জ্বালানিমন্ত্রী হরদীপ পুরী ট্যুইটে দাবি করেছেন, গ্রাহকদের স্বার্থ রক্ষার্থেই সরকারের এই পদক্ষেপ করেছে। মন্ত্রী ট্যুইট বার্তায় লেখেন, 'প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভা সংশোধিত গার্হস্থ্য গ্যাস মূল্য নির্দেশিকা অনুমোদন করেছে। এর ফলে ভারতে গ্যাসের দামের উপরে আন্তর্জাতিক গ্যাসের দামের প্রভাব কমেছে। তাতে উপভোক্তাদের স্বার্থ রক্ষা হবে।' বর্তমানে সরকার বছরে দুবার অভ্যন্তরীণভাবে উৎপাদিত প্রাকৃতিক গ্যাসের দাম নির্ধারণ করে। এই গ্যাসটি অটোমোবাইলের জন্য সিএনজি তৈরির জন্য ব্যবহার করা হয়, রান্নার উদ্দেশ্যে পরিবারের মধ্যে পাইপ দিয়ে, এবং বিদ্যুৎ উৎপাদন ও সার উৎপাদনের জন্য ব্যবহার করা হয়। সরকারের দাবি, নতুন ফর্মুলা কার্যকর হলে পিএনজি ও সিএনজি-র দাম সস্তা হবে। এর ফলে গৃহস্থালির গ্রাহকরা আরও স্থিতিশীল মূল্যে গ্যাস পাবেন।