তার টেনে নয়, মিটারে এক বিশেষ ডিভাইস বসিয়ে রমরমিয়ে চলছে বিদ্যুৎ চুরি ! কড়া ব্যবস্থা সরকারের, গ্রেফতার ৬০

Last Updated:
Haryana News: হরিয়ানায় বিদ্যুৎ চুরির ঘটনা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। তবে, বিদ্যুৎ বিভাগ চুপ করে বসে থাকেনি। দুষ্কৃতীদের হাতেনাতে ধরে তারা কেবল জরিমানাই ধার্য করছে না, একই সঙ্গে যারা বিদ্যুৎ চুরি করছে তাদের বিরুদ্ধে এফআইআরও নথিভুক্ত করা শুরু করে দিয়েছে।
1/5
Report: Sumit Yadav: কিছু কিছু ঘটনা আমাদের চারপাশে রোজ এত বেশি পরিমাণে ঘটে চলে যে তখন আর সেগুলো অস্বাভাবিক বলে মনে হয় না! অথচ, সেই সব ঘটনার বেশিরভাগই বেআইনি! যেমন, ট্যাক্সিচালকের মিটার না চালিয়ে বেশি ভাড়া নেওয়ার বায়না, তার টেনে বিদ্যুৎ চুরি করা। অনেকেরই যাতায়াতের চোখে পড়ে থাকবে যে আজকাল যাঁরা ফুটপাথে থাকেন, তাঁরাও টিভি চালান, ফোন চার্জ দেন ওখানে বসেই। সবই চলে তার টেনে বিদ্যুৎ চুরি করে। তবে, সম্প্রতি দেশের এক প্রান্ত থেকে যে খবর এসেছে, তা রীতিমতো আতঙ্কের। Representative Image
Report: Sumit Yadav: কিছু কিছু ঘটনা আমাদের চারপাশে রোজ এত বেশি পরিমাণে ঘটে চলে যে তখন আর সেগুলো অস্বাভাবিক বলে মনে হয় না! অথচ, সেই সব ঘটনার বেশিরভাগই বেআইনি! যেমন, ট্যাক্সিচালকের মিটার না চালিয়ে বেশি ভাড়া নেওয়ার বায়না, তার টেনে বিদ্যুৎ চুরি করা। অনেকেরই যাতায়াতের চোখে পড়ে থাকবে যে আজকাল যাঁরা ফুটপাথে থাকেন, তাঁরাও টিভি চালান, ফোন চার্জ দেন ওখানে বসেই। সবই চলে তার টেনে বিদ্যুৎ চুরি করে। তবে, সম্প্রতি দেশের এক প্রান্ত থেকে যে খবর এসেছে, তা রীতিমতো আতঙ্কের। Representative Image
advertisement
2/5
জানা গিয়েছে যে হরিয়ানায় বিদ্যুৎ চুরির ঘটনা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। পরিমাণ এতটাই যে বিদ্যুৎ বিভাগের সতর্ক না হয়ে আর কোনও উপায় ছিল না। তবে, বিদ্যুৎ বিভাগ চুপ করে বসে থাকেনি। দুষ্কৃতীদের হাতেনাতে ধরে তারা কেবল জরিমানাই ধার্য করছে না, একই সঙ্গে যারা বিদ্যুৎ চুরি করছে তাদের বিরুদ্ধে এফআইআরও নথিভুক্ত করা শুরু করে দিয়েছে। গ্রীষ্মকাল প্রায় শুরু হয়েই গিয়েছে। এই সময়ে বহু লোকে নিজেদের বিলের টাকা বাঁচাতে বিদ্যুৎ চুরি করে, কিন্তু এখন এই ধরনের লোকেরা সমস্যায় পড়েছে, কারণ হরিয়ানার বিদ্যুৎ বিভাগ তাদের উপর কড়া নজর রাখছে। Representative Image
জানা গিয়েছে যে হরিয়ানায় বিদ্যুৎ চুরির ঘটনা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। পরিমাণ এতটাই যে বিদ্যুৎ বিভাগের সতর্ক না হয়ে আর কোনও উপায় ছিল না। তবে, বিদ্যুৎ বিভাগ চুপ করে বসে থাকেনি। দুষ্কৃতীদের হাতেনাতে ধরে তারা কেবল জরিমানাই ধার্য করছে না, একই সঙ্গে যারা বিদ্যুৎ চুরি করছে তাদের বিরুদ্ধে এফআইআরও নথিভুক্ত করা শুরু করে দিয়েছে। গ্রীষ্মকাল প্রায় শুরু হয়েই গিয়েছে। এই সময়ে বহু লোকে নিজেদের বিলের টাকা বাঁচাতে বিদ্যুৎ চুরি করে, কিন্তু এখন এই ধরনের লোকেরা সমস্যায় পড়েছে, কারণ হরিয়ানার বিদ্যুৎ বিভাগ তাদের উপর কড়া নজর রাখছে। Representative Image
advertisement
3/5
সম্প্রতি আম্বালা থেকে বিদ্যুৎ চুরির এক অভিনব ঘটনা প্রকাশ্যে এসেছে। সাধারণত তার টেনে বিদ্যুৎ চুরি করার কায়দাই দেখা যায়, কিন্তু এখানে লোকেরা তার ব্যবহার না করে মিটার বক্সে একটি বিশেষ ধরনের ডিভাইস স্থাপন করে বিদ্যুৎ চুরি করছিল। Representative Image
সম্প্রতি আম্বালা থেকে বিদ্যুৎ চুরির এক অভিনব ঘটনা প্রকাশ্যে এসেছে। সাধারণত তার টেনে বিদ্যুৎ চুরি করার কায়দাই দেখা যায়, কিন্তু এখানে লোকেরা তার ব্যবহার না করে মিটার বক্সে একটি বিশেষ ধরনের ডিভাইস স্থাপন করে বিদ্যুৎ চুরি করছিল। Representative Image
advertisement
4/5
বিষয়টি জানতে পারার সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট বিভাগ অভিযান চালিয়ে তা বন্ধ করেছে। বিদ্যুৎ বিভাগের এক্সইএন সুখবীর Local18-কে বলেন, এখনও পর্যন্ত প্রায় ৬০ জন বিদ্যুৎ চুরি করতে গিয়ে ধরা পড়েছে এবং তাদের কাছ থেকে প্রায় ৫০ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়েছে। Representative Image
বিষয়টি জানতে পারার সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট বিভাগ অভিযান চালিয়ে তা বন্ধ করেছে। বিদ্যুৎ বিভাগের এক্সইএন সুখবীর Local18-কে বলেন, এখনও পর্যন্ত প্রায় ৬০ জন বিদ্যুৎ চুরি করতে গিয়ে ধরা পড়েছে এবং তাদের কাছ থেকে প্রায় ৫০ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়েছে। Representative Image
advertisement
5/5
তিনি আরও বলেন, বর্তমানে বিদ্যুৎ চুরি করছে এমন ৬০ জনের বিরুদ্ধে FIR দায়ের করা হয়েছে এবং ভবিষ্যতেও এই অভিযান অব্যাহত থাকবে। তিনি জানান, এবার বিদ্যুৎ চুরি এক অদ্ভুত পদ্ধতিতে হচ্ছে, যেখানে মিটারের ভেতরে একটি যন্ত্র বসিয়ে কাজ চলছে, যাতে কেউ সন্দেহ না করে। বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা যখন এই বিষয়টি জানতে পারেন, তখন ঘটনাস্থলে অভিযান চালানো হয় এবং দুষ্কৃতীদের জরিমানার চালান জারি করা হয়। Representative Image
তিনি আরও বলেন, বর্তমানে বিদ্যুৎ চুরি করছে এমন ৬০ জনের বিরুদ্ধে FIR দায়ের করা হয়েছে এবং ভবিষ্যতেও এই অভিযান অব্যাহত থাকবে। তিনি জানান, এবার বিদ্যুৎ চুরি এক অদ্ভুত পদ্ধতিতে হচ্ছে, যেখানে মিটারের ভেতরে একটি যন্ত্র বসিয়ে কাজ চলছে, যাতে কেউ সন্দেহ না করে। বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা যখন এই বিষয়টি জানতে পারেন, তখন ঘটনাস্থলে অভিযান চালানো হয় এবং দুষ্কৃতীদের জরিমানার চালান জারি করা হয়। Representative Image
advertisement
advertisement
advertisement