হোম » ছবি » দেশ » বিয়ের বয়স ২১, কিন্তু ১৮ পেরোনো মেয়েদের সম্মতি থাকলে লিভইন আইনসম্মত- হাইকোর্ট

Marriage-র বয়স ২১, কিন্তু ১৮ পেরোনো মেয়েদের সম্মতি থাকলে Live In আইনসম্মত- রায় দিল হাইকোর্ট

  • Bangla Digital Desk

  • 14

    Marriage-র বয়স ২১, কিন্তু ১৮ পেরোনো মেয়েদের সম্মতি থাকলে Live In আইনসম্মত- রায় দিল হাইকোর্ট

    #নয়াদিল্লি: মেয়েদের বিয়ের নূন্যতম বয়স (Marriage Age of Women) ১৮ থেকে বাড়িয়ে ২১ করা নিয়ে তীব্র বাদানুবাদ শুরু হয়েছে দেশ জুড়ে৷ এরই মধ্যে পঞ্জাব এবং হরিয়ানা হাইকোর্ট এক নজিরবিহীণ রায় দিয়েছে৷ তারা নিজেদের রায়ে বলেছেন ২১ বছরের কম বয়সী পুরুষরা বিয়ে (Marrige) করতে পারে না, কিন্তু তারা যদি চায় তাহলে ১৮ বছরের বেশি মহিলার যদি সহমত থাকে তাহলে তারা লিভইন (Live In) করতে পারে৷ তারা সাফ জানিয়েছে উভয়পক্ষের সহমত হলে তাঁরা বিয়ে (Marrige) না করে সহবাস (Live In) করতেই পারেন৷ Photo-Represetative

    MORE
    GALLERIES

  • 24

    Marriage-র বয়স ২১, কিন্তু ১৮ পেরোনো মেয়েদের সম্মতি থাকলে Live In আইনসম্মত- রায় দিল হাইকোর্ট

    ২০১৮ সালে সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের প্রেক্ষিতেই৷ সেই ঐতিহাসিক রায়ে বলা হয়েছিল দুইজন প্রাপ্তবয়স্ক বিয়ে (Marrige) না করে সহবাস (Live In) করতেই পারে৷ হাইকোর্ট পঞ্জাবের গুরুদাসপুর জেলার এক তরুণ জুটি দায়ের করা মামলার প্রেক্ষিতে এই রায় দেয়৷ লিভইনে (Live In) থাকা জুটি নিজেদের সুরক্ষা চেয়ে এই মামলা দায়ের করেছিল৷ যুবক ১৮ বছরের, হিন্দু ম্যারেজ অ্যাক্ট অনুযায়ি ২১ বছর না হওয়া অবধি তারা বিয়ে (Marriage Age of Women) করতে পারছেন না৷ Photo-Represetative

    MORE
    GALLERIES

  • 34

    Marriage-র বয়স ২১, কিন্তু ১৮ পেরোনো মেয়েদের সম্মতি থাকলে Live In আইনসম্মত- রায় দিল হাইকোর্ট

    এরপরে তরুণ জুড়ি পঞ্জাব এবং হরিয়ানা হাইকোর্টের দায়ের করা যাচিকা অনুযায়ি তাঁরা নিজেদের জন্য সুরক্ষা দাবি করে৷ তাঁরা জানান তাঁদের পরিবারের পক্ষ থেকে তাঁদের জীবনের ঝুঁকি রয়েছে৷ এই সহবাসে (Live In) থাকা জুটির আইনজীবী দাবি করেন তাঁদের পরিবারের থেকে তাঁদের প্রাণনাশও হতে পারে৷ Photo-Represetative

    MORE
    GALLERIES

  • 44

    Marriage-র বয়স ২১, কিন্তু ১৮ পেরোনো মেয়েদের সম্মতি থাকলে Live In আইনসম্মত- রায় দিল হাইকোর্ট

    হাইকোর্টে এই মামলার শুনানির দরুণ বিচারপতি হরনরেশ সিং গি বলেন সরকারের দায়িত্ব প্রত্যেকের স্বতন্ত্রতা ও জীবন রক্ষা করা৷ তিনি গুরুদাসপুরের এসএসপিকে নির্দেশ দেন তরুণ এই জুটির নিজেদের জীবন ধারণের আগ্রহকে গুরুত্ব দিয়ে তাঁদের সুরক্ষা দেয়৷ Photo-Represetative

    MORE
    GALLERIES