Indian Railways: সুন্দরী মহিলা, AC কোচে বসেও ঘামছিলেন! TTE এগিয়ে এসে জিজ্ঞেস করলেন, ‘কী করছেন?’ তারপরই শুরু বিরাট গন্ডগোল
- Published by:Satabdi Adhikary
Last Updated:
Indian Railways: অভিযোগ, কপালের ঘাম মুছতে মুছতে ওই মহিলা জানান, ‘‘আমার টিকিট নেই...
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
মঙ্গলবার বিশাখাপত্তনমগামী হিরাকুণ্ড এক্সপ্রেসে ট্রেনে টিকিট চেকিংরত টিটিই এবং একজন মহিলা যাত্রীর মধ্যে বিবাদ শুরু হলে বড় হট্টগোল শুরু হয়, যা পরে ওই মহিলার জিআরপি-তে কর্মরত স্বামীর হস্তক্ষেপে আরও বেড়ে যায়। ঘটনাটি এতটাই উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে যে ট্রেনটি ঝাঁসি স্টেশনে পৌঁছনোর সাথে সাথেই বেশ কয়েকজন জিআরপি জওয়ান ট্রেনে উঠে টিটিইকে জোর করে নামিয়ে দেন। এর পরে, টিটিই ছাড়াই ট্রেনটি ছেড়ে যায়। Generated image
advertisement
জব্বলপুর ডিভিশনের কাটনি স্টেশনে সংযুক্ত টিটিই দীনেশ কুমার ট্রেনের টিকিট পরীক্ষা করছিলেন। বি-১ কোচের ৩৮ নম্বর বার্থে বসে থাকা এক মহিলাকে টিকিট দেখাতে বলা হলে তিনি বলেন যে তার কোনও রিজার্ভেশন নেই এবং তার স্বামী সন্দীপ কুমার, যিনি জিআরপিতে কনস্টেবল, একই কোচের অন্য সিটে বসে আছেন। দীনেশ যখন নিয়ম অনুসারে টিকিট দেখানোর জন্য জোর দেন, তখন তর্ক শুরু হয়। Generated image
advertisement
সাথে সাথেই মহিলার স্বামী সন্দীপ কুমার টিটিই-এর সাথে তর্ক শুরু করেন । টিটিই বলেন যে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে, কিন্তু সন্দীপ সহযোগিতা করতে অস্বীকার করেন৷ ট্রেনটি ললিতপুর এবং পরে ঝাঁসি স্টেশনে পৌঁছনোর সাথে সাথে জিআরপির অন্যান্য কর্মীরা ট্রেনে উঠে দীনেশ কুমারকে জোর করে ট্রেন থেকে নামিয়ে থানায় নিয়ে যান।Generated image
advertisement
advertisement
কর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। স্থানীয় টিটিই অ্যাসোসিয়েশন ডিআরএম-এর সাথে দেখা করে পুরো ঘটনাটিকে অপমানজনক এবং অগ্রহণযোগ্য বলে অভিহিত করে অভিযুক্ত জিআরপি জওয়ানদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে। বুধবার রেল প্রশাসন, আরপিএফ এবং জিআরপির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সমন্বয়ে তিন সদস্যের একটি তদন্ত কমিটি৷ Generated image