হঠাৎই খুঁজে পেলেন মাটির নিচে পোঁতা গুপ্তধন, তারপর যা হল...

Last Updated:
বাড়ির নিচেই ছিল কুবেরের খাজানা, পাওয়া গেল হঠাৎ করেই
1/6
বাড়ি সারাইয়ের কাজ চলছিল জোরকদমে ৷ হঠাৎই ভিত খুঁড়তে গিয়ে কিছু ধাতব জিনিসে ধাক্কা লাগে ৷ Photo- Representive
বাড়ি সারাইয়ের কাজ চলছিল জোরকদমে ৷ হঠাৎই ভিত খুঁড়তে গিয়ে কিছু ধাতব জিনিসে ধাক্কা লাগে ৷ Photo- Representive
advertisement
2/6
একেবারে যেন রূপকথার গুপ্তধন ৷ ২৫ লক্ষ টাকার পুরনো সোনা ও রূপোর গয়না পান ৷ Photo- Representive
একেবারে যেন রূপকথার গুপ্তধন ৷ ২৫ লক্ষ টাকার পুরনো সোনা ও রূপোর গয়না পান ৷ Photo- Representive
advertisement
3/6
তবে পৈতৃক এই সম্পত্তি যিনি অত্যন্ত আগ্রহ ভরে উদ্ধার হওয়ায় আনন্দে ছিলেন , সেই আনন্দ দীর্ঘস্থায়ী হয়নি ৷ Photo Courtesy- Hardoi Police Station/ Twitter
তবে পৈতৃক এই সম্পত্তি যিনি অত্যন্ত আগ্রহ ভরে উদ্ধার হওয়ায় আনন্দে ছিলেন , সেই আনন্দ দীর্ঘস্থায়ী হয়নি ৷ Photo Courtesy- Hardoi Police Station/ Twitter
advertisement
4/6
উদ্ধার হওয়া গয়নার মধ্যে রয়েছে ৬৫০ গ্রাম সোনা ও ৪.৫৩ কেজি রূপোর গয়না রয়েছে ৷ যা প্রায় ১০০ বছরের বেশি পুরনো এবং এর ঐতিহাসিক মূল্য রয়েছে ৷ Photo- Representive
উদ্ধার হওয়া গয়নার মধ্যে রয়েছে ৬৫০ গ্রাম সোনা ও ৪.৫৩ কেজি রূপোর গয়না রয়েছে ৷ যা প্রায় ১০০ বছরের বেশি পুরনো এবং এর ঐতিহাসিক মূল্য রয়েছে ৷ Photo- Representive
advertisement
5/6
এই গুপ্তধনের সমস্ত অধিকার নিজের দখলে নিয়ে নিয়েছে হারদোই পুলিশ স্টেশনের পুলিশ ৷ কারণ এই গয়ান আর যার বাড়ি থেকে পাওয়া গেছে তার আর নয় ৷ কারণ পুরো বিষয়টা সরকারের অধিকারে ৷ Photo Courtesy- Hardoi Police Station/ Twitter
এই গুপ্তধনের সমস্ত অধিকার নিজের দখলে নিয়ে নিয়েছে হারদোই পুলিশ স্টেশনের পুলিশ ৷ কারণ এই গয়ান আর যার বাড়ি থেকে পাওয়া গেছে তার আর নয় ৷ কারণ পুরো বিষয়টা সরকারের অধিকারে ৷ Photo Courtesy- Hardoi Police Station/ Twitter
advertisement
6/6
বাড়ি তলার থেকে গুপ্তধন পেতেই গোটা গ্রামে ছড়িয়ে পড়ে এই খবর ৷ এভাবেই পুলিশ জানতে পেরে যায় এই খবর ৷ সেখান থেকেই উদ্ধার করা হয় এই বিশাল পরিমাণের সোনা ও রূপোর গয়না ৷  Photo Courtesy- Hardoi Police Station/ Twitter
বাড়ি তলার থেকে গুপ্তধন পেতেই গোটা গ্রামে ছড়িয়ে পড়ে এই খবর ৷ এভাবেই পুলিশ জানতে পেরে যায় এই খবর ৷ সেখান থেকেই উদ্ধার করা হয় এই বিশাল পরিমাণের সোনা ও রূপোর গয়না ৷ Photo Courtesy- Hardoi Police Station/ Twitter
advertisement
advertisement
advertisement