হোম » ছবি » দেশ » মাত্র ১৩৯৯ টাকায় বিমানে চেপে করুন বিদেশ সফর !

মাত্র ১৩৯৯ টাকায় বিমানে চেপে করুন বিদেশ সফর !

  • Sarmita Bhattacharjee

  • 16

    মাত্র ১৩৯৯ টাকায় বিমানে চেপে করুন বিদেশ সফর !


    সীমিত সময়ের জন্য মিলছে এই অফার ৷ এয়ার এশিয়া ইন্ডিয়া তরফ থেকে মিলছে এই বিশাল ছাড় ৷ এয়ার এশিয়া গ্রুপের যেকোনও বিমানেই পেতে পারেন আপনি এই সুবিধা ৷

    MORE
    GALLERIES

  • 26

    মাত্র ১৩৯৯ টাকায় বিমানে চেপে করুন বিদেশ সফর !


    ৯৯৯টাকায় দেশের যেকোনও শহরে ভ্রমণ করতে পারবেন আপনি ৷ অন্যদিকে, ১৩৯৯ টাকায় করতে পারবেন বিদেশ সফর ৷

    MORE
    GALLERIES

  • 36

    মাত্র ১৩৯৯ টাকায় বিমানে চেপে করুন বিদেশ সফর !

    তবে, এই অফার একেবারেই সীমিত সময়ের জন্য ৷ আগামী বছরের ২০১৯ সালের ফেব্রুয়ারি থেকে নভেম্বর অবধি মিলবে এই অফার ৷ কিন্তু সেই অফার পাওয়ার জন্য আপনাকে এখনই টিকিট কেটে নিতে হবে ৷

    MORE
    GALLERIES

  • 46

    মাত্র ১৩৯৯ টাকায় বিমানে চেপে করুন বিদেশ সফর !

    এয়ার এশিয়ার তরফ থেকে ‘বিগ সেল প্রমোশন’ চলছে ৷ সেই প্রমোশনের জেরেই মিলছে এই অফার ৷ এয়ার এশিয়ার গ্রুপের যেকোনও বিমানেই মিলছে এই ছাড় ৷ আজ রাত থেকেই মিলবে টিকিট ৷ আগামী ৮দিন চলবে এই ছাড় ৷

    MORE
    GALLERIES

  • 56

    মাত্র ১৩৯৯ টাকায় বিমানে চেপে করুন বিদেশ সফর !


    আপনিও পেতে পারেন এই সুবিধা ৷ এর জন্য আপনাকে ফোনে এয়ার এশিয়া অ্যাপে ইনস্টল করতে বলে ৷ সেখান থেকেই টিকিট বুকিং করতে হবে ৷ এছাড়াও airasia.com ওয়েবসাইট থেকে আপনি টিকিট কাটতে পারেন ৷

    MORE
    GALLERIES

  • 66

    মাত্র ১৩৯৯ টাকায় বিমানে চেপে করুন বিদেশ সফর !

    ১৩৯৯ টাকায় কুয়ালালামপুর, ব্যাঙ্কক, ক্র্যাবি, সিডনি, অকল্যাণ্ড, মেলবোর্ন, সিঙ্গাপুর এবং বালিতে যেতে পারেন আপনি ৷ এর পাশাপাশি দেশের ২১টি জায়গায় যেতে পারেন মাত্র ৯৯৯টাকায় বেঙ্গালুরু, নয়াদিল্লি, কলকাতা, কোচি, গোয়া, জয়পুর, চণ্ডীগড়, পুনে, গুয়াহাটি, ইম্ফল, বিশাখাপত্তনম, হায়দরাবাদ, শ্রীনগর, বাগডোগরা, রাঁচি, ভূবনেশ্বর, নাগপুর, ইন্দোর, সুরাত, অমৃতসর এবং চেন্নাই ৷

    MORE
    GALLERIES