Asani Cyclone Update: জলভাগের ওপর দিয়ে দ্রুত গতি বাড়াচ্ছে অশনি, পুরীর সবচেয়ে কাছ দিয়ে বইবে হু হু করে হাওয়া, সঙ্গী প্রবল বৃষ্টি

Last Updated:
এই মুহূর্তে জলভাগের ওপর ২৫ কিলোমিটার প্রতি ঘণ্টায় এগোবে৷
1/10
#কলকাতা: অশনি সাইক্লোন রবিবার সন্ধ্যা সাড়ে পাঁচটা বঙ্গোপসাগরীয় খাঁড়ির উত্তর পশ্চিম আর অন্ধ্রপ্রদেশ , ওড়িশা ও পশ্চিমবঙ্গের দিকে এগোতে থাকছে৷ আর এটা গভীর সাইক্লোনে রূপান্তরিত হয়েছে৷ ভারতীয় মৌসম বিভাগ তাজা আপডেট অনুযায়ি এই সাইক্লোন উত্তর পশ্চিমের দিকে এগোচ্ছে৷ বঙ্গোপসাগরীয় খাঁড়িতে মধ্য পশ্চিম এবং দক্ষিণে কেন্দ্রিত রয়েছে৷ গত ৬ ঘণ্টায় জলভাগের ওপর গতি বাড়িয়েছে অশনি সাইক্লোন৷ এই মুহূর্তে জলভাগের ওপর ২৫ কিলোমিটার প্রতি ঘণ্টায় এগোবে৷ Photo Courtesy - IMD/ Sattelite
#কলকাতা: অশনি সাইক্লোন রবিবার সন্ধ্যা সাড়ে পাঁচটা বঙ্গোপসাগরীয় খাঁড়ির উত্তর পশ্চিম আর অন্ধ্রপ্রদেশ , ওড়িশা ও পশ্চিমবঙ্গের দিকে এগোতে থাকছে৷ আর এটা গভীর সাইক্লোনে রূপান্তরিত হয়েছে৷ ভারতীয় মৌসম বিভাগ তাজা আপডেট অনুযায়ি এই সাইক্লোন উত্তর পশ্চিমের দিকে এগোচ্ছে৷ বঙ্গোপসাগরীয় খাঁড়িতে মধ্য পশ্চিম এবং দক্ষিণে কেন্দ্রিত রয়েছে৷ গত ৬ ঘণ্টায় জলভাগের ওপর গতি বাড়িয়েছে অশনি সাইক্লোন৷ এই মুহূর্তে জলভাগের ওপর ২৫ কিলোমিটার প্রতি ঘণ্টায় এগোবে৷ Photo Courtesy - IMD/ Sattelite
advertisement
2/10
IMD অনুযায়ি অশনি সাইক্লোন এই মুহূর্তে ৭৩০ কিলোমিটার দূরে রয়েছে৷ নিকোবর থেকে ৮৭০ কিলোমিটার ূরে, বিশাখাপত্তনম থেকে ৫৫০ , এবং পুরী থেকে ৬৮০ কিলোমিটার দূরে রয়েছে৷ ১০ মে রাত অবধি উত্তরপশ্চিম দিকে অন্ধ্র ও ওড়িশার দিকে এগোতে থাকবে৷ Photo Courtesy - IMD/ Sattelite
IMD অনুযায়ি অশনি সাইক্লোন এই মুহূর্তে ৭৩০ কিলোমিটার দূরে রয়েছে৷ নিকোবর থেকে ৮৭০ কিলোমিটার ূরে, বিশাখাপত্তনম থেকে ৫৫০ , এবং পুরী থেকে ৬৮০ কিলোমিটার দূরে রয়েছে৷ ১০ মে রাত অবধি উত্তরপশ্চিম দিকে অন্ধ্র ও ওড়িশার দিকে এগোতে থাকবে৷ Photo Courtesy - IMD/ Sattelite
advertisement
3/10
 প্রাইভেট আবহাওয়া এজেন্সি স্কাইমেট অনুযায়ি ক্যাটাগরি ১ লেভেলের ভীষণ সাইক্লোন হয়ে গেছে অশনি৷ ১১০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতির থেকে শুরু করে ১৪০ কিলোমিটার হাওয়ার গতির দিকে এগোচ্ছে৷ মঙ্গলবার সকালে নিজের চরমে পৌঁছবে৷ তবে অতি ভীষণ সাইক্লোন হওয়ার সম্ভবনা নেই৷ Photo Courtesy - IMD/ Sattelite
প্রাইভেট আবহাওয়া এজেন্সি স্কাইমেট অনুযায়ি ক্যাটাগরি ১ লেভেলের ভীষণ সাইক্লোন হয়ে গেছে অশনি৷ ১১০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতির থেকে শুরু করে ১৪০ কিলোমিটার হাওয়ার গতির দিকে এগোচ্ছে৷ মঙ্গলবার সকালে নিজের চরমে পৌঁছবে৷ তবে অতি ভীষণ সাইক্লোন হওয়ার সম্ভবনা নেই৷ Photo Courtesy - IMD/ Sattelite
advertisement
4/10
স্কাইমেট অনুযায়ি সাইক্লোনের ভয়ানক রূপ অন্ধ্রপ্রদেশ উপকূলেক কাছে আশঙ্কা আছে৷ তবে এখনও অবধি আবহাওয়াবিদরা আশা রাখছেন কোনও জায়গাতেই এই সাইক্লোনের ল্যান্ডফল হবে না৷ ৯ থেকে ১১ মে মধ্যে উপকূলবর্তী তটভূমিতে তুফানি হাওয়া দেবে৷ প্রবল বৃষ্টিপাত হবে৷ পাশাপাশি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে৷
স্কাইমেট অনুযায়ি সাইক্লোনের ভয়ানক রূপ অন্ধ্রপ্রদেশ উপকূলেক কাছে আশঙ্কা আছে৷ তবে এখনও অবধি আবহাওয়াবিদরা আশা রাখছেন কোনও জায়গাতেই এই সাইক্লোনের ল্যান্ডফল হবে না৷ ৯ থেকে ১১ মে মধ্যে উপকূলবর্তী তটভূমিতে তুফানি হাওয়া দেবে৷ প্রবল বৃষ্টিপাত হবে৷ পাশাপাশি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে৷
advertisement
5/10
 অশনি নিয়ে আইএমডি জানিয়েছে বুধবার থেকে ধীরে ধীরে এই ভয়ানক সাইক্লোন আস্তে আস্তে শক্তি হারাতে শুরু করবে৷ আস্তে আস্তে তা অতি গভীর নিম্নচাপে পরিণত হবে৷ আইএমডি প্রধান মৃত্যুঞ্জয় মহাপাত্র বলেছেন সাইক্লোন পূর্ব উপকূলের সমান্তরালে চলবে৷ ওড়িশা ও অন্ধ্রপ্রদেশের ভিতরে পৌঁছনোর সম্ভবনা বেশ কম৷ Photo Courtesy - IMD/ Sattelite
অশনি নিয়ে আইএমডি জানিয়েছে বুধবার থেকে ধীরে ধীরে এই ভয়ানক সাইক্লোন আস্তে আস্তে শক্তি হারাতে শুরু করবে৷ আস্তে আস্তে তা অতি গভীর নিম্নচাপে পরিণত হবে৷ আইএমডি প্রধান মৃত্যুঞ্জয় মহাপাত্র বলেছেন সাইক্লোন পূর্ব উপকূলের সমান্তরালে চলবে৷ ওড়িশা ও অন্ধ্রপ্রদেশের ভিতরে পৌঁছনোর সম্ভবনা বেশ কম৷ Photo Courtesy - IMD/ Sattelite
advertisement
6/10
 অন্ধ্র ও ওড়িশার সমান্তরালে যেতে পশ্চিমবঙ্গের বঙ্গোপসাগরের খাঁড়িতে এবং উত্তর মধ্য অংশে এগোবে৷ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূল অংশে দুর্বল হয়ে পড়েবে৷ উত্তর থেকে আসা ঠাণ্ডা ধারা, জমির শুষ্ক আবহাওয়া এবং অপেক্ষাকৃত কম গরম সমুদ্রের তলে এর প্রভাব কম হবে৷ Photo Courtesy - IMD/ Sattelite
অন্ধ্র ও ওড়িশার সমান্তরালে যেতে পশ্চিমবঙ্গের বঙ্গোপসাগরের খাঁড়িতে এবং উত্তর মধ্য অংশে এগোবে৷ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূল অংশে দুর্বল হয়ে পড়েবে৷ উত্তর থেকে আসা ঠাণ্ডা ধারা, জমির শুষ্ক আবহাওয়া এবং অপেক্ষাকৃত কম গরম সমুদ্রের তলে এর প্রভাব কম হবে৷ Photo Courtesy - IMD/ Sattelite
advertisement
7/10
 অশনির কারণে ওড়িশাতে হাই অ্যালার্ট দেওয়া হয়ে গেছে৷ বুধবার ৬৪ থেকে ১১৫ মিলিমিটার অবধি বৃষ্টি হবে৷ মঙ্গলবার গজপতি, গঞ্জাম, পুরী জেলায় প্রবল বৃষ্টি হবে৷ ১০ মে ৮০ থেকে ৯০ কিলোমিটার প্রতি ঘণ্টায় ঝোড়ো হাওয়া বইবে৷ ১১ মে অবধি এই স্থিতি থাকবে৷ Photo Courtesy - IMD/ Sattelite
অশনির কারণে ওড়িশাতে হাই অ্যালার্ট দেওয়া হয়ে গেছে৷ বুধবার ৬৪ থেকে ১১৫ মিলিমিটার অবধি বৃষ্টি হবে৷ মঙ্গলবার গজপতি, গঞ্জাম, পুরী জেলায় প্রবল বৃষ্টি হবে৷ ১০ মে ৮০ থেকে ৯০ কিলোমিটার প্রতি ঘণ্টায় ঝোড়ো হাওয়া বইবে৷ ১১ মে অবধি এই স্থিতি থাকবে৷ Photo Courtesy - IMD/ Sattelite
advertisement
8/10
ওড়িশায় ইতিমধ্যেই বিশেষ সর্তকতা দল মোতায়েন হয়ে গেছে৷ অশনি সাইক্লোন পুরীর সবচেয়ে কাছ দিয়ে অর্থাৎ ১০০ কিলোমিটার দূর দিয়ে বয়ে যাবে৷ ওড়িিশার ১৮ জেলা থেকে প্রয়োজন হলে ৭.৫ লক্ষ মানুষকে সরানো হবে৷ Photo Courtesy - IMD/ Sattelite
ওড়িশায় ইতিমধ্যেই বিশেষ সর্তকতা দল মোতায়েন হয়ে গেছে৷ অশনি সাইক্লোন পুরীর সবচেয়ে কাছ দিয়ে অর্থাৎ ১০০ কিলোমিটার দূর দিয়ে বয়ে যাবে৷ ওড়িিশার ১৮ জেলা থেকে প্রয়োজন হলে ৭.৫ লক্ষ মানুষকে সরানো হবে৷ Photo Courtesy - IMD/ Sattelite
advertisement
9/10
অশনি সাইক্লোনের প্রভাব ওড়িশা, অন্ধ্রপ্রদেশ , পশ্চিমবঙ্গে মৎস্যজীবী, এবং পর্যটকদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে৷ Photo Courtesy - IMD/ Sattelite
অশনি সাইক্লোনের প্রভাব ওড়িশা, অন্ধ্রপ্রদেশ , পশ্চিমবঙ্গে মৎস্যজীবী, এবং পর্যটকদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে৷ Photo Courtesy - IMD/ Sattelite
advertisement
10/10
 অশনির আশঙ্কায় পশ্চিমবঙ্গেও উদ্ধারকারী দল, পুলিশ এবং অন্য পদাধিকারীদের অ্যালার্ট দেওয়া হয়েছে৷ পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ও উত্তর ২৪ পরগণায় সাইক্লোন সেন্টার তৈরি করা হয়েছে৷ খাবার ও জরুরি ওষুধ পৌঁছে দেওয়া হয়েছে৷ Photo Courtesy - IMD/ Sattelite
অশনির আশঙ্কায় পশ্চিমবঙ্গেও উদ্ধারকারী দল, পুলিশ এবং অন্য পদাধিকারীদের অ্যালার্ট দেওয়া হয়েছে৷ পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ও উত্তর ২৪ পরগণায় সাইক্লোন সেন্টার তৈরি করা হয়েছে৷ খাবার ও জরুরি ওষুধ পৌঁছে দেওয়া হয়েছে৷ Photo Courtesy - IMD/ Sattelite
advertisement
advertisement
advertisement