Anant Ambani, Radhika Merchant Pre-Wedding: অনন্ত-রাধিকার প্রাক-বিবাহ উৎসবে তারকাদের ঢল, সপরিবার পৌঁছলেন শাহরুখ খান!

Last Updated:
অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের প্রাক-বিবাহ উৎসবে সামিল হতে একে একে তারকাদের আগমণ শুরু হয়েছে। এবার সপরিবার পৌঁছলেন কিং খান।
1/7
অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের প্রাক-বিবাহ উৎসবে সামিল হতে একে একে তারকাদের আগমণ শুরু হয়েছে। এবার সপরিবার পৌঁছলেন কিং খান।
অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের প্রাক-বিবাহ উৎসবে সামিল হতে একে একে তারকাদের আগমণ শুরু হয়েছে। এবার সপরিবার পৌঁছলেন কিং খান।
advertisement
2/7
রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানির কনিষ্ঠ পুত্র অনন্ত আম্বানি এবং শিল্পপতি বীরেন মার্চেন্টের মেয়ে রাধিকা মার্চেন্ট ১ থেকে ৩ মার্চ তাদের প্রাক-বিবাহ উৎসবের আয়োজনে মাতবেন আমন্ত্রিত অতিথিরা এবং আম্বানি পরিবারের সদ‍স‍্যরা।
রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানির কনিষ্ঠ পুত্র অনন্ত আম্বানি এবং শিল্পপতি বীরেন মার্চেন্টের মেয়ে রাধিকা মার্চেন্ট ১ থেকে ৩ মার্চ তাদের প্রাক-বিবাহ উৎসবের আয়োজনে মাতবেন আমন্ত্রিত অতিথিরা এবং আম্বানি পরিবারের সদ‍স‍্যরা।
advertisement
3/7
ইতিমধ‍্যেই দেশের এবং বিদেশের একাধিক খ‍্যাতনামা তারকা পৌঁছে গিয়েছেন গুজরাতের জামনগরে। এবার সেখানে তিন সন্তানকে নিয়ে পৌঁছলেন শাহরুখ খান এবং তাঁর স্ত্রী গৌরি খান।
ইতিমধ‍্যেই দেশের এবং বিদেশের একাধিক খ‍্যাতনামা তারকা পৌঁছে গিয়েছেন গুজরাতের জামনগরে। এবার সেখানে তিন সন্তানকে নিয়ে পৌঁছলেন শাহরুখ খান এবং তাঁর স্ত্রী গৌরি খান।
advertisement
4/7
আরিয়ান খান, গৌরি খান, অ‍্যাব্রাম খানকে দেখা গেল একটি গাড়িতে। অপর একটি গাড়িতে বসে রয়েছেন বাবা মেয়ে, অর্থাত্‍ শাহরুখ এবং সুহানা খান।
আরিয়ান খান, গৌরি খান, অ‍্যাব্রাম খানকে দেখা গেল একটি গাড়িতে। অপর একটি গাড়িতে বসে রয়েছেন বাবা মেয়ে, অর্থাত্‍ শাহরুখ এবং সুহানা খান।
advertisement
5/7
শাহরুখের মতো দেশের খ‍্যাতনামা তারকা এবং তারকা পরিবারে পাশাপাশি জামনগরে পৌঁছে গিয়েছেন আন্তর্জাতিক খ‍্যাতিসম্পন্ন তারাকারাও।
শাহরুখের মতো দেশের খ‍্যাতনামা তারকা এবং তারকা পরিবারে পাশাপাশি জামনগরে পৌঁছে গিয়েছেন আন্তর্জাতিক খ‍্যাতিসম্পন্ন তারাকারাও।
advertisement
6/7
অনন্ত-রাধিকার আনন্দে সামিল হতে ইতিমধ্যেই জামনগরে পা দিয়েছেন আমেরিকান গায়ক জে ব্রাউন এবং জনপ্রিয় র‍্যাপার নিকি মিনাজের মিউজিক্যাল ডিরেক্টর অ্যাডাম ব্ল্যাকস্টোন।
অনন্ত-রাধিকার আনন্দে সামিল হতে ইতিমধ্যেই জামনগরে পা দিয়েছেন আমেরিকান গায়ক জে ব্রাউন এবং জনপ্রিয় র‍্যাপার নিকি মিনাজের মিউজিক্যাল ডিরেক্টর অ্যাডাম ব্ল্যাকস্টোন।
advertisement
7/7
পাপারাৎজিদের ক্যামেরাবন্দি ছবি এবং ভিডিও-য় দেখা যায় যে, সাদা রঙের হুডি এবং বেইজ কার্গোতে কুল এবং ক্যাজুয়াল অবতারে বিমানবন্দর থেকে বেরিয়ে আসছেন মার্কিন গায়ক জে ব্রাউন। আর অন্য দিকে, ব্ল্যাকস্টোন বেছে নিয়েছিলেন অল-ব্ল্যাক লুক।
পাপারাৎজিদের ক্যামেরাবন্দি ছবি এবং ভিডিও-য় দেখা যায় যে, সাদা রঙের হুডি এবং বেইজ কার্গোতে কুল এবং ক্যাজুয়াল অবতারে বিমানবন্দর থেকে বেরিয়ে আসছেন মার্কিন গায়ক জে ব্রাউন। আর অন্য দিকে, ব্ল্যাকস্টোন বেছে নিয়েছিলেন অল-ব্ল্যাক লুক।
advertisement
advertisement
advertisement