Pahalgam Terror Attack: পাহাড় জঙ্গলের মধ্যে পুলিশকে জঙ্গিদের ঘাঁটি চিনিয়ে দিতে যাচ্ছিলেন যুবক, হঠাৎ নদীতে ঝাঁপ দিলেন কাশ্মীরি যুবক! তারপর যা হল...

Last Updated:
পাহাড় ঘেরা ঘন জঙ্গলের মধ্যে ঘাঁটি গেড়ে আছে জঙ্গিরা। এমনটাই জানিয়েছিলেন স্থানীয় এক কাশ্মীরি যুবক। পুলিশদের কাছে স্বীকার করেছিলেন সে কথা। ওই জঙ্গিদের কাছে তিনি খাবার এবং অন্যান্য নানান প্রয়োজনীয় জিনিস পৌঁছে দিয়েছিলেন বলেও জানিয়েছিলেন।
1/6
 পাহাড় ঘেরা ঘন জঙ্গলের মধ্যে ঘাঁটি গেড়ে আছে জঙ্গিরা। এমনটাই জানিয়েছিলেন স্থানীয় এক কাশ্মীরি যুবক। পুলিশদের কাছে স্বীকার করেছিলেন সে কথা। ওই জঙ্গিদের কাছে তিনি খাবার এবং অন্যান্য নানান প্রয়োজনীয় জিনিস পৌঁছে দিয়েছিলেন বলেও জানিয়েছিলেন।
পাহাড় ঘেরা ঘন জঙ্গলের মধ্যে ঘাঁটি গেড়ে আছে জঙ্গিরা। এমনটাই জানিয়েছিলেন স্থানীয় এক কাশ্মীরি যুবক। পুলিশদের কাছে স্বীকার করেছিলেন সে কথা। ওই জঙ্গিদের কাছে তিনি খাবার এবং অন্যান্য নানান প্রয়োজনীয় জিনিস পৌঁছে দিয়েছিলেন বলেও জানিয়েছিলেন।
advertisement
2/6
 সেই অনুযায়ী, জঙ্গিদের ঘাঁটি চিনিয়ে দিতে পুলিশ তাঁকে সঙ্গে করে নিয়ে যাচ্ছিল। কিন্তু, তখনই ঘটে গেল অঘটন। হঠাৎ নদীতে ঝাঁপ দিলেন ওই যুবক। খরস্রোতা নদীতে মুহূর্তেই ভেসে গেলেন ইমতিয়াজ আহমেদ মাগরে বছর ২৩-এর ওই যুবক।
সেই অনুযায়ী, জঙ্গিদের ঘাঁটি চিনিয়ে দিতে পুলিশ তাঁকে সঙ্গে করে নিয়ে যাচ্ছিল। কিন্তু, তখনই ঘটে গেল অঘটন। হঠাৎ নদীতে ঝাঁপ দিলেন ওই যুবক। খরস্রোতা নদীতে মুহূর্তেই ভেসে গেলেন ইমতিয়াজ আহমেদ মাগরে বছর ২৩-এর ওই যুবক।
advertisement
3/6
 ওই যুবকের মৃত্যু ঘিরে প্রশ্ন তুলেছে তাঁর পরিবার। কুলগামের বাসিন্দা ওই যুবকের মৃত্যু ঘিরেই কাশ্মীরের রাজ্য রাজনীতিতেও শুরু হয়েছে জোর তরজা। ওই রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি প্রশ্ন তুলেছিলেন যুবকের মৃত্যু নিয়ে।
ওই যুবকের মৃত্যু ঘিরে প্রশ্ন তুলেছে তাঁর পরিবার। কুলগামের বাসিন্দা ওই যুবকের মৃত্যু ঘিরেই কাশ্মীরের রাজ্য রাজনীতিতেও শুরু হয়েছে জোর তরজা। ওই রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি প্রশ্ন তুলেছিলেন যুবকের মৃত্যু নিয়ে।
advertisement
4/6
 পুলিশ সূত্রে খবর, জঙ্গিদের সাহায্য করার অভিযোগে গ্রেফতার করা হয়েছিল কুলগামের বাসিন্দা ইমতিয়াজকে। জেরার মুখে তিনি জানান, পাহাড়ের ঘন জঙ্গলের মধ্যে লুকিয়ে আছে জঙ্গিরা। তাঁদের খাবার-সহ প্রয়োজনীয় জিনিস পৌঁছে দিয়ে আসছিলেন তিনি।
পুলিশ সূত্রে খবর, জঙ্গিদের সাহায্য করার অভিযোগে গ্রেফতার করা হয়েছিল কুলগামের বাসিন্দা ইমতিয়াজকে। জেরার মুখে তিনি জানান, পাহাড়ের ঘন জঙ্গলের মধ্যে লুকিয়ে আছে জঙ্গিরা। তাঁদের খাবার-সহ প্রয়োজনীয় জিনিস পৌঁছে দিয়ে আসছিলেন তিনি।
advertisement
5/6
তদন্তকারী সংস্থাগুলির বিশ্বাস, সন্ত্রাসবাদীদের কাছে এলাকার ভৌগোলিক তথ্য সরবরাহের ক্ষেত্রে স্থানীয় সহায়তার ভূমিকা উড়িয়ে দেওয়া যায় না। আসন্ন সময়ে এই জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া চলতে হবে। প্রয়োজন পড়লে আরও গ্রেফতারি হবে। (Photo: AP)
এরপরেই পুলিশকে সঙ্গে নিয়ে জঙ্গিদের ডেরা চিনিয়ে দিতে যায় সে। কিন্তু, সেই সময়েই আচমকা নদীতে ঝাঁপ দেন ওই যুবক। পুলিশ সূত্রের খবর, নদী সাঁতরে পালিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল ওই যুবকের। কিন্তু, খরস্রোতের সামনে আর নিজের ভারসাম্য ধরে রাখতে পারেননি তিনি। ভেসে যান।
advertisement
6/6
আলিজা রফিক নামে একজন প্রাক্তন জঙ্গির স্ত্রী জানান, ২০১৩ সালে তৎকালীন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহর নীতির অধীনে কাশ্মীরে এসেছিলেন নিজেদের স্বামীর সঙ্গে কাশ্মীরে আসেন এই মহিলারা। পাকিস্তান বা পাকিস্তান-অধিকৃত কাশ্মীরে অস্ত্র প্রশিক্ষণের জন্য গিয়েছিলেন অনেকে, কিন্তু পরে হিংসা ত্যাগ করে উপত্যকায় ফিরে আসতে চান। এমন সন্ত্রাসবাদীদের সমাজের মূল স্রোতে আসার সুযোগ দিয়েছিল সরকার। Representative image
কিছু পরে তাঁর নিথর দেহ উদ্ধার হয়। ইতিমধ্যেই সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে সেই ভিডিও। সেখানে দেখা যাচ্ছে, ঘন জঙ্গলের দিকে একবার তাকিয়েই আচমকা সোজা নদীতে ঝাঁপ দেন ওই যুবক। কিন্তু, নদীর প্রবল স্রোতের সামনে মুহূর্তেই ভেসে যান তিনি।
advertisement
advertisement
advertisement