5th Gen fighter jet: দেশের মাটিতেই তৈরি হবে পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান! ইঞ্জিন তৈরির দায়িত্বে ভারতের একটি পরিবারের

Last Updated:
5th Gen fighter jet: ভারত এই পঞ্চম প্রজন্মের ফাইটার জেটের জন্য ইঞ্জিন তৈরি করছে গ্যাস টারবাইন রিসার্চ এস্টাব্লিশমেন্ট (GTRE) এর মাধ্যমে, যেখানে ভূমিকা নিচ্ছে ভারতের একটি সংস্থা।
1/6
চিন এবং পাকিস্তানকে কড়া চ্যালেঞ্জ দিতে দেশেই তৈরি হচ্ছে পঞ্চম প্রজন্মের শক্তিশালী জেট। চিন অনেক আগেই তার পঞ্চম প্রজন্মের ফাইটার জেট, J-২০ এবং J-৩৫ তৈরি করেছে, চিন এবং পাকিস্তান দুই দেশই এই জে-২০ এবং জে-৩৫ ব্যবহার করছে। প্রতীকী ছবি।
চিন এবং পাকিস্তানকে কড়া চ্যালেঞ্জ দিতে দেশেই তৈরি হচ্ছে পঞ্চম প্রজন্মের শক্তিশালী জেট। চিন অনেক আগেই তার পঞ্চম প্রজন্মের ফাইটার জেট, J-২০ এবং J-৩৫ তৈরি করেছে, চিন এবং পাকিস্তান দুই দেশই এই জে-২০ এবং জে-৩৫ ব্যবহার করছে। প্রতীকী ছবি।
advertisement
2/6
আমেরিকা ছাড়া চিন একমাত্র দেশ যারা দুটি পঞ্চম প্রজন্মের ফাইটার জেট তৈরি করেছে। এই প্রচেষ্টায় ভারত বর্তমানে কিছুটা পিছিয়ে। ভারতীয় বিমান বাহিনী ৪২ স্কোয়াড্রন ফাইটার জেট প্রয়োজন কিন্তু বর্তমানে ৩১ স্কোয়াড্রন নিয়ে লড়াই করছে। প্রতীকী ছবি।
আমেরিকা ছাড়া চিন একমাত্র দেশ যারা দুটি পঞ্চম প্রজন্মের ফাইটার জেট তৈরি করেছে। এই প্রচেষ্টায় ভারত বর্তমানে কিছুটা পিছিয়ে। ভারতীয় বিমান বাহিনী ৪২ স্কোয়াড্রন ফাইটার জেট প্রয়োজন কিন্তু বর্তমানে ৩১ স্কোয়াড্রন নিয়ে লড়াই করছে। প্রতীকী ছবি।
advertisement
3/6
ভারত বিদেশ থেকে পঞ্চম প্রজন্মের বিমান কেনা ছাড়াও নিজস্ব ফাইটার জেট তৈরি করছে। কেন্দ্রীয় সরকারি সংস্থা HAL, DRDO-র সহযোগিতায়, টুইন-ইঞ্জিন ৪.৫+ প্রজন্মের তেজস-MK1A জেট তৈরি করছে। প্রতীকী ছবি।
ভারত বিদেশ থেকে পঞ্চম প্রজন্মের বিমান কেনা ছাড়াও নিজস্ব ফাইটার জেট তৈরি করছে। কেন্দ্রীয় সরকারি সংস্থা HAL, DRDO-র সহযোগিতায়, টুইন-ইঞ্জিন ৪.৫+ প্রজন্মের তেজস-MK1A জেট তৈরি করছে। প্রতীকী ছবি।
advertisement
4/6
ভারতীয় বায়ুসেনা HAL থেকে ৮৩টি তেজস-MK1A জেট অর্ডার করেছে, যা আমেরিকান কোম্পানি GE-এর ইঞ্জিন দ্বারা চালিত হবে। HAL ৯৯টি ইঞ্জিনের অর্ডার দিয়েছে। তেজস-MK1A শীঘ্রই বায়ুসেনায় অন্তর্ভুক্ত হবে। প্রতীকী ছবি।
ভারতীয় বায়ুসেনা HAL থেকে ৮৩টি তেজস-MK1A জেট অর্ডার করেছে, যা আমেরিকান কোম্পানি GE-এর ইঞ্জিন দ্বারা চালিত হবে। HAL ৯৯টি ইঞ্জিনের অর্ডার দিয়েছে। তেজস-MK1A শীঘ্রই বায়ুসেনায় অন্তর্ভুক্ত হবে। প্রতীকী ছবি।
advertisement
5/6
সেই সঙ্গে দেশের মাটিতে তৈরি হচ্ছে পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমানও। ২০৩০ সালের মধ্যেই দেশের মাটিতে ৫ম প্রজন্মের যুদ্ধবিমান তৈরির কাজ শেষ হবে বলে জানা গিয়েছে। ভারত এই পঞ্চম প্রজন্মের ফাইটার জেটের জন্য ইঞ্জিন তৈরি করছে গ্যাস টারবাইন রিসার্চ এস্টাব্লিশমেন্ট (GTRE) এর মাধ্যমে, যেখানে ভূমিকা নিচ্ছে Godrej Aerospace। প্রতীকী ছবি।
সেই সঙ্গে দেশের মাটিতে তৈরি হচ্ছে পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমানও। ২০৩০ সালের মধ্যেই দেশের মাটিতে ৫ম প্রজন্মের যুদ্ধবিমান তৈরির কাজ শেষ হবে বলে জানা গিয়েছে। ভারত এই পঞ্চম প্রজন্মের ফাইটার জেটের জন্য ইঞ্জিন তৈরি করছে গ্যাস টারবাইন রিসার্চ এস্টাব্লিশমেন্ট (GTRE) এর মাধ্যমে, যেখানে ভূমিকা নিচ্ছে Godrej Aerospace। প্রতীকী ছবি।
advertisement
6/6
Godrej Aerospace এর ভাইস প্রেসিডেন্ট, Manek Behramkamdin, বলেছেন যে কোম্পানির এই গুরুত্বপূর্ণ কাজের জন্য প্রয়োজনীয় দক্ষতা রয়েছে। Godrej Aerospace আগে কাবেরি ইঞ্জিন প্রকল্পে সহযোগিতা করেছে এবং বিভিন্ন সামরিক প্রকল্পে জড়িত রয়েছে। প্রতীকী ছবি।
Godrej Aerospace এর ভাইস প্রেসিডেন্ট, Manek Behramkamdin, বলেছেন যে কোম্পানির এই গুরুত্বপূর্ণ কাজের জন্য প্রয়োজনীয় দক্ষতা রয়েছে। Godrej Aerospace আগে কাবেরি ইঞ্জিন প্রকল্পে সহযোগিতা করেছে এবং বিভিন্ন সামরিক প্রকল্পে জড়িত রয়েছে। প্রতীকী ছবি।
advertisement
advertisement
advertisement