*সুপার ভাসুকিঃ এই ট্রেনের সম্পর্কে খুব কম মানুষই জানেন। বলা ভাল, ভারতের দীর্ঘতম ট্রেনের নাম সুপার ভাসুকি। স্বাধীনতা দিবসের ৭৫ তম বছরে এই ট্রেন চালু হয়েছিল। এই ট্রেন চালাতে ৬ ইঞ্জিনের প্রয়োজন হয়, ট্রেনে ২৯৫টি বগি রয়েছে। ট্রেনের দীর্ঘ সাড়ে ৩ কিলোমিটার। ফাইল ছবি।