দেশের এই মন্দিরে ‘প্রসাদ’ হিসেবে দেওয়া হয় চিকেন ও মটন বিরিয়ানি
- Published by:Amrit Halder
Last Updated:
advertisement
advertisement
♦ সম্প্রতি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের দরুন সংবাদের শিরোনামে উঠে এসেছে তামিলনাড়ুর মাগুরাইয়ের এক মন্দিরের কথা ৷ মাদুরাইয়ের ভদাক্কমপত্তিতে মুনিয়ান্ডি স্বামী মন্দির রয়েছে ৷ এই মন্দিরে পূজিত হন মুনিয়ান্ডি ৷ যাঁর অপর নাম হল মুনীশ্বর ৷ শিবের অপর একটি রূপই এই মন্দিরে পূজিত হয় ৷ আর সেই মন্দিরেই নাকি একটি উৎসবে মন্দিরে আগত দর্শনার্থীদের প্রসাদ হিসেবে দেওয়া হয় চিকেন ও মটন বিরিয়ানি ৷
advertisement
advertisement