5th Gen fighter jet: দেশের মাটিতেই তৈরি হবে পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান! ইঞ্জিন তৈরির দায়িত্বে ভারতের একটি পরিবারের
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
Last Updated:
5th Gen fighter jet: ভারত এই পঞ্চম প্রজন্মের ফাইটার জেটের জন্য ইঞ্জিন তৈরি করছে গ্যাস টারবাইন রিসার্চ এস্টাব্লিশমেন্ট (GTRE) এর মাধ্যমে, যেখানে ভূমিকা নিচ্ছে ভারতের একটি সংস্থা।
advertisement
advertisement
advertisement
advertisement
সেই সঙ্গে দেশের মাটিতে তৈরি হচ্ছে পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমানও। ২০৩০ সালের মধ্যেই দেশের মাটিতে ৫ম প্রজন্মের যুদ্ধবিমান তৈরির কাজ শেষ হবে বলে জানা গিয়েছে। ভারত এই পঞ্চম প্রজন্মের ফাইটার জেটের জন্য ইঞ্জিন তৈরি করছে গ্যাস টারবাইন রিসার্চ এস্টাব্লিশমেন্ট (GTRE) এর মাধ্যমে, যেখানে ভূমিকা নিচ্ছে Godrej Aerospace। প্রতীকী ছবি।
advertisement