Asani Cyclone Update: জলভাগের ওপর দিয়ে দ্রুত গতি বাড়াচ্ছে অশনি, পুরীর সবচেয়ে কাছ দিয়ে বইবে হু হু করে হাওয়া, সঙ্গী প্রবল বৃষ্টি
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
এই মুহূর্তে জলভাগের ওপর ২৫ কিলোমিটার প্রতি ঘণ্টায় এগোবে৷
#কলকাতা: অশনি সাইক্লোন রবিবার সন্ধ্যা সাড়ে পাঁচটা বঙ্গোপসাগরীয় খাঁড়ির উত্তর পশ্চিম আর অন্ধ্রপ্রদেশ , ওড়িশা ও পশ্চিমবঙ্গের দিকে এগোতে থাকছে৷ আর এটা গভীর সাইক্লোনে রূপান্তরিত হয়েছে৷ ভারতীয় মৌসম বিভাগ তাজা আপডেট অনুযায়ি এই সাইক্লোন উত্তর পশ্চিমের দিকে এগোচ্ছে৷ বঙ্গোপসাগরীয় খাঁড়িতে মধ্য পশ্চিম এবং দক্ষিণে কেন্দ্রিত রয়েছে৷ গত ৬ ঘণ্টায় জলভাগের ওপর গতি বাড়িয়েছে অশনি সাইক্লোন৷ এই মুহূর্তে জলভাগের ওপর ২৫ কিলোমিটার প্রতি ঘণ্টায় এগোবে৷ Photo Courtesy - IMD/ Sattelite
advertisement
advertisement
advertisement
advertisement
অশনি নিয়ে আইএমডি জানিয়েছে বুধবার থেকে ধীরে ধীরে এই ভয়ানক সাইক্লোন আস্তে আস্তে শক্তি হারাতে শুরু করবে৷ আস্তে আস্তে তা অতি গভীর নিম্নচাপে পরিণত হবে৷ আইএমডি প্রধান মৃত্যুঞ্জয় মহাপাত্র বলেছেন সাইক্লোন পূর্ব উপকূলের সমান্তরালে চলবে৷ ওড়িশা ও অন্ধ্রপ্রদেশের ভিতরে পৌঁছনোর সম্ভবনা বেশ কম৷ Photo Courtesy - IMD/ Sattelite
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement