আসন জিতে 'চায়ে পে চর্চায়' রাজস্থানের কংগ্রেস প্রধান অশোক গেহলত !
Last Updated:
advertisement
নরেন্দ্র মোদি একসময় চা বেচতেন ৷ নিজেই তিনি জানিয়েছিলেন সেকথা ৷ মোদির চায়ে পে চর্চাও বেশ বিখ্যাত ৷ তারপর থেকে চায়ের সঙ্গে নাম জুড়েছে তাঁর ৷ বিরোধিরা এই নিয়ে অনেক সময়ই হাসি-ঠাট্টা করেছেন ৷ আবার বিরোধীরা কটাক্ষও করেছেন ৷ সেই কারণেই গেহলত নিজে যখন জয়ের পর দলের কর্মীদের চা দিচ্ছিলেন, তখন সেই ছবিও ছড়িয়ে পড়ল দিকে দিকে ৷ Photo: News 18
advertisement
advertisement