৮ বছরের, হিন্দু ম্যারেজ অ্যাক্ট অনুযায়ি ২১ বছর না হওয়া অবধি তারা বিয়ে (Marriage Age of Women) করতে পারছেন না৷ Photo-Represetative