'নরেন্দ্র মোদিকে নিয়ে আসুন', হায়দরাবাদের পুরভোটে বিজেপি-কে চ্যালেঞ্জ ওয়াইসির

Last Updated:
বিহার নির্বাচনে পাঁচটি আসনে জয়ের পর নিজের খাসতালুকে পুরভোটে আরও উজ্জীবিত হয়ে প্রচারে নেমেছেন ওয়াইসি৷
1/6
নরেন্দ্র মোদিকে সরাসরি চ্যালেঞ্জ করলেন এআইএমআইএম প্রধান আসাদুদ্দিন ওয়াইসি৷ বিজেপি-র উদ্দেশে তিনি বললেন, হায়দরাবাদের পুর নির্বাচনে প্রয়োজনে প্রধানমন্ত্রীকে নিয়ে আসুক বিজেপি৷ তার পরে দেখা যাবে তারা কটা আসন জিততে পারবে৷
নরেন্দ্র মোদিকে সরাসরি চ্যালেঞ্জ করলেন এআইএমআইএম প্রধান আসাদুদ্দিন ওয়াইসি৷ বিজেপি-র উদ্দেশে তিনি বললেন, হায়দরাবাদের পুর নির্বাচনে প্রয়োজনে প্রধানমন্ত্রীকে নিয়ে আসুক বিজেপি৷ তার পরে দেখা যাবে তারা কটা আসন জিততে পারবে৷
advertisement
2/6
আগামী ১ ডিসেম্বর গ্রেটার হায়দরাবাদ মিউনিসিপ্যাল কর্পোরেশনের নির্বাচন রয়েছে৷ জোর কদমে তার প্রচারে নেমেছেন আসাদুদ্দিন৷ বিহার নির্বাচনে পাঁচটি আসনে জয়ের পর নিজের খাসতালুকে পুরভোটে আরও উজ্জীবিত হয়ে প্রচারে নেমেছেন ওয়াইসি৷
আগামী ১ ডিসেম্বর গ্রেটার হায়দরাবাদ মিউনিসিপ্যাল কর্পোরেশনের নির্বাচন রয়েছে৷ জোর কদমে তার প্রচারে নেমেছেন আসাদুদ্দিন৷ বিহার নির্বাচনে পাঁচটি আসনে জয়ের পর নিজের খাসতালুকে পুরভোটে আরও উজ্জীবিত হয়ে প্রচারে নেমেছেন ওয়াইসি৷
advertisement
3/6
বিজেপি-কে চ্যালেঞ্জ করে ওয়াইসি বলেন, 'আপনারা নরেন্দ্র মোদিকে এই পুরনো শহরে প্রচারে নিয়ে আসুন৷ আমরাও দেখি কী হয়৷ নরেন্দ্র মোদির সভার আয়োজন করে দেখুন বিজেপি কটা আসন পায়৷'
বিজেপি-কে চ্যালেঞ্জ করে ওয়াইসি বলেন, 'আপনারা নরেন্দ্র মোদিকে এই পুরনো শহরে প্রচারে নিয়ে আসুন৷ আমরাও দেখি কী হয়৷ নরেন্দ্র মোদির সভার আয়োজন করে দেখুন বিজেপি কটা আসন পায়৷'
advertisement
4/6
পুরসভা নির্বাচন হলেও হায়দরবাদে সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়েছে বিজেপি৷ বিজেপি-র রাজ্য সভাপতি বান্দি সঞ্জয় এবং বেঙ্গালুরু দক্ষিণের বিজেপি সাংসদ তেজস্বী সূর্য প্রচারে গিয়ে অভিযোগ করেছেন, পুরোন হায়দরাবাদ শহর অনুপ্রবেশকারীতে বলে গিয়েছে৷ বিজেপি ক্ষমতায় এলে শহর থেকে পাকিস্তানি এবং রোহিঙ্গাদের তাড়াতে সার্জিক্যাল স্ট্রাইক করা হবে বলে হুমকি দেন বিজেপি সাংসদ তেজস্ব সূর্য৷
পুরসভা নির্বাচন হলেও হায়দরবাদে সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়েছে বিজেপি৷ বিজেপি-র রাজ্য সভাপতি বান্দি সঞ্জয় এবং বেঙ্গালুরু দক্ষিণের বিজেপি সাংসদ তেজস্বী সূর্য প্রচারে গিয়ে অভিযোগ করেছেন, পুরোন হায়দরাবাদ শহর অনুপ্রবেশকারীতে বলে গিয়েছে৷ বিজেপি ক্ষমতায় এলে শহর থেকে পাকিস্তানি এবং রোহিঙ্গাদের তাড়াতে সার্জিক্যাল স্ট্রাইক করা হবে বলে হুমকি দেন বিজেপি সাংসদ তেজস্ব সূর্য৷
advertisement
5/6
বিজেপি-কে জবাব দিয়ে ওয়াইসি বলেছেন, 'এখানে আমি কোনও অনুপ্রবেশকারীকে দেখিনি৷ পাকিস্তানি এবং রোহিঙ্গারা এখানে থাকলে সেটা প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতা৷ ওরা হিন্দু- মুসলিমদের মধ্যে ঘৃনার পরিবেশ তৈরি করতে চায়৷'
বিজেপি-কে জবাব দিয়ে ওয়াইসি বলেছেন, 'এখানে আমি কোনও অনুপ্রবেশকারীকে দেখিনি৷ পাকিস্তানি এবং রোহিঙ্গারা এখানে থাকলে সেটা প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতা৷ ওরা হিন্দু- মুসলিমদের মধ্যে ঘৃনার পরিবেশ তৈরি করতে চায়৷'
advertisement
6/6
এআইএমআইএম নেতা আরও বলেন, 'এটা পুরসভা নির্বাচন, কিন্তু বিজেপি কোনও উন্নয়নের কথা বলবে না৷ হায়দরাবাদ এখন উন্নত শহরে পরিণত হয়েছে৷ প্রচুর বহুজাতিক সংস্থা রয়েছে এখানে৷ কিন্তু বিজেপি চেষ্টা করছে সে সমস্ত কিছু নষ্ট করে হায়দরাবাদের বদনাম করতে৷'
এআইএমআইএম নেতা আরও বলেন, 'এটা পুরসভা নির্বাচন, কিন্তু বিজেপি কোনও উন্নয়নের কথা বলবে না৷ হায়দরাবাদ এখন উন্নত শহরে পরিণত হয়েছে৷ প্রচুর বহুজাতিক সংস্থা রয়েছে এখানে৷ কিন্তু বিজেপি চেষ্টা করছে সে সমস্ত কিছু নষ্ট করে হায়দরাবাদের বদনাম করতে৷'
advertisement
advertisement
advertisement