এবারই প্রথম, আজ প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে শুধুই দেশি অস্ত্রে শক্তি প্রদর্শন

Last Updated:
Republic Day 2023; থাকবে না কোনও বিদেশি অস্ত্র। আজ প্রজাতন্ত্র দিবসে ভারত আত্মনির্ভর।
1/5
দেশকে আত্মনির্ভর করে তোলার ডাক দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই লক্ষ্যেই এগোচ্ছে দেশ। এবার প্রজাতন্ত্র দিবসে তাই দেশি অস্ত্রেই শক্তি প্রদর্শন করবে ভারত।
দেশকে আত্মনির্ভর করে তোলার ডাক দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই লক্ষ্যেই এগোচ্ছে দেশ। এবার প্রজাতন্ত্র দিবসে তাই দেশি অস্ত্রেই শক্তি প্রদর্শন করবে ভারত।
advertisement
2/5
ভারতে তৈরি  ‘১০৫ এমএম ইন্ডিয়ান ফিল্ড গান’ এবার ব্যবহার করা হবে ২১টি তোপধ্বনির জন্য। থাকবে না কোনও বিদেশি অস্ত্র।
ভারতে তৈরি ‘১০৫ এমএম ইন্ডিয়ান ফিল্ড গান’ এবার ব্যবহার করা হবে ২১টি তোপধ্বনির জন্য। থাকবে না কোনও বিদেশি অস্ত্র।
advertisement
3/5
এবার অগ্নিবীররা যোগ দেবেন প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে। এই অগ্নিবীরদের নিয়োগ নিয়ে বিতর্ক হয়েছিল একটা সময়।
এবার অগ্নিবীররা যোগ দেবেন প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে। এই অগ্নিবীরদের নিয়োগ নিয়ে বিতর্ক হয়েছিল একটা সময়।
advertisement
4/5
 মিশরের প্রেসিডেন্ট আবদেল ফতাহ আল সিসিকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানিয়েছেন নরেন্দ্র মোদি। মিশর থেকে ১২০ জনের অতিথিদের একটি দল থাকবে।
মিশরের প্রেসিডেন্ট আবদেল ফতাহ আল সিসিকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানিয়েছেন নরেন্দ্র মোদি। মিশর থেকে ১২০ জনের অতিথিদের একটি দল থাকবে।
advertisement
5/5
  ৩,৫০০ ড্রোনের শো, সঙ্গে কৈলাস খেরের গলায় গান। শক্তি প্রদর্শন করবে হেলিকপ্টার ‘প্রচণ্ড’, দেখা যাবে হেলিকপ্টার ‘এএলএইচ ধ্রুব’ ও ‘এএলএইচ রুদ্র’-র দাপট। প্রজাতন্ত্র দিবস উপলক্ষে সেজে উঠেছে রাজধানী দিল্লি।
৩,৫০০ ড্রোনের শো, সঙ্গে কৈলাস খেরের গলায় গান। শক্তি প্রদর্শন করবে হেলিকপ্টার ‘প্রচণ্ড’, দেখা যাবে হেলিকপ্টার ‘এএলএইচ ধ্রুব’ ও ‘এএলএইচ রুদ্র’-র দাপট। প্রজাতন্ত্র দিবস উপলক্ষে সেজে উঠেছে রাজধানী দিল্লি।
advertisement
advertisement
advertisement