1/ 8


Reliance Industries-র চেয়ারম্যান মুকেশ আম্বানি র ছেলে আকাশ আম্বানি ও শ্লোকা মেহতার বিয়ে ঘিরে অ্যান্টিলায় বসেছে চাঁদের হাট। বলিউড সেলেব ছাড়াও এই বিয়েতে উপস্থিত রয়েছেন গুগল কর্ণধার সুন্দর পিচাই থেকে শুরু করে ব্রিটেনের প্রাক্তন প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারও ।