#নয়াদিল্লি: রাজধানী দিল্লি, হরিয়ানা, পশ্চিম উত্তরপ্রদেশের আশপাশের এলাকায় সোমবার সন্ধ্যায় পশ্চিমি ঝঞ্ঝার কারণে হিটওয়েভে কিছুটা মুক্তি পাওয়া গিয়েছিল, কিন্তু সকাল হতেই সেই শান্তির পরিবেশ উধাও৷ মৌসম বিভাগের খবর অনুযায়ি বুধবার থেকে রাজস্থান , মধ্যপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, গুজরাতে লু -এর পরিস্থিতি জারি থাকবে৷ শনিবার অবধি এই পুরো উত্তর ও উত্তরপশ্চিম ভারতে তাপপ্রবাহ জারি থাকবে৷ Photo- Representative
স্কাইমেটের খবর অনুযায়ি এখন পশ্চিমী ঝঞ্ঝা উত্তর আফগানিস্তান ও পাকিস্তানের কাছাকাছি এলাকার ওপরে রয়েছে৷ এতে ২৮ এপ্রিল অবধি হিমালয় ক্ষেত্রে পৌঁছনোর সম্ভবনা রয়েছে৷ দক্ষিণ মধ্যপ্রদেশ থেকে বিদর্ভ, মারাঠবাড়া, হয়ে কর্ণাটক অবধি নিম্নচাপ ক্ষেত্র তৈরি হয়েছে৷ আইএমএডি-র কথা অনুযায়ি কেরল, কর্ণাটক, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ , তেলঙ্গানায় আগামী ৫ দিন অবধি কোথাও কোথাও বৃষ্টি হয়েছে৷ Photo- Representative