#কলকাতা: জয়পুর খাজানা মিউজিয়াম ৬ কোটি টাকা দিয়ে তৈরি হয়েছে৷ জুনে আমজনতার জন্য তা খুলে দেওয়া হয়ে গেছে৷ কোটি কোটি টাকার সম্পত্তি এখানে রয়েছে৷ তার জন্য সুরক্ষাবিধি অত্যন্ত কড়া রাখা হয়েছে৷ এই এলাকায় ২০ টি-র বেশি ক্যামেরা রাখা রয়েছে৷ এখানে এই সব সম্পত্তি ছাড়া ডায়নোসরের হাড়, কোহিনুর হিরের রেপ্লিকা, হাঙরের দাঁত, এবং বহু দামি দামি মূর্তি এবং গয়না রাখা হয়েছে৷