Cyclone Asani Update: ৯০ থেকে ১২৫ কিমি প্রতি ঘণ্টা গতিতে বইবে ঝোড়ো হাওয়া, লেটেস্ট আপডেট অশনির
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
মৌসম বিভাগের ওয়েদার আপডেট অনুযায়ি আগামী ২৪ ঘণ্টায় অশনি সাইক্লোন শক্তিশালী সাইক্লোন থেকে সাধারণ সাইক্লোনে পরিণত হবে৷
advertisement
মৌসম বিভাগের ওয়েদার আপডেট অনুযায়ি ১০-১১ মে অন্ধ্রপ্রদেশ, ওড়িশায় তুফানি হাওয়া বইবে ভারী বৃষ্টি হবে,যার অ্যালার্ট ইতিমধ্যেই জারি হয়েছে৷ শুধু এই দুই রাজ্যেই নয়, পশ্চিমবঙ্গেও এই অশনি সাইক্লোনের প্রভাবে প্রবল বৃষ্টি হবে এবং প্রবল জোরে হাওয়া বইবে৷ পশ্চিমবঙ্গ এবং ওড়িশার উপকূল এলাকায় ৯০ থেকে ১২৫ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে হাওয়া বইবে৷ আইএমডি জানিয়েছে পশ্চিমবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি ও পশ্চিম মেদিনীপুরে ঝোড়ো হাওয়া বইবার সঙ্গে সঙ্গে বৃষ্টির আশঙ্কা রয়েছে৷ Photo- IMD/ Sattelite Image
advertisement
advertisement
অশনি সাইক্লোন যেমন যেমন এগোচ্ছে ততই এর ভয়াবহতা ও গতি কম হচ্ছে৷ প্রথমে এর হাওয়ার গতি ছিল ঘণ্টায় ১১০ থেকে ১৪ কিলোমিটার প্রতি ঘণ্টা গতি৷ কিন্তু এই মুহূর্তে সেটা কমে ৮০ থেকে ৯০ কিলোমিটার প্রতি ঘণ্টায় এগোচ্ছে৷ আগামী সময়ে এর গতি আরও কমার সম্ভবনা রয়েছে৷ মৌসম বিভাগের শেষ তাজা ওয়েদার আপডেট অনুযায়ি অশনি অনেক গভীর রাতে সমুদ্রের ওপর গতি কমিয়ে ৭ কিমি প্রতি ঘণ্টা গতিতে এগোচ্ছে৷ Photo- IMD/ Sattelite Image
advertisement
কাকিনাড়া থেকে এই মুহূ্র্তে ৩৫০ কিমি দূরে , বিশাখাপত্তনম থেকে ৩৫০ কিমি, গোপালপুর থেকে ৫১০ কিমি, পুরী থেকে ৫৯০ কিলোমিটার দূরে রয়েছে৷ সম্ভবনা রয়েছে মঙ্গলবার মধ্যরাতে বঙ্গোপসাগরের অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশার কাছে পৌঁছে যাবে৷ এরপর আবার রাস্তা বদলে উপকূলভূমির সমান্তরালে উত্তর পশ্চিমে এগোবে৷ Photo- IMD/ Sattelite Image
advertisement