একেবারে ছবির মতো সুন্দর। মনে হবে যেন ইউরোপের কোনও স্টেশনে এসেছেন! তবে বিদেশ নয়, ভারতের এই স্টেশন এখন ছবির মতোই সুন্দর।
২০ কোটি খরচ করে নতুনভাবে তৈরি করা হয়েছে ভোপাল রেল স্টেশন। রোজ এই স্টেশনের উপর দিয়ে প্রায় ১৩২টি ট্রেন চলাচল করে।
ভোপাল স্টেশনে ঢুকলে মনে হবে কোনও বিমানবন্দরে এসেছেন। কারণ এক নম্বর প্ল্যাটফর্মে পৌঁছতে হলে যেতে হয় নতন কমপ্লেকেস-এর ভিতর দিয়ে।
ভোপাল ও মদ্যপ্রদেশের বিভিন্ন ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরা হয়েছে স্টেশনে। এছাড়া জায়গায় জায়গায় রয়েছে সেলফি পয়েন্ট।
স্টেশনের ভিতর রেস্তোরাঁ রয়েছে। এছাড়া সবরকম অত্যাধুনিক সুবিধা দেওয়া হবে যাত্রীদের।
...