Crude oil in India: আরবকে টেক্কা দেবে ভারতের একটি জেলা! মিলল বিপুল খনিজ তেলের সম্ভার, ৩০০ কিমি রাস্তায় শুধু তেল আর তেল
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
Last Updated:
Oil reserve in India: উত্তরপ্রদেশের বলিয়া জেলার সাগরপালি গ্রামের কাছে মিলেছে বিপুল পরিমাণ অপরিশোধিত তেলের সম্ভার। কাঁচা তেলের কুয়া পাওয়ায় খনন শুরু করেছে ওএনজিসি।
উত্তরপ্রদেশের বলিয়া জেলার সাগরপালি গ্রামের কাছে মিলেছে বিপুল পরিমাণ অপরিশোধিত তেলের সম্ভার। কাঁচা তেলের কুয়া পাওয়ায় খনন শুরু করেছে ওএনজিসি। এর ফলে আশপাশের কৃষকদের জমি অধিগ্রহণের সম্ভাবনা রয়েছে, যার ফলে লাভবান হতে পারেন কৃষকরা। বলিয়ায় স্বাধীনতা সংগ্রামী চিত্তু পাণ্ডের পরিবারের জমিতে বিপুল অপরিশোধিত তেলের ভাণ্ডার মিলেছে। Photo Source: Grok
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
কাঁচা তেলের এই ভাণ্ডার ৩০০ কিমি অঞ্চলে বিস্তৃত তথ্য অনুযায়ী কাঁচা তেল এবং গ্যাসের এই অকূত ভাণ্ডার বলিয়ার সাগর পালি গ্রাম থেকে প্রয়াগরাজের ফাফামাউ পর্যন্ত বিস্তৃত, যা ৩০০ কিমি অঞ্চল জুড়ে। এই ভাণ্ডার পাওয়ার ফলে ভারত কেবল জ্বালানির ক্ষেত্রেই আত্মনির্ভর হবে না বরং আরব দেশগুলোর উপর তার নির্ভরতাও কমবে। বিশেষজ্ঞদের দাবি, কাঁচা তেলের এই বিশাল ভাণ্ডার থেকে বহু দশক পর্যন্ত জ্বালানি পাওয়া যাবে।