এই রেখা কী আপনার হাতে রয়েছে ? তাহলে বিপুল লক্ষ্মীলাভের সম্ভাবনা রয়েছে আপনার

Last Updated:
1/5
• লক্ষ্মীলাভ করতে কে না চায় ? কিন্তু কপালে না থাকলে সেই ভাগ্য তো সবার হয় না ৷ লক্ষ্মীযোগ না থাকলে কিন্তু অর্থবান হওয়া মুশকিল ৷ কী ভাবে বুঝবে আপনার এই যোগ রয়েছে ?
• লক্ষ্মীলাভ করতে কে না চায় ? কিন্তু কপালে না থাকলে সেই ভাগ্য তো সবার হয় না ৷ লক্ষ্মীযোগ না থাকলে কিন্তু অর্থবান হওয়া মুশকিল ৷ কী ভাবে বুঝবে আপনার এই যোগ রয়েছে ?
advertisement
2/5
• যদি আপনার হাতে শনির আঙ্গুল অর্থাৎ ‘মধ্যমা’র মূল দেশে(মূল দেশ বলতে বোঝায় যেখানে হাতের আঙ্গুল হাতের তালুর সাথে মিলিত হচ্ছে সেই স্থানটি) বলয় চিহ্ন থাকে এবং সেই সাথেই বুধের আঙ্গুল অর্থাৎ কনিষ্ঠাতেও একটি অর্ধবৃত্তকার বলয় চিহ্ন অবস্থান করে এবং একটি সূক্ষরেখা যদি এই বলয় দুটিকে যুক্ত করে দেয় তাহলে আপনি বুঝবেন যে আপনি লক্ষীযোগের অধিকারী হয়েছেন।
• যদি আপনার হাতে শনির আঙ্গুল অর্থাৎ ‘মধ্যমা’র মূল দেশে(মূল দেশ বলতে বোঝায় যেখানে হাতের আঙ্গুল হাতের তালুর সাথে মিলিত হচ্ছে সেই স্থানটি) বলয় চিহ্ন থাকে এবং সেই সাথেই বুধের আঙ্গুল অর্থাৎ কনিষ্ঠাতেও একটি অর্ধবৃত্তকার বলয় চিহ্ন অবস্থান করে এবং একটি সূক্ষরেখা যদি এই বলয় দুটিকে যুক্ত করে দেয় তাহলে আপনি বুঝবেন যে আপনি লক্ষীযোগের অধিকারী হয়েছেন।
advertisement
3/5
• এই যোগ থাকলে সেই জাতক, জাতিকা সমাজে খুব সহজেই প্রশংসা লাভ করে থাকে।
• এই যোগ থাকলে সেই জাতক, জাতিকা সমাজে খুব সহজেই প্রশংসা লাভ করে থাকে।
advertisement
4/5
• এরকম জাতক বা জাতিকা আর্থিক দিক দিয়ে যথেষ্ট সম্পন্ন হয়ে থাকে। এরকম ব্যক্তি চতুর ও গুণী হয়। এরা বিভিন্ন বিষয়ে সহজেই খ্যাতি অর্জন করতে পারে।
• এরকম জাতক বা জাতিকা আর্থিক দিক দিয়ে যথেষ্ট সম্পন্ন হয়ে থাকে। এরকম ব্যক্তি চতুর ও গুণী হয়। এরা বিভিন্ন বিষয়ে সহজেই খ্যাতি অর্জন করতে পারে।
advertisement
5/5
• এরকম ব্যক্তিরা ভালও বক্তা হতে পারেন। এরা কোনও বিষয়কে এতো সুন্দর ভাবে গুছিয়ে জনসমক্ষে উপস্থাপন করতে পারে যেকোনও ব্যক্তি এদের কথায় অভিভূত হয়ে পড়ে। ভালো বক্তা হওয়ার জন্য এরা সুন্দর ভাবে ভাষণও দিতে পারে।
• এরকম ব্যক্তিরা ভালও বক্তা হতে পারেন। এরা কোনও বিষয়কে এতো সুন্দর ভাবে গুছিয়ে জনসমক্ষে উপস্থাপন করতে পারে যেকোনও ব্যক্তি এদের কথায় অভিভূত হয়ে পড়ে। ভালো বক্তা হওয়ার জন্য এরা সুন্দর ভাবে ভাষণও দিতে পারে।
advertisement
advertisement
advertisement