Bullet Train: অকল্পনীয়! ২ ঘণ্টায় ৬৭০ কিলোমিটার! তীর্থযাত্রীদের নিয়ে ছুটবে ট্রেন

Last Updated:
Bullet Train: ৬৭০ কিলোমিটার এই পথ যেতে যাত্রীদের সময় লাগবে মাত্র ২ ঘন্টা।
1/5
৬৭০ কিলোমিটার দুই ঘণ্টায়! দিল্লি থেকে সোজা অযোধ্যা রামমন্দির! হ্যাঁ, এবার এমন পরিকল্পনাই সামনে আনছে রেল। কেন্দ্রের প্রস্তাব তীর্থযাত্রীরা বুলেট ট্রেনে চেপেই দিল্লি থেকে সোজা রাম মন্দির অব্দি যেতে পারবেন। ৬৭০ কিলোমিটার এই পথ যেতে যাত্রীদের সময় লাগবে মাত্র ২ ঘন্টা।
৬৭০ কিলোমিটার দুই ঘণ্টায়! দিল্লি থেকে সোজা অযোধ্যা রামমন্দির! হ্যাঁ, এবার এমন পরিকল্পনাই সামনে আনছে রেল। কেন্দ্রের প্রস্তাব তীর্থযাত্রীরা বুলেট ট্রেনে চেপেই দিল্লি থেকে সোজা রাম মন্দির অব্দি যেতে পারবেন। ৬৭০ কিলোমিটার এই পথ যেতে যাত্রীদের সময় লাগবে মাত্র ২ ঘন্টা।
advertisement
2/5
কেন্দ্রের ধারণা, এই প্রস্তাব বাস্তবায়িত করতে খরচ হবে ২০০ লক্ষ কোটি টাকা। আন্তর্জাতিক পর্যটন মানচিত্রে উত্তর প্রদেশের অযোধ্যাকে স্থান দিতেই কেন্দ্রের এই প্রস্তাব।
কেন্দ্রের ধারণা, এই প্রস্তাব বাস্তবায়িত করতে খরচ হবে ২০০ লক্ষ কোটি টাকা। আন্তর্জাতিক পর্যটন মানচিত্রে উত্তর প্রদেশের অযোধ্যাকে স্থান দিতেই কেন্দ্রের এই প্রস্তাব।
advertisement
3/5
প্রসঙ্গত এখন এই পথ গাড়িতে যেতে সময় লাগে ১৪ থেকে ১৫ ঘণ্টা। কিন্তু যাত্রীরা ট্রেনে গেলে কিছুটা সময় বাঁচাতে পারেন। তবে ১০ ঘণ্টার কমে কোনও ভাবেই দিল্লি থেকে অযোধ্যা পৌঁছানো সম্ভব নয়।
প্রসঙ্গত এখন এই পথ গাড়িতে যেতে সময় লাগে ১৪ থেকে ১৫ ঘণ্টা। কিন্তু যাত্রীরা ট্রেনে গেলে কিছুটা সময় বাঁচাতে পারেন। তবে ১০ ঘণ্টার কমে কোনও ভাবেই দিল্লি থেকে অযোধ্যা পৌঁছানো সম্ভব নয়।
advertisement
4/5
বুলেট ট্রেন চালু হলে দু'ঘণ্টায় এই পথ পাড়ি দেওয়া যাবে মনে করা হচ্ছে।এই ট্রেন ছুটবে ঘণ্টা সাড়ে তিনশো কিলোমিটার বেগে।
বুলেট ট্রেন চালু হলে দু'ঘণ্টায় এই পথ পাড়ি দেওয়া যাবে মনে করা হচ্ছে।এই ট্রেন ছুটবে ঘণ্টা সাড়ে তিনশো কিলোমিটার বেগে।
advertisement
5/5
রেলওয়ে উচ্চপদস্থ আধিকারিকরা ইতিমধ্যেই এই পর্যটনের জন্য জমিও বাছাই করে ফেলেছেন। ট্র্যাক নির্মাণের জন্য খোঁজখবর নেওয়া শুরু হয়েছে। সূত্রের খবর ন্যাশনাল high-speed রেল কর্পোরেশন এই দিল্লি অযোধ্যা বুলেট ট্রেন প্রজেক্টের বরাত পেতে পারে।
রেলওয়ে উচ্চপদস্থ আধিকারিকরা ইতিমধ্যেই এই পর্যটনের জন্য জমিও বাছাই করে ফেলেছেন। ট্র্যাক নির্মাণের জন্য খোঁজখবর নেওয়া শুরু হয়েছে। সূত্রের খবর ন্যাশনাল high-speed রেল কর্পোরেশন এই দিল্লি অযোধ্যা বুলেট ট্রেন প্রজেক্টের বরাত পেতে পারে।
advertisement
advertisement
advertisement