জীবন বিমা অত্যন্ত জরুরি ৷ কারণ এর জেরে আপনার ও আপনার পরিবারের ভবিষ্যত অনেকটাই নিশ্চিত ও সুরক্ষিত হয়ে যায় ৷ পোস্ট অফিস ব্যাঙ্কিং পরিষেবার পাশাপাশি জীবন বিমার পরিষেবাও দিয়ে থাকে গ্রাহকদের ৷ ব্রিটিশ রাজের সময় ১ ফেব্রুয়ারি ১৮৮৪ সালে Postal Life Insurance অথার্ৎ PLI পেশ করা হয়েছিল ৷ এটাই ভারতের সবচেয়ে পুরনো জীবন বিমা স্কিম মনে করা হয় ৷ এই স্কিমে আপনি প্রায় ১০ লক্ষ টাকা পর্যন্ত জীবন বিমা করাতে পারবেন ৷ জেনে নিন বিস্তারিত...
Convertible Whole Life Insurance (সুবিধা): Postal Life Insurance এর এই প্ল্যানটি সুবিধা নামেও পরিচিত ৷ এই স্কিম Endowment Assurance এর মতো ৷ পাঁচ বছর এই স্কিম Endowment Assurance এ চেঞ্জ করা যেতে পারে ৷ তবে এই পরিবর্তন করার সময় বিমাকর্তার বয়স ৫৫ বছরের বয়স হলে চলবে না ৷ যদি ছ’বছর পর্যন্ত কোনও পরিবর্তন না করা হয় তাহলে পলিসি Whole Life Assurance মনে করা হবে ৷ এই স্কিমে লোন নেওয়ার সুবিধা রয়েছে এবং তিন বছর পলিসি সারেন্ডার করতে পারবেন পলিসিহোল্ডার ৷ পাঁচ বছরের আগে লোন নিলে বা পলিসি সারেন্ডার করলে বিমাকর্তা কোনও বোনাস পাবেন না ৷