Water metro: এবার চালু হচ্ছে ওয়াটার মেট্রো! শুধু ভারতে নয়, দক্ষিণ এশিয়াতেও এই প্রথম

Last Updated:
কেরলের মুখ্যমন্ত্রীর দাবি, রোজকার যাতায়াতের জন্য তো বটেই, এই ওয়াটার মেট্রো কেরলে আসা পর্যটকদের কাছেও বড় আকর্ষণ হতে চলেছে৷
1/8
কলকাতায় গঙ্গার নীচ দিয়ে মেট্রোর ট্রায়াল রান সফল হয়েছে৷ এবার ভারতের প্রথম ওয়াটার মেট্রোর শুরু হওয়ার অপেক্ষা৷ মঙ্গলবারই যে পরিষেবার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ দেশে তো বটেই, এটি দক্ষিণ এশিয়ার প্রথম ওয়াটার মেট্রো পরিষেবা৷
কলকাতায় গঙ্গার নীচ দিয়ে মেট্রোর ট্রায়াল রান সফল হয়েছে৷ এবার ভারতের প্রথম ওয়াটার মেট্রোর শুরু হওয়ার অপেক্ষা৷ মঙ্গলবারই যে পরিষেবার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ দেশে তো বটেই, এটি দক্ষিণ এশিয়ার প্রথম ওয়াটার মেট্রো পরিষেবা৷
advertisement
2/8
advertisement
3/8
কলকাতায় গঙ্গার নীচ দিয়ে মেট্রোর ট্রায়াল রান সফল হয়েছে৷ এবার ভারতের প্রথম ওয়াটার মেট্রোর শুরু হওয়ার অপেক্ষা৷ মঙ্গলবারই যে পরিষেবার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ দেশে তো বটেই, এটি দক্ষিণ এশিয়ার প্রথম ওয়াটার মেট্রো পরিষেবা৷
কলকাতায় গঙ্গার নীচ দিয়ে মেট্রোর ট্রায়াল রান সফল হয়েছে৷ এবার ভারতের প্রথম ওয়াটার মেট্রোর শুরু হওয়ার অপেক্ষা৷ মঙ্গলবারই যে পরিষেবার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ দেশে তো বটেই, এটি দক্ষিণ এশিয়ার প্রথম ওয়াটার মেট্রো পরিষেবা৷
advertisement
4/8
রবিবারই নতুন এই পরিষেবার কথা ট্যুইট করে জানিয়েছেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন৷ তিনি জানিয়েছেন, মূল কোচি শহরের সঙ্গে সংলগ্ন দশটি দ্বীপকে যুক্ত করবে এই মেট্রো পরিষেবা। এই ওয়াটার মেট্রো কেরলবাসীর দীর্ঘদিনের স্বপ্ন ছিল বলেও দাবি তাঁর।
রবিবারই নতুন এই পরিষেবার কথা ট্যুইট করে জানিয়েছেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন৷ তিনি জানিয়েছেন, মূল কোচি শহরের সঙ্গে সংলগ্ন দশটি দ্বীপকে যুক্ত করবে এই মেট্রো পরিষেবা। এই ওয়াটার মেট্রো কেরলবাসীর দীর্ঘদিনের স্বপ্ন ছিল বলেও দাবি তাঁর।
advertisement
5/8
ওয়াটার মেট্রোর বাতানুকূল বোটগুলিতে চেপে শহরের যানজট এড়িয়েই আরামে নিজেদের গন্তব্যে পৌঁছতে পারবেন সাধারণ মানুষ। কোচি মেট্রো এবং ওয়াটার মেট্রোর জন্য একটি কোচি ওয়ান কার্ড ব্যবহার করলেই হবে৷ ওয়াটার মেট্রোয় চড়ার খরচও সাধারণের আয়ত্তের মধ্যেই।
ওয়াটার মেট্রোর বাতানুকূল বোটগুলিতে চেপে শহরের যানজট এড়িয়েই আরামে নিজেদের গন্তব্যে পৌঁছতে পারবেন সাধারণ মানুষ। কোচি মেট্রো এবং ওয়াটার মেট্রোর জন্য একটি কোচি ওয়ান কার্ড ব্যবহার করলেই হবে৷ ওয়াটার মেট্রোয় চড়ার খরচও সাধারণের আয়ত্তের মধ্যেই।
advertisement
6/8
কোচি মেট্রো এবং ওয়াটার মেট্রোর জন্য একটি কোচি ওয়ান কার্ড ব্যবহার করলেই হবে৷ ওয়াটার মেট্রোয় চড়ার খরচও সাধারণের আয়ত্তের মধ্যেই।
কোচি মেট্রো এবং ওয়াটার মেট্রোর জন্য একটি কোচি ওয়ান কার্ড ব্যবহার করলেই হবে৷ ওয়াটার মেট্রোয় চড়ার খরচও সাধারণের আয়ত্তের মধ্যেই।
advertisement
7/8
এক একটি বোটে অন্তত ৫০ জন যাত্রী যাত্রা করতে পারবেন। মোট ১৫টি রুটে শুরু হচ্ছে এই ওয়াটার মেট্রো৷
এক একটি বোটে অন্তত ৫০ জন যাত্রী যাত্রা করতে পারবেন। মোট ১৫টি রুটে শুরু হচ্ছে এই ওয়াটার মেট্রো৷
advertisement
8/8
কেরলের মুখ্যমন্ত্রীর দাবি, রোজকার যাতায়াতের জন্য তো বটেই, এই ওয়াটার মেট্রো কেরলে আসা পর্যটকদের কাছেও বড় আকর্ষণ হতে চলেছে৷
কেরলের মুখ্যমন্ত্রীর দাবি, রোজকার যাতায়াতের জন্য তো বটেই, এই ওয়াটার মেট্রো কেরলে আসা পর্যটকদের কাছেও বড় আকর্ষণ হতে চলেছে৷
advertisement
advertisement
advertisement