তরুণ মুখ সচিন পাইলট নাকি প্রবীণ নেতা অশোক গেহলত? রাজস্থানের মুখ্যমন্ত্রী কে হবেন, তা নিয়ে জল্পনা তুঙ্গে৷ দফায় দফায় চলছে বৈঠক৷ যদিও সূত্রের খবর, মুখ্যমন্ত্রী হতে পারেন অশোক গেহলতই৷ এ হেন পরিস্থিতিতে একটি ভিন্ন বিষয় একটু জেনে নেওয়া যাক৷ যদি সচিন পাইলট মুখ্যমন্ত্রী হন, তা হলে সচিনের স্ত্রী রেকর্ড করবেন৷ যাকে বলে হাইপ্রোফাইল স্ত্রী৷