হোম » ছবি » পাঁচমিশালি » ভারতের দীর্ঘতম ট্রেন কোনটি?কটা ইঞ্জিন প্রয়োজন হয় চালাতে?৯৯% মানুষেই উত্তর অজানা

Indian Railways| Longest Train in India|| ভারতের দীর্ঘতম ট্রেন কোনটি? কটা ইঞ্জিন প্রয়োজন হয় এই ট্রেন চালাতে? ৯৯% মানুষেই উত্তর অজানা

  • 18

    Indian Railways| Longest Train in India|| ভারতের দীর্ঘতম ট্রেন কোনটি? কটা ইঞ্জিন প্রয়োজন হয় এই ট্রেন চালাতে? ৯৯% মানুষেই উত্তর অজানা

    *ভারতীয় রেল যোগাযোগ ব্যবস্থা বিশ্বের চতুর্থ বৃহত্তম। দূর-দূরান্তে যাওয়ার জন্য মানুষ বিমানের পাশাপাশি ট্রেনের ওপরেও নির্ভর করে। তবে বিমান ভাড়া বেশি হওয়ায় অনেকের পক্ষে সেই ব্যয়ভার গ্রহণ করা সম্ভব নয়, তাই ট্রেনই সুলভে সাধারণ মানুষের একরাজ্য থেকে আরেক রাজ্যে যাওয়ার মূল মাধ্যম। ফাইল ছবি।

    MORE
    GALLERIES

  • 28

    Indian Railways| Longest Train in India|| ভারতের দীর্ঘতম ট্রেন কোনটি? কটা ইঞ্জিন প্রয়োজন হয় এই ট্রেন চালাতে? ৯৯% মানুষেই উত্তর অজানা

    *ভারতীয় রেল সূত্রে জানা গিয়েছে, ট্রেনে কোন ধরণের ক্লাসের কত সংখ্যক বুকিং রয়েছে, তা মাথায় রেখেই বহিরত সংখ্যা নির্ধারিত হয়। আর তাতেই ট্রেন লম্বা হতে থাকে। সাধারণত বেশি দূরত্বে যাওয়া ট্রেনের বগি সংখ্যা অধিক সংখ্যায় থাকে। ফলে ট্রেন লম্বা হয়ে যায়। ফাইল ছবি।

    MORE
    GALLERIES

  • 38

    Indian Railways| Longest Train in India|| ভারতের দীর্ঘতম ট্রেন কোনটি? কটা ইঞ্জিন প্রয়োজন হয় এই ট্রেন চালাতে? ৯৯% মানুষেই উত্তর অজানা

    *কিছু কিছু ট্রেন লম্বা হলেও তা একটা ইঞ্জিন দিয়েই টেনে নিয়ে যাওয়া হয়। আবার কিছু কিছু ট্রেন রয়েছে, যা টানার জন্য একাধিক ইঞ্জিনের প্রয়োজন হয়। ফাইল ছবি।

    MORE
    GALLERIES

  • 48

    Indian Railways| Longest Train in India|| ভারতের দীর্ঘতম ট্রেন কোনটি? কটা ইঞ্জিন প্রয়োজন হয় এই ট্রেন চালাতে? ৯৯% মানুষেই উত্তর অজানা

    *রেল সূত্রে জানা গিয়েছে, বেশ কিছু ট্রেন এতটাই লম্বা হয়ে যায়, তা টানার জন্য ৪/৫টা ইঞ্জিনের প্রয়োজন হয়। তবে জানেন কি ভারতের সবচেয়ে লম্বা ট্রেন কোনটি?আর তা টেনে নিয়ে যাওয়ার জন্য কতগুলো ইঞ্জিনের প্রয়োজন হয়? ফাইল ছবি।

    MORE
    GALLERIES

  • 58

    Indian Railways| Longest Train in India|| ভারতের দীর্ঘতম ট্রেন কোনটি? কটা ইঞ্জিন প্রয়োজন হয় এই ট্রেন চালাতে? ৯৯% মানুষেই উত্তর অজানা

    *শেশনাগ ট্রেনঃ এটি ভারতের দীর্ঘ ট্রেনগুলির মধ্যে অন্যতম। এই ট্রেনের দৈর্ঘ্য ২.৮ কিলোমিটার। এই ট্রেন টানতে আ৪টি ইঞ্জিনের প্রয়োজন হয়। তবে এটি প্যাসেঞ্জার ট্রেন নয়, মালবাহী ট্রেন। ফাইল ছবি।

    MORE
    GALLERIES

  • 68

    Indian Railways| Longest Train in India|| ভারতের দীর্ঘতম ট্রেন কোনটি? কটা ইঞ্জিন প্রয়োজন হয় এই ট্রেন চালাতে? ৯৯% মানুষেই উত্তর অজানা

    *সুপার ভাসুকিঃ এই ট্রেনের সম্পর্কে খুব কম মানুষই জানেন। বলা ভাল, ভারতের দীর্ঘতম ট্রেনের নাম সুপার ভাসুকি। স্বাধীনতা দিবসের ৭৫ তম বছরে এই ট্রেন চালু হয়েছিল। এই ট্রেন চালাতে ৬ ইঞ্জিনের প্রয়োজন হয়, ট্রেনে ২৯৫টি বগি রয়েছে। ট্রেনের দীর্ঘ সাড়ে ৩ কিলোমিটার। ফাইল ছবি।

    MORE
    GALLERIES

  • 78

    Indian Railways| Longest Train in India|| ভারতের দীর্ঘতম ট্রেন কোনটি? কটা ইঞ্জিন প্রয়োজন হয় এই ট্রেন চালাতে? ৯৯% মানুষেই উত্তর অজানা

    *বিবেক এক্সপ্রেসঃ ভারতের দীর্ঘতম দূরত্বের ট্রেন বিবেক এক্সপ্রেস। এই ট্রেন ডিব্রুগড় থেকে কন্যাকুমারিকা পর্যন্ত চলে। বিবেক এক্সপ্রেস ৮ রাজ্যের ওপর দিয়ে যায়। ২৩ বগির এই ট্রেন ৮২৩৪ কিলোমিটার পথ পেরোতে ৩ দিনের বেশি সময় লাগে। ফাইল ছবি।

    MORE
    GALLERIES

  • 88

    Indian Railways| Longest Train in India|| ভারতের দীর্ঘতম ট্রেন কোনটি? কটা ইঞ্জিন প্রয়োজন হয় এই ট্রেন চালাতে? ৯৯% মানুষেই উত্তর অজানা

    *প্রয়াগরাজ এক্সপ্রেসঃ প্রয়াগরাজ এক্সপ্রেস ভারতের দীর্ঘতম ট্রেনের অন্তর্ভুক্ত। হ্যাঁ, এই ট্রেনটি প্রায় ২৪টি কোচ নিয়ে চলে। এই বিখ্যাত ট্রেনটি দিল্লি এবং প্রয়াগরাজের মধ্যে চলে। ফাইল ছবি।

    MORE
    GALLERIES