Sikkim Road Closed: সিকিম যাচ্ছেন? সোরেং-জুম রাজ্য সড়কে বড় পরিবর্তন! ১ মাস বন্ধ থাকবে যান চলাচল, বিকল্প রুট জানুন
- Published by:Shubhagata Dey
- hyperlocal
- Reported by:Ricktik Bhattacharjee
Last Updated:
Sikkim Road Closed: রাজ্য সড়ক (SH-26) সম্প্রসারণের কাজের জন্য সোরেং থেকে জুম হয়ে এনডিপি রোড পর্যন্ত রাস্তা আগামী কয়েক সপ্তাহ বন্ধ থাকবে। রাস্তা প্রশস্তকরণের কাজ নির্বিঘ্নে সম্পন্ন করার জন্য এবং যানবাহন চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে ওই সড়ক আংশিকভাবে বন্ধ রাখা হবে।
*সিকিম, ঋত্বিক ভট্টাচার্য: রাজ্য সড়ক (SH-26) সম্প্রসারণের কাজের জন্য সোরেং থেকে জুম হয়ে এনডিপি রোড পর্যন্ত রাস্তা আগামী কয়েক সপ্তাহ বন্ধ থাকবে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, রাস্তা প্রশস্তকরণের কাজ নির্বিঘ্নে সম্পন্ন করার জন্য এবং যানবাহন চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে ওই সড়ক আংশিকভাবে বন্ধ রাখা হবে।
advertisement
advertisement
advertisement
advertisement
