Chinese Hackers: ভারতের পাওয়ার গ্রিডে চরম সাইবার হামলা চিনের! লাদাখের ঘটনা নিয়ে উদ্বেগ

Last Updated:
Chinese Hackers: সূ্ত্রের খবর, চিনের প্রশাসনের হাতে থাকা হ্যাকাররাই এ বারে ভারতীয় পাওয়ার গ্রিডের হ্যাকিংয়ের সঙ্গে যুক্ত।
1/5
ভয়ানক চিনা সাইবার হামলার মুখে পড়ল ভারত। ভারতের বিদ্যুৎ ক্ষেত্রের উপর এই হামলা করা হয়েছে বলে সূত্র মারফত খবর। একটি জাতীয় সংবাদমাধ্যম সূত্রে পাওয়া খবর অনুসারে, লাদাখের সীমান্তবর্তী পাওয়ার স্টেশনে এই আক্রমণ করা হয়েছে।
ভয়ানক চিনা সাইবার হামলার মুখে পড়ল ভারত। ভারতের বিদ্যুৎ ক্ষেত্রের উপর এই হামলা করা হয়েছে বলে সূত্র মারফত খবর। একটি জাতীয় সংবাদমাধ্যম সূত্রে পাওয়া খবর অনুসারে, লাদাখের সীমান্তবর্তী পাওয়ার স্টেশনে এই আক্রমণ করা হয়েছে।
advertisement
2/5
সূ্ত্রের খবর, চিনের প্রশাসনের হাতে থাকা হ্যাকাররাই এ বারে ভারতীয় পাওয়ার গ্রিডের হ্যাকিংয়ের সঙ্গে যুক্ত। ভারত চিন সীমান্তের লাদাখ অংশের পাওয়ার গ্রিডেই এই সাইবার হামলা চালানো হয়েছে।
সূ্ত্রের খবর, চিনের প্রশাসনের হাতে থাকা হ্যাকাররাই এ বারে ভারতীয় পাওয়ার গ্রিডের হ্যাকিংয়ের সঙ্গে যুক্ত। ভারত চিন সীমান্তের লাদাখ অংশের পাওয়ার গ্রিডেই এই সাইবার হামলা চালানো হয়েছে।
advertisement
3/5
বলা হয়েছে, শেষ তিনটি লোড ডিসপ্যাচের বিস্তারিত তথ্য পাওয়ার জন্য উত্তর ভারতের বিভিন্ন পাওয়ার স্টেশনের গ্রিড কন্ট্রোল ও ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশনের তথ্য পেতেই এই সাইবার হামলা চালানো হয়।
বলা হয়েছে, শেষ তিনটি লোড ডিসপ্যাচের বিস্তারিত তথ্য পাওয়ার জন্য উত্তর ভারতের বিভিন্ন পাওয়ার স্টেশনের গ্রিড কন্ট্রোল ও ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশনের তথ্য পেতেই এই সাইবার হামলা চালানো হয়।
advertisement
4/5
এর আগে রেড-একো নামে একটি হ্যাকিং গ্রুপ একটি লোড ডিসপ্যাচের বিষয়ে তথ্য পেতে একবার হ্যাকিং করার চেষ্টা করেছিল। ভারত সেই কারণেই একাধিকবার উল্লেখ করেছিল, ভারতের তথ্য পেতে বারংবার সাইবার হামলা করছে চিন।
এর আগে রেড-একো নামে একটি হ্যাকিং গ্রুপ একটি লোড ডিসপ্যাচের বিষয়ে তথ্য পেতে একবার হ্যাকিং করার চেষ্টা করেছিল। ভারত সেই কারণেই একাধিকবার উল্লেখ করেছিল, ভারতের তথ্য পেতে বারংবার সাইবার হামলা করছে চিন।
advertisement
5/5
ভারতের তরফ থেকে বলা হয়েছে, ট্যাগ-৩৮ নামে একটি হ্যাকিং গ্রুপ বিভিন্ন মিলিসিয়াস সফ্টওয়্যার ব্যবহার করেছে, যেটির নাম শ্যাডো-প্যাড। এই হ্যাকিং গ্রুপটি চিনা সরকারকের সঙ্গে যুক্ত বলে অভিযোগ।
ভারতের তরফ থেকে বলা হয়েছে, ট্যাগ-৩৮ নামে একটি হ্যাকিং গ্রুপ বিভিন্ন মিলিসিয়াস সফ্টওয়্যার ব্যবহার করেছে, যেটির নাম শ্যাডো-প্যাড। এই হ্যাকিং গ্রুপটি চিনা সরকারকের সঙ্গে যুক্ত বলে অভিযোগ।
advertisement
advertisement
advertisement