পৃথিবীর সব থেকে শক্তিশালী দেশ আমেরিকা ও ইরানের মধ্যে ক্রমশই সম্পর্কের টানাপোড়েন বাড়ছে ৷ প্রতীকী ছবি ৷
2/ 12
ইরান আমেরিকার সেনাকে মারারা পর থেকেই ক্রমশই বাড়ছে দু'দেশের দূরত্ব ৷ প্রতীকী ছবি ৷
3/ 12
এই ঘটনার পরেই বাড়ছে অপরিশোধিত তেলের দাম ৷ এই দাম ৫ শতাংশ পর্যন্ত বেড়েছে ৷ প্রতীকী ছবি ৷
4/ 12
বিশেষজ্ঞরা মনে করছেন যে যদি আমেরিকা ও ইরানের মধ্যে যুদ্ধ হয় সেক্ষেত্রে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ৯০ ডলার প্রতি ব্যারেল পর্যন্ত পৌঁছবে ৷ প্রতীকী ছবি ৷
5/ 12
বর্তমানে যা ৬৫ ডলার প্রতি ব্যারেল রয়েছে ৷ এর প্রভাব ভারতীয় বাজারে পড়বে সেক্ষেত্রে লিটার প্রতি পেট্রোলের দাম ১০০ টাকা পর্যন্ত হওয়ার সম্ভাবনা রয়েছে ৷ প্রতীকী ছবি ৷
6/ 12
আসলে অপরিশোধিত তেলের উপরে কাসটমস ডিউটি, বেসিক সেনবেট ডিউটি ও কেন্দ্রীয় এক্সাইজ কর বসানো হয়ে থাকে ৷ প্রতীকী ছবি ৷
7/ 12
পেট্রোল ও ডিজেলের উপরে বেসিক কসটিউম ডিউটি, অতিরিক্ত কাস্টম ডিউটি, বিশেষ অতিরিক্ত এবং কাস্টম ডিউটি বেসিক সেনবেট ডিউটি, সেলস ট্যাক্স বা ভ্যাট, পলিউশন সেস, সারচার্জ ইত্যাদি বসানো হয়ে থাকে ৷ প্রতীকী ছবি ৷
8/ 12
জেনে রাখা ভাল এক মার্কিন ব্যারেলে সমান ১৫৯ লিটার পেট্রোপণ্য পাওয়া যায় ৷ প্রতীকী ছবি ৷
9/ 12
অর্থাৎ এক লিটার ক্রুড অয়েলের দাম প্রায় ১২.৫৮ টাকা কর বসানো হয় ৷ তেল উৎপাদনকারী সংস্থা প্রক্রিয়া ও পদ্ধতিগত ভাবে প্রায় ৩৩.২৩ টাকা হয়ে থাকে ৷ প্রতীকী ছবি ৷
10/ 12
এর কারণে ডিলারেরা ৩৩.৫৪ টাকা ক্রয় করেন যার সঙ্গে ৩.৫৪ টাকা কমিশন যুক্ত হয় ৷ প্রতীকী ছবি ৷
11/ 12
কেন্দ্রীয় সরকার এই এক লিটার তেলের উপরে ১৭.৯৮ টাকা ১৭.৯৮ টাকা এক্সাইজ কর বসায় ৷ প্রতীকী ছবি ৷
12/ 12
রাজ্য সরকারও ১৪.৮৭ টাকা বসায় ৷ পেট্রোল লিটার প্রতি খোলা বাজারে দাম হওয়া উচিৎ ৩৪-৩৫ টাকা তবুও দ্বিগুণ বা তিনগুণ দামে কিনতে হয় সাধারণ মানুষকে ৷ প্রতীকী ছবি ৷