ক্রমশ খারাপ হচ্ছে দিল্লির বাতাস! দূষণে জেরবার রাজধানী... এয়ার কোয়ালিটি ইনডেক্স নিয়ে বাড়ছে চিন্তা

Last Updated:
SAFAR অনুসারে, রবিবারের গড় AQI ৩৯২, সোমবার ৩৪৭-এর সামান্য কম।
1/5
দিল্লির বাতাসের দম বন্ধ হয়ে যাওয়া যেন অব্যাহত রয়েছে। রাজধানীতে গড় বায়ু মানের সূচক (AQI) ৩৪৭ রেকর্ড করা হয়েছে। ক্রমবর্ধমান দূষণের মধ্যে শহরজুড়ে ঘন ধোঁয়াশাও ছড়িয়ে পড়েছে।
দিল্লির বাতাসের দম বন্ধ হয়ে যাওয়া যেন অব্যাহত রয়েছে। রাজধানীতে গড় বায়ু মানের সূচক (AQI) ৩৪৭ রেকর্ড করা হয়েছে। ক্রমবর্ধমান দূষণের মধ্যে শহরজুড়ে ঘন ধোঁয়াশাও ছড়িয়ে পড়েছে।
advertisement
2/5
রবিবার সকাল থেকে দিল্লির দূষণের মাত্রা উদ্বেগজনকভাবে বেড়েছে। রবিবার ভোরে দিল্লির বাতাসের গড় গুণমান (এয়ার কোয়ালিটি ইনডেক্স) ছিল ৩৯২।
রবিবার সকাল থেকে দিল্লির দূষণের মাত্রা উদ্বেগজনকভাবে বেড়েছে। রবিবার ভোরে দিল্লির বাতাসের গড় গুণমান (এয়ার কোয়ালিটি ইনডেক্স) ছিল ৩৯২।
advertisement
3/5
কোনও কোনও এলাকায় সেই মান ৪০০-ও ছাড়িয়ে গিয়েছে। সেই আবহে রবিবার বিক্ষোভ দেখান দিল্লিবাসী। নয়াদিল্লির ডিসিপি দেবেশকুমার মাহলা জানিয়েছেন, পূর্ব অনুমতি না থাকা সত্ত্বেও বিক্ষোভ দেখানোর জন্য কয়েক জনকে আটক করেছে পুলিশ।
কোনও কোনও এলাকায় সেই মান ৪০০-ও ছাড়িয়ে গিয়েছে। সেই আবহে রবিবার বিক্ষোভ দেখান দিল্লিবাসী। নয়াদিল্লির ডিসিপি দেবেশকুমার মাহলা জানিয়েছেন, পূর্ব অনুমতি না থাকা সত্ত্বেও বিক্ষোভ দেখানোর জন্য কয়েক জনকে আটক করেছে পুলিশ।
advertisement
4/5
SAFAR অনুসারে, রবিবারের গড় AQI ৩৯২, সোমবার ৩৪৭-এর সামান্য কম। কমিশন ফর এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট (CAQM) এর সাব-কমিটি সন্ধ্যায় বায়ু মানের পরিস্থিতি পর্যালোচনা করার জন্য বৈঠক করে।
SAFAR অনুসারে, রবিবারের গড় AQI ৩৯২, সোমবার ৩৪৭-এর সামান্য কম। কমিশন ফর এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট (CAQM) এর সাব-কমিটি সন্ধ্যায় বায়ু মানের পরিস্থিতি পর্যালোচনা করার জন্য বৈঠক করে।
advertisement
5/5
প্যানেল অনুসারে, সকাল ১০টায় দিল্লির ঘণ্টায় গড় AQI ছিল ৩৯১। কিন্তু বিকেল ৪টায় তা ৩৭০, বিকেল ৫টায় আরও ৩৬৫-এ পৌঁছয়। বাতাসের দূষণ কীভাবে কমানো যায়, তা নিয়ে চিন্তায় দিল্লির সরকার। সরকারি কাজের সময় বদলে সকাল সাড়ে ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত করা হয়েছে।
প্যানেল অনুসারে, সকাল ১০টায় দিল্লির ঘণ্টায় গড় AQI ছিল ৩৯১। কিন্তু বিকেল ৪টায় তা ৩৭০, বিকেল ৫টায় আরও ৩৬৫-এ পৌঁছয়। বাতাসের দূষণ কীভাবে কমানো যায়, তা নিয়ে চিন্তায় দিল্লির সরকার। সরকারি কাজের সময় বদলে সকাল সাড়ে ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত করা হয়েছে।
advertisement
advertisement
advertisement