দেশের এই মন্দিরে ‘প্রসাদ’ হিসেবে দেওয়া হয় চিকেন ও মটন বিরিয়ানি

Last Updated:
1/5
♦ প্রসাদ হিসেবে দেওয়া হয় চিকেন বিরিয়ানি এবং মটন বিরিয়ানি ! কী চোখ কপালে উঠল ? নাকি জিভের কোল বেয়ে বারিধারা খেলে গেল ? অবশ্য এমনটাই হওয়ার কথা বইকি!
♦ প্রসাদ হিসেবে দেওয়া হয় চিকেন বিরিয়ানি এবং মটন বিরিয়ানি ! কী চোখ কপালে উঠল ? নাকি জিভের কোল বেয়ে বারিধারা খেলে গেল ? অবশ্য এমনটাই হওয়ার কথা বইকি!
advertisement
2/5
 ♦ ভাবছেন এমনটা আবার হয় নাকি! কিন্তু এমনটাই নাকি আদতে হয় তামিলনাড়ুর এক মন্দিরে ৷
♦ ভাবছেন এমনটা আবার হয় নাকি! কিন্তু এমনটাই নাকি আদতে হয় তামিলনাড়ুর এক মন্দিরে ৷
advertisement
3/5
♦ সম্প্রতি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের দরুন সংবাদের শিরোনামে উঠে এসেছে তামিলনাড়ুর মাগুরাইয়ের এক মন্দিরের কথা ৷ মাদুরাইয়ের ভদাক্কমপত্তিতে মুনিয়ান্ডি স্বামী মন্দির রয়েছে ৷ এই মন্দিরে পূজিত হন মুনিয়ান্ডি ৷ যাঁর অপর নাম হল মুনীশ্বর ৷ শিবের অপর একটি রূপই এই মন্দিরে পূজিত হয় ৷ আর সেই মন্দিরেই নাকি একটি উৎসবে মন্দিরে আগত  দর্শনার্থীদের প্রসাদ হিসেবে দেওয়া হয় চিকেন ও মটন বিরিয়ানি ৷
♦ সম্প্রতি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের দরুন সংবাদের শিরোনামে উঠে এসেছে তামিলনাড়ুর মাগুরাইয়ের এক মন্দিরের কথা ৷ মাদুরাইয়ের ভদাক্কমপত্তিতে মুনিয়ান্ডি স্বামী মন্দির রয়েছে ৷ এই মন্দিরে পূজিত হন মুনিয়ান্ডি ৷ যাঁর অপর নাম হল মুনীশ্বর ৷ শিবের অপর একটি রূপই এই মন্দিরে পূজিত হয় ৷ আর সেই মন্দিরেই নাকি একটি উৎসবে মন্দিরে আগত দর্শনার্থীদের প্রসাদ হিসেবে দেওয়া হয় চিকেন ও মটন বিরিয়ানি ৷
advertisement
4/5
♦ প্রতি বছর জানুয়ারির তৃতীয় সপ্তাহের শুক্রবার ও শনিবার মুনিয়ান্ডি স্বামী মন্দিরে একটি বিরাট উৎসব পালন করা হয় ৷
♦ প্রতি বছর জানুয়ারির তৃতীয় সপ্তাহের শুক্রবার ও শনিবার মুনিয়ান্ডি স্বামী মন্দিরে একটি বিরাট উৎসব পালন করা হয় ৷
advertisement
5/5
♦ আগত ভক্তদের দান করা প্রচুর পরিমাণে অর্থ প্রসাদ তৈরির কাজে ব্যবহার করা হয় ৷ প্রায় ১০০০ কিলোগ্রাম চাল, ২৫০টি খাসি এবং ৩০০টি মুরগি ব্যবহার করা হয়েছিল এ বছর ৷ আর এতেই তৈরি হয়েছিল বিরিয়ানি প্রসাদ ৷
♦ আগত ভক্তদের দান করা প্রচুর পরিমাণে অর্থ প্রসাদ তৈরির কাজে ব্যবহার করা হয় ৷ প্রায় ১০০০ কিলোগ্রাম চাল, ২৫০টি খাসি এবং ৩০০টি মুরগি ব্যবহার করা হয়েছিল এ বছর ৷ আর এতেই তৈরি হয়েছিল বিরিয়ানি প্রসাদ ৷
advertisement
advertisement
advertisement