Ayushman Bharat: ৫ লক্ষ টাকার স্বাস্থ্যবীমা আপনি পাবেন কি, জেনে নিন এভাবে

Last Updated:
1/7
আগামিকাল ২৩ সেপ্টেম্বর ঝাড়খন্ডে জন আরোগ্য যোজনার সূচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । এই যোজনার ফলে উপকৃত হবেন প্রায় ১০ কোটি পরিবার ও প্রত্যেকটি পরিবারকে ৫ লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্যবিমা দেওয়া হবে । মূলত অর্থনৈতিকভাবে অনগ্রসর পরিবারগুলিকে এই সুবিধা দেওয়া হবে । এই বিমা পাওয়ার জন্য মোবাইল নম্বর, রেশন কার্ড সহ বেশ কয়েকটি নথিপত্র জমা দিতে হবে । জেনে নিন কিভাবে পাবেন এই স্কিমের সুবিধা।
আগামিকাল ২৩ সেপ্টেম্বর ঝাড়খন্ডে জন আরোগ্য যোজনার সূচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । এই যোজনার ফলে উপকৃত হবেন প্রায় ১০ কোটি পরিবার ও প্রত্যেকটি পরিবারকে ৫ লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্যবিমা দেওয়া হবে । মূলত অর্থনৈতিকভাবে অনগ্রসর পরিবারগুলিকে এই সুবিধা দেওয়া হবে । এই বিমা পাওয়ার জন্য মোবাইল নম্বর, রেশন কার্ড সহ বেশ কয়েকটি নথিপত্র জমা দিতে হবে । জেনে নিন কিভাবে পাবেন এই স্কিমের সুবিধা।
advertisement
2/7
প্রথমেই যান আরোগ্য যোজনার ওয়েবসাইট mera.pmjay.gov.in এ  । এখানে আপনার মোবাইল নম্বর দিতে হবে । OTP আসার পরে সেই OTP টি এখানে লিখুন ও ভেরিফিকেশন করুন ।
প্রথমেই যান আরোগ্য যোজনার ওয়েবসাইট mera.pmjay.gov.in এ । এখানে আপনার মোবাইল নম্বর দিতে হবে । OTP আসার পরে সেই OTP টি এখানে লিখুন ও ভেরিফিকেশন করুন ।
advertisement
3/7
এরপর আপনার রাজ্যের নাম এখানে সিলেক্ট করুন ।
এরপর আপনার রাজ্যের নাম এখানে সিলেক্ট করুন ।
advertisement
4/7
এই সুবিধা আপনি কিনা জানার জন্য রাজ্য সিলেক্ট করার পর মোবাইল নম্বর ও রেশন কার্ড নম্বরটি এখানে লিখুন ।
এই সুবিধা আপনি কিনা জানার জন্য রাজ্য সিলেক্ট করার পর মোবাইল নম্বর ও রেশন কার্ড নম্বরটি এখানে লিখুন ।
advertisement
5/7
এই স্কিমের প্রচারকালে দেশের নাগরিকদের মোবাইল নম্বর ও রেশন কার্ড নম্বর সংগ্রহ করা হয়েছিল ও সেইগুলি এই ওয়েবসাইটে নথিভুক্ত করা রয়েছে । SECC অপশনে গিয়ে এবার আপনাকে দেখতে হবে আপনি এই বিমার সুবিধা পাবেন কিনা ।
এই স্কিমের প্রচারকালে দেশের নাগরিকদের মোবাইল নম্বর ও রেশন কার্ড নম্বর সংগ্রহ করা হয়েছিল ও সেইগুলি এই ওয়েবসাইটে নথিভুক্ত করা রয়েছে । SECC অপশনে গিয়ে এবার আপনাকে দেখতে হবে আপনি এই বিমার সুবিধা পাবেন কিনা ।
advertisement
6/7
আপনার আরও কয়েকটি ডিটেলস এখানে চাওয়া হবে এরপর যদি আপনার নাম না দেখানো হয়ে থাকে সেক্ষেত্রে আপনি নিকটবর্তী 'আয়ুষ্মান মিত্র' এর সঙ্গে যোগাযোগ করতে পারেন । এছাড়া যদি আপনার নাম থাকে সেক্ষেত্রে আপনাকে SMS অপশনে ক্লিক করতে হবে  ও এরপর আপনি একটি মেসেজ পাবেন যেখানে আপনার HHID number ও RSBY URLটি আপনাকে জানানো হবে যা ভবিষ্যতে কাজে লাগবে ।
আপনার আরও কয়েকটি ডিটেলস এখানে চাওয়া হবে এরপর যদি আপনার নাম না দেখানো হয়ে থাকে সেক্ষেত্রে আপনি নিকটবর্তী 'আয়ুষ্মান মিত্র' এর সঙ্গে যোগাযোগ করতে পারেন । এছাড়া যদি আপনার নাম থাকে সেক্ষেত্রে আপনাকে SMS অপশনে ক্লিক করতে হবে ও এরপর আপনি একটি মেসেজ পাবেন যেখানে আপনার HHID number ও RSBY URLটি আপনাকে জানানো হবে যা ভবিষ্যতে কাজে লাগবে ।
advertisement
7/7
প্রধানমন্ত্রী স্বাস্থ্য যোজনাটি আয়ুষ্মান ভারতের অন্তর্ভুক্ত যার সূচনা হয়েছে ১৫ অগস্ট । স্বাস্থ্য যোজনার সূচনা হবে আগামি ২৫ সেপ্টেম্বর ।
প্রধানমন্ত্রী স্বাস্থ্য যোজনাটি আয়ুষ্মান ভারতের অন্তর্ভুক্ত যার সূচনা হয়েছে ১৫ অগস্ট । স্বাস্থ্য যোজনার সূচনা হবে আগামি ২৫ সেপ্টেম্বর ।
advertisement
advertisement
advertisement