#RIPArunJaitley: জানেন, নিজের পরিবারের জন্য কত কোটি টাকার বিষয়-সম্পত্তি রেখে গেলেন অরুণ জেটলি

Last Updated:
প্রবীণ bjp নেতা ও রাজনীতিবিদ অরুণ জেটলি তাঁর পরিবারের জন্য যে বিপুল পরিমাণ সম্পত্তি ছেড়ে গেলেন তা শুনলে আশ্চর্য হতে হয় ৷
1/8
ফের জাতীয় রাজনীতিতে নক্ষত্র পতন ৷ প্রয়াত প্রাক্তন অর্থমন্ত্রী অরুণ জেটলি ৷ শনিবার দুপুর ১২.০৭ মিনিটে দিল্লির AIIM-এ শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি ৷ মৃত্যুকালে বয়স হয়েছিল ৬৬ বছর ৷ অরুণ জেটলির প্রয়াণে শোকের ছায়া জাতীয় রাজনীতিতে ৷
ফের জাতীয় রাজনীতিতে নক্ষত্র পতন ৷ প্রয়াত প্রাক্তন অর্থমন্ত্রী অরুণ জেটলি ৷ শনিবার দুপুর ১২.০৭ মিনিটে দিল্লির AIIM-এ শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি ৷ মৃত্যুকালে বয়স হয়েছিল ৬৬ বছর ৷ অরুণ জেটলির প্রয়াণে শোকের ছায়া জাতীয় রাজনীতিতে ৷
advertisement
2/8
ব্যক্তিগত জীবনেও সমান দায়িত্বশীল ও আদর্শ অভিভাবক অরুণ জেটলি ৷ দীর্ঘদিন ধরে ক্যানসার ও কিডনির সংক্রমণে ভুগছিলেন অরুণ জেটলি ৷ ৯ অগাস্ট থেকে এইমসে ভর্তি ছিলেন তিনি ৷ লাইফ সাপোর্ট সিস্টেমে রাখা হয় তাঁকে ৷ কয়েক সপ্তাহের লড়াইয়ের পর আজ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি ৷ রেখে গেলেন স্ত্রী সঙ্গীতা, পুত্র রোহন জেটলি ও কন্যা সোনালি জেটলি ৷ ১৯৮২ সালে বিয়ে হয় তাঁর ৷ তাঁর পুত্র রোহন ও কন্যা সোনালি দু’জনেই পিতার মতো আইনজীবীর পেশাকেই বেছে নিয়েছেন ৷ ২০১৫ সালে উকিল-ব্যবসায়ী জয়েশ বক্সীর সঙ্গে বিয়ে হয় সোনালি জেটলির৷
ব্যক্তিগত জীবনেও সমান দায়িত্বশীল ও আদর্শ অভিভাবক অরুণ জেটলি ৷ দীর্ঘদিন ধরে ক্যানসার ও কিডনির সংক্রমণে ভুগছিলেন অরুণ জেটলি ৷ ৯ অগাস্ট থেকে এইমসে ভর্তি ছিলেন তিনি ৷ লাইফ সাপোর্ট সিস্টেমে রাখা হয় তাঁকে ৷ কয়েক সপ্তাহের লড়াইয়ের পর আজ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি ৷ রেখে গেলেন স্ত্রী সঙ্গীতা, পুত্র রোহন জেটলি ও কন্যা সোনালি জেটলি ৷ ১৯৮২ সালে বিয়ে হয় তাঁর ৷ তাঁর পুত্র রোহন ও কন্যা সোনালি দু’জনেই পিতার মতো আইনজীবীর পেশাকেই বেছে নিয়েছেন ৷ ২০১৫ সালে উকিল-ব্যবসায়ী জয়েশ বক্সীর সঙ্গে বিয়ে হয় সোনালি জেটলির৷
advertisement
3/8
প্রবীণ নেতা ও রাজনীতিবিদ অরুণ জেটলি তাঁর পরিবারের জন্য যে বিপুল পরিমাণ সম্পত্তি ছেড়ে গেলেন তা শুনলে আশ্চর্য হতে হয় ৷ ADR রিপোর্ট অনুযায়ী, ২০১৮ রাজ্যসভার সদস্য হওয়ার সময় নির্বাচন কমিশনকে তিনি তাঁর মোট সম্পত্তির সমস্ত নথি জমা দেন ৷ সেই অনুযায়ী তাঁর সম্পত্তির মোট মূল্য ১,১১,৪২,৩৩,৫৫৬ টাকা অর্থাৎ প্রায় ১১১ কোটি টাকা ৷ এখানেই শেষ নয় ৷
প্রবীণ নেতা ও রাজনীতিবিদ অরুণ জেটলি তাঁর পরিবারের জন্য যে বিপুল পরিমাণ সম্পত্তি ছেড়ে গেলেন তা শুনলে আশ্চর্য হতে হয় ৷ ADR রিপোর্ট অনুযায়ী, ২০১৮ রাজ্যসভার সদস্য হওয়ার সময় নির্বাচন কমিশনকে তিনি তাঁর মোট সম্পত্তির সমস্ত নথি জমা দেন ৷ সেই অনুযায়ী তাঁর সম্পত্তির মোট মূল্য ১,১১,৪২,৩৩,৫৫৬ টাকা অর্থাৎ প্রায় ১১১ কোটি টাকা ৷ এখানেই শেষ নয় ৷
advertisement
4/8
রিপোর্ট বলছে, বর্তমানে অরুণ জেটলির নামে ৯,৫৬,১৭,৪৭১ টাকা অর্থাৎ প্রায় ৯ কোটি টাকার ঋণ রয়েছে ৷
রিপোর্ট বলছে, বর্তমানে অরুণ জেটলির নামে ৯,৫৬,১৭,৪৭১ টাকা অর্থাৎ প্রায় ৯ কোটি টাকার ঋণ রয়েছে ৷
advertisement
5/8
এছাড়াও ব্যাঙ্কের পাস বই বলছে, অরুণ জেটলি ও ওনার স্ত্রী সঙ্গীতা জেটলির নামে নগদ ১৬,৫৮,৬০০ টাকা রয়েছে ৷ এর মধ্যে ১১.৫৩ লক্ষ টাকা রয়েছে শুধু অরুণ জেটলির নামে ৷ তবে ওনার কাছে কোনও বন্ড ছিল না ৷
এছাড়াও ব্যাঙ্কের পাস বই বলছে, অরুণ জেটলি ও ওনার স্ত্রী সঙ্গীতা জেটলির নামে নগদ ১৬,৫৮,৬০০ টাকা রয়েছে ৷ এর মধ্যে ১১.৫৩ লক্ষ টাকা রয়েছে শুধু অরুণ জেটলির নামে ৷ তবে ওনার কাছে কোনও বন্ড ছিল না ৷
advertisement
6/8
নির্বাচন কমিশনকে দেওয়া নথি বলছে, ৪৮ লাখ টাকা প্রফিডেন্ট ফান্ডে বিনিয়োগ করেছিলেন জেটলি ৷ তবে ওনার নামে কোনও এলআইসি পলিসি ছিল না ৷
নির্বাচন কমিশনকে দেওয়া নথি বলছে, ৪৮ লাখ টাকা প্রফিডেন্ট ফান্ডে বিনিয়োগ করেছিলেন জেটলি ৷ তবে ওনার নামে কোনও এলআইসি পলিসি ছিল না ৷
advertisement
7/8
মোট তিনটি গাড়ির মালিক ছিলেন অরুণ জেটলি ৷ এর মধ্যে দুটি মার্সিডিজ বেঞ্জ ও অন্য আরেকটি টয়োটা ফরচুনার ৷
মোট তিনটি গাড়ির মালিক ছিলেন অরুণ জেটলি ৷ এর মধ্যে দুটি মার্সিডিজ বেঞ্জ ও অন্য আরেকটি টয়োটা ফরচুনার ৷
advertisement
8/8
জেটলি পরিবারের নামে মোট ১,৫৬,৯৬,৭৪০ টাকার জুয়েলারি রয়েছে ৷ অর্থাৎ দেড় কোটি টাকার গয়নার মালিক তারা ৷ রিয়েল এস্টেটেও কম বিনিয়োগ করেননি জেটলি ৷ ওনার এবং ওনার স্ত্রীয়ের নামে পঞ্জাব, হরিয়ানা ও দিল্লি এলাকায় বেশ কিছু প্রপার্টি আছে ৷ যার মূল্য প্রায় ৭৭ কোটি টাকা ৷
জেটলি পরিবারের নামে মোট ১,৫৬,৯৬,৭৪০ টাকার জুয়েলারি রয়েছে ৷ অর্থাৎ দেড় কোটি টাকার গয়নার মালিক তারা ৷ রিয়েল এস্টেটেও কম বিনিয়োগ করেননি জেটলি ৷ ওনার এবং ওনার স্ত্রীয়ের নামে পঞ্জাব, হরিয়ানা ও দিল্লি এলাকায় বেশ কিছু প্রপার্টি আছে ৷ যার মূল্য প্রায় ৭৭ কোটি টাকা ৷
advertisement
advertisement
advertisement