হোম » ছবি » দেশ » গুলির আওয়াজে কাঁপছে LOC ! কী অবস্থা সীমান্তের স্থানীয় বাসিন্দাদের ?

গুলির আওয়াজে কাঁপছে LOC ! কী অবস্থা সীমান্তের স্থানীয় বাসিন্দাদের ?

  • Bangla Editor

  • 16

    গুলির আওয়াজে কাঁপছে LOC ! কী অবস্থা সীমান্তের স্থানীয় বাসিন্দাদের ?

    সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন ৷ অনবরত চলছে গোলাগুলি ৷ চলছে হেভি শেলিং ৷ বোমের তীব্র আওয়াজে রীতিমত কাঁপছে সীমান্ত ৷ এহেন পরিস্থিতিতে নিয়ন্ত্রণ রেখার বাসিন্দাদের বেঁচে থাকাই দুর্বিষহ হয়ে উঠেছে ৷ প্রতিদিন রাতের বেলা ঘুমের পর আদৌ কি তাঁরা পরের দিন সকালটা দেখতে পাবেন ? সেটিও তাঁরা জানেন না ৷ এমন ভাবেই অনিশ্চিয়তার মধ্যে দিয়েই দিন কাটছে নিয়ন্ত্রণ রেখা সংলগ্ন এলাকার বাসিন্দাদের ৷

    MORE
    GALLERIES

  • 26

    গুলির আওয়াজে কাঁপছে LOC ! কী অবস্থা সীমান্তের স্থানীয় বাসিন্দাদের ?

    রাখমাত ৷ তাঁর বয়স এখন ৫০-র কোঠায় ৷ এলওসি থেকে ১০ কিলোমিটার ভিতরে পুঞ্চে একটি মাটির বাড়িতে থাকেন রাখমাত ৷ বিগত চার পাঁচ দিনের গুলির লড়াইয়ের জেরে রোজই সতর্ক থাকেন তিনি ৷ শনিবার রাতে ঘরের লাইট বন্ধ করে ঘুমোতে যাওয়ার তোরজোড় করছিলেন তিনি ৷ আচমকাই প্রবল বিস্ফোরণ ৷ রাতের ঘন কালো অন্ধকার আকাশ ভেদ করে গুলির একটা অংশ এসে পড়ে রাখমাতের বাড়ির ছাদে ৷ শনিবার রাতের গুলির লড়াই প্রাণ কাড়ল পঞ্চাশোর্ধ রাখমাতের দুই নাতি-নাতনি এবং বৌমা ৷

    MORE
    GALLERIES

  • 36

    গুলির আওয়াজে কাঁপছে LOC ! কী অবস্থা সীমান্তের স্থানীয় বাসিন্দাদের ?

    সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করে গুলি বিনিময় চলছেই সীমান্তে ৷ আর সেই গোলাগুলির বলি হচ্ছেন দুই দেশেরই সীমান্ত সংলগ্ন স্থানীয় বাসিন্দারা ৷ পুলওয়ামা হামলার পর সেই পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে গিয়েছে ৷ শুধু পুঞ্চই নয় ৷ রাজৌরি, নৌসেরা সেক্টর-সহ বেশ কয়েকটি এলাকাই পুরোপুরিভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে ৷

    MORE
    GALLERIES

  • 46

    গুলির আওয়াজে কাঁপছে LOC ! কী অবস্থা সীমান্তের স্থানীয় বাসিন্দাদের ?

    এহেন পরিস্থিতিতে রাখমাতের গ্রাম যে একেবারেই সুরক্ষিত নয় ৷ সেটি রাখমাত জানেন ৷ কিন্তু কি করবেন ? নিজের গ্রাম ছেড়ে চলে যাওয়ারও উপায় নেই ৷ গেলেও কোথায় যাবেন ? তাই প্রতি মুহূর্তে আতঙ্কে দিন কাটান রাখমাতের মত পুঞ্চের সালত্রি গ্রামের সকল বাসিন্দারাই ৷ বাঙ্কারে আশ্রয় নিয়েছেন তাঁরা ৷

    MORE
    GALLERIES

  • 56

    গুলির আওয়াজে কাঁপছে LOC ! কী অবস্থা সীমান্তের স্থানীয় বাসিন্দাদের ?

    গত শুক্রবার বিকেল থেকে সীমান্তের পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে ৷ পরপর বিস্ফোরণে কেঁপে ওঠে সালত্রি গ্রাম ৷ ঠাকুরের নাম নিয়েই রাত কাটান রাখমাতের মত গ্রামের সকল বাসিন্দাই ৷ যেকোনও মুহূর্তে ধ্বংস হয়ে যেতে পারে গোটা গ্রাম ৷ সেই আশঙ্কা নিয়ে দিন কাটে তাঁদের ৷ তাদের সকলের এখন একটাই প্রার্থনা ৷ দ্রুত ইন্দো-পাক সীমান্তের পরিস্থিতি স্বাভাবিক হোক এবং দু’দেশের মধ্যে শান্তি ফিরে আসুক ৷

    MORE
    GALLERIES

  • 66

    গুলির আওয়াজে কাঁপছে LOC ! কী অবস্থা সীমান্তের স্থানীয় বাসিন্দাদের ?

    রাখমাতের ছেলে একটি কারখানায় শ্রমিকের কাজ করতেন ৷ সংসার সামলানোর জন্য রুজি-রুটি যোগাড় করার দায়িত্ব ছিল তাঁর উপরই ৷ কিন্তু গুলির লড়াইয়ে পা খুইয়ে আজ ঘরেতেই বন্দি রাখমাতের ছেলে ৷ শুধু রাখমাতের ছেলে নয় ৷ নিয়ন্ত্রণরেখা সংলগ্ন বিভিন্ন এলাকার বাসিন্দারাই এভাবেই অনিশ্চিয়তার মধ্যে দিন কাটাচ্ছেন ৷

    MORE
    GALLERIES