#RIPArunJaitley: জানেন, নিজের পরিবারের জন্য কত কোটি টাকার বিষয়-সম্পত্তি রেখে গেলেন অরুণ জেটলি
Last Updated:
প্রবীণ bjp নেতা ও রাজনীতিবিদ অরুণ জেটলি তাঁর পরিবারের জন্য যে বিপুল পরিমাণ সম্পত্তি ছেড়ে গেলেন তা শুনলে আশ্চর্য হতে হয় ৷
advertisement
ব্যক্তিগত জীবনেও সমান দায়িত্বশীল ও আদর্শ অভিভাবক অরুণ জেটলি ৷ দীর্ঘদিন ধরে ক্যানসার ও কিডনির সংক্রমণে ভুগছিলেন অরুণ জেটলি ৷ ৯ অগাস্ট থেকে এইমসে ভর্তি ছিলেন তিনি ৷ লাইফ সাপোর্ট সিস্টেমে রাখা হয় তাঁকে ৷ কয়েক সপ্তাহের লড়াইয়ের পর আজ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি ৷ রেখে গেলেন স্ত্রী সঙ্গীতা, পুত্র রোহন জেটলি ও কন্যা সোনালি জেটলি ৷ ১৯৮২ সালে বিয়ে হয় তাঁর ৷ তাঁর পুত্র রোহন ও কন্যা সোনালি দু’জনেই পিতার মতো আইনজীবীর পেশাকেই বেছে নিয়েছেন ৷ ২০১৫ সালে উকিল-ব্যবসায়ী জয়েশ বক্সীর সঙ্গে বিয়ে হয় সোনালি জেটলির৷
advertisement
প্রবীণ নেতা ও রাজনীতিবিদ অরুণ জেটলি তাঁর পরিবারের জন্য যে বিপুল পরিমাণ সম্পত্তি ছেড়ে গেলেন তা শুনলে আশ্চর্য হতে হয় ৷ ADR রিপোর্ট অনুযায়ী, ২০১৮ রাজ্যসভার সদস্য হওয়ার সময় নির্বাচন কমিশনকে তিনি তাঁর মোট সম্পত্তির সমস্ত নথি জমা দেন ৷ সেই অনুযায়ী তাঁর সম্পত্তির মোট মূল্য ১,১১,৪২,৩৩,৫৫৬ টাকা অর্থাৎ প্রায় ১১১ কোটি টাকা ৷ এখানেই শেষ নয় ৷
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement