India's First Solar Mission AdityaL1: শনিতে রবির দিকে পাড়ি দেবে ভারত! সূর্যগ্রহণেও অবিচলভাবে কাজ করবে সৌরযান আদিত্য এল১

Last Updated:
India's First Solar Mission Aditya-L1 : ইসরোর সূর্যযান আদিত্য-এল১ শনিবার পাড়ি দেবে সূর্যের দিকে। মহাকাশ গবেষণায় ভারত স্পর্শ করবে নতুন মাইলফলক
1/8
ঐতিহাসিক চন্দ্রবিজয়ের পরে আজ মহাকাশে ভারতের গন্তব্য সূর্য। ইসরোর সূর্যযান আদিত্য-এল১ শনিবার পাড়ি দেবে সূর্যের দিকে। মহাকাশ গবেষণায় ভারত স্পর্শ করবে নতুন মাইলফলক।
ঐতিহাসিক চন্দ্রবিজয়ের পরে আজ মহাকাশে ভারতের গন্তব্য সূর্য। ইসরোর সূর্যযান আদিত্য-এল১ শনিবার পাড়ি দেবে সূর্যের দিকে। মহাকাশ গবেষণায় ভারত স্পর্শ করবে নতুন মাইলফলক।
advertisement
2/8
শনিবার সকালে শ্রীহরিকোটা থেকে পিএসএলভি রকেটে চেপে সূর্যের উদ্দেশে পাড়ি দেবে ভারতের প্রথম সৌর পর্যবেক্ষণকারী যান। চন্দ্রযানের মতোই প্রথমে পৃথিবীর কক্ষপথে পৌঁছবে আদিত্য। তার পর তার লক্ষ্য হ্যালো অরবিট বা কক্ষপথ।
শনিবার সকালে শ্রীহরিকোটা থেকে পিএসএলভি রকেটে চেপে সূর্যের উদ্দেশে পাড়ি দেবে ভারতের প্রথম সৌর পর্যবেক্ষণকারী যান। চন্দ্রযানের মতোই প্রথমে পৃথিবীর কক্ষপথে পৌঁছবে আদিত্য। তার পর তার লক্ষ্য হ্যালো অরবিট বা কক্ষপথ।
advertisement
3/8
সূর্য ও পৃথিবীর মাঝে ল্যাগরেঞ্জ পয়েন্ট১-কে সংক্ষেপে বলা হয় এল১। পৃথিবী থেকে এই বিন্দুর দূরত্ব ১৫ লক্ষ কিলোমিটার। এই স্থানই সূর্যযান আদিত্যর পাখির চোখ। তাই তার নামের সঙ্গে যোগ হয়েছে এল১। আর, মূল নাম আদিত্য তো সূর্যেরই আর এক পরিচয়।
সূর্য ও পৃথিবীর মাঝে ল্যাগরেঞ্জ পয়েন্ট১-কে সংক্ষেপে বলা হয় এল১। পৃথিবী থেকে এই বিন্দুর দূরত্ব ১৫ লক্ষ কিলোমিটার। এই স্থানই সূর্যযান আদিত্যর পাখির চোখ। তাই তার নামের সঙ্গে যোগ হয়েছে এল১। আর, মূল নাম আদিত্য তো সূর্যেরই আর এক পরিচয়।
advertisement
4/8
ল্যাগরেঞ্জ পয়েন্টে মহাকাশযান একটি নির্দিষ্ট ভাবে প্রদক্ষিণ করতে থাকে। সূর্য ও পৃথিবীর মাঝখানে দু’জনেরই মাধ্যাকর্ষণ টানের প্রভাবে এই স্থানে মহাকাশযান একভাবে ঘুরতে থাকে। তাই একে বলা হয় মহাকাশের পার্কিং স্পট। ফলে জ্বালানি ব্যয় হয় না।
ল্যাগরেঞ্জ পয়েন্টে মহাকাশযান একটি নির্দিষ্ট ভাবে প্রদক্ষিণ করতে থাকে। সূর্য ও পৃথিবীর মাঝখানে দু’জনেরই মাধ্যাকর্ষণ টানের প্রভাবে এই স্থানে মহাকাশযান একভাবে ঘুরতে থাকে। তাই একে বলা হয় মহাকাশের পার্কিং স্পট। ফলে জ্বালানি ব্যয় হয় না।
advertisement
5/8
আদিত্য বয়ে নিয়ে যাচ্ছে ৭ টি পেলোড। তার মধ্যে ৪ টি পেলোড সরাসরি পর্যবেক্ষণ করবে। বাকি ৩ টি ইন-সিটু গবেষণা চালাবে।
আদিত্য বয়ে নিয়ে যাচ্ছে ৭ টি পেলোড। তার মধ্যে ৪ টি পেলোড সরাসরি পর্যবেক্ষণ করবে। বাকি ৩ টি ইন-সিটু গবেষণা চালাবে।
advertisement
6/8
সূর্যের সবথেকে বাইরের স্তর বা করোনা-কে পরীক্ষা করবে পেলোডগুলি। এছাড়া ফোটোস্ফিয়ার, ক্রোমোস্ফিয়ার-ও থাকবে সৌরযানের নজরে। সূর্যগ্রহণও তার কাজে বাধা তৈরি করতে পারবে না।
সূর্যের সবথেকে বাইরের স্তর বা করোনা-কে পরীক্ষা করবে পেলোডগুলি। এছাড়া ফোটোস্ফিয়ার, ক্রোমোস্ফিয়ার-ও থাকবে সৌরযানের নজরে। সূর্যগ্রহণও তার কাজে বাধা তৈরি করতে পারবে না।
advertisement
7/8
ইতিমধ্যে আমেরিকা, চিন, জাপান, গ্রেট ব্রিটেন-সহ বিশ্বের একাধিক দেশ সূর্যকে নিয়ে গবেষণা করছে। তাদের মহাকাশ গবেষণায় নজরও রাখা হয়েছে সূর্যের উপর। এ বার সেই তালিকায় যুক্ত হতে চলেছে ভারতের নামও।
ইতিমধ্যে আমেরিকা, চিন, জাপান, গ্রেট ব্রিটেন-সহ বিশ্বের একাধিক দেশ সূর্যকে নিয়ে গবেষণা করছে। তাদের মহাকাশ গবেষণায় নজরও রাখা হয়েছে সূর্যের উপর। এ বার সেই তালিকায় যুক্ত হতে চলেছে ভারতের নামও।
advertisement
8/8
বিশ্বের প্রথম দেশ হিসেবে চাঁদের দুর্গমতম দক্ষিণ মেরু জয়ের পর সূর্য অভিযান নিয়ে ভারতে উত্তেজনা তুঙ্গে।
বিশ্বের প্রথম দেশ হিসেবে চাঁদের দুর্গমতম দক্ষিণ মেরু জয়ের পর সূর্য অভিযান নিয়ে ভারতে উত্তেজনা তুঙ্গে।
advertisement
advertisement
advertisement