Couple Missing in Meghalaya: স্বামীকে নৃশংস হত্যা, স্ত্রী-কে বাঁচিয়ে রাখা হয়েছে এখনও? অপেক্ষা করা হচ্ছে 'নির্দিষ্ট' দিনের! মেঘালয় কাণ্ডে ভয়াবহ আশঙ্কা সামনে এল
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Couple Missing in Meghalaya: স্ত্রী সোনমের সঙ্গে মধুচন্দ্রিমা উদযাপন করতে শিলং গিয়েছিলেন ইন্দোরের পরিবহন ব্যবসায়ী রাজা রঘুবংশী।
advertisement
advertisement
advertisement
মধুচন্দ্রিমায় গিয়ে রহস্যজনকভাবে মৃত্যু হয় রাজার। স্ত্রী সোনম এখনও নিখোঁজ। সোনমের ভাই গোবিন্দ রঘুবংশী বোনের খোঁজে শিলংয়ে আছেন। সম্প্রতি সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় গোবিন্দ বলেছিলেন যে, তার বোন এবং বোনের বর মা কামাখ্যা দেবীর দর্শনে অসমে এসেছিলেন। কিন্তু পরিবার জানে না, তারা হঠাৎ সেখান থেকে কীভাবে শিলং আসার পরিকল্পনা করেন। গোবিন্দ জানান যে, যখন তার বোন এবং শ্যালক মা কামাখ্যা দেবীর দর্শনে যাচ্ছিলেন, তখন কেউ তাদের শিলং যেতে বলেছিল।
advertisement
ইন্দোরের বিখ্যাত জ্যোতিষী যুগল শর্মার কথায়, "মা কামাখ্যা তান্ত্রিকদের প্রধান শক্তিপীঠ । সম্ভবত নববিবাহিত দম্পতিকে কোনও তান্ত্রিক সম্মোহিত করেছিলেন এবং তারপরে তারা শিলং চলে যান । নববিবাহিত দম্পতিদের তন্ত্র রীতিতে প্রচুর ব্যবহার করা হয়। যদি কোনও তান্ত্রিক যে কোনও নববিবাহিত দম্পতিকে নিঁখুত করতে পারে তবে সে প্রচুর তন্ত্র শক্তি অর্জন করতে পারে। সম্ভবত এই কারণেই, একজন নিখুঁত তান্ত্রিক নববিবাহিত দম্পতিকে বশ করে রাজাকে হত্যা করে এবং সোনমকে বন্দি করেছে।
advertisement
advertisement
advertisement
advertisement
দুপুর ২টায় স্কুটি থেমে যায়: তদন্তে জানা গিয়েছে, ২৩ মে দুপুর ২টোর সময় রাজার অ্যাক্টিভা থেমে গিয়েছিল। তার মানে তখনই রাস্তায় স্কুটি দাঁড় করিয়ে ওরা ঝরনা দেখতে জঙ্গলে ট্রেক করতে শুরু করেছিল৷ এক্ষেত্রে ফোন কলের সময়টাও গুরুত্বপূর্ণ। সোনম তাঁর শাশুড়ির সাথে কথা বলেছিল দুপুর ১২:৩৭ মিনিটে। কথা হয়েছিল ২ মিনিট ৪ সেকেন্ড। সেই ফোন কলে সোনম জানিয়েছিল তাঁরা জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটছে৷
advertisement
advertisement