এটিএমে টোকেন দিলেই মিলবে চাল, ২৪ ঘণ্টার রেশন ব্যবস্থা, অভিনব উদ্যোগ সরকারের

Last Updated:
করোনা পরিস্থিতির জন্য কর্মহীনতায় ভুগছেন বহু মানুষ। এমতাবস্থায় যাতে কেউ অভুক্ত না থাকে তারই ব্যবস্থা করছে কর্ণাটক সরকার।
1/6
*টোকেন দিলেই বেরবে চাল। রেশন কার্ড থাকলেই এই সুবিধা পাবেন রাজ্যের মানুষ। এমনকী দারিদ্র সীমার নীচে বসবাসকারী মানুষও বিপিএল কার্ড থাকলে সহজেই এই রাইস ATM- এর সুবিধা পাবেন। প্রতীকী ছবি। 
*টোকেন দিলেই বেরবে চাল। রেশন কার্ড থাকলেই এই সুবিধা পাবেন রাজ্যের মানুষ। এমনকী দারিদ্র সীমার নীচে বসবাসকারী মানুষও বিপিএল কার্ড থাকলে সহজেই এই রাইস ATM- এর সুবিধা পাবেন। প্রতীকী ছবি। 
advertisement
2/6
*করোনা পরিস্থিতির জন্য কর্মহীনতায় ভুগছেন বহু মানুষ। এমতাবস্থায় যাতে কেউ অভুক্ত না থাকে তারই ব্যবস্থা করছে কর্ণাটক সরকার। ভিয়েতনাম, ইন্দোনেশিয়ার সরকার ইতিমধ্যেই এই পদ্ধতিতে মানুষের কাছে রেশন পৌঁছনোর ব্যবস্থা করেছে।  ২৪ ঘণ্টাই খোলা থাকবে এই এটিএম মেশিন। প্রতীকী ছবি।
*করোনা পরিস্থিতির জন্য কর্মহীনতায় ভুগছেন বহু মানুষ। এমতাবস্থায় যাতে কেউ অভুক্ত না থাকে তারই ব্যবস্থা করছে কর্ণাটক সরকার। ভিয়েতনাম, ইন্দোনেশিয়ার সরকার ইতিমধ্যেই এই পদ্ধতিতে মানুষের কাছে রেশন পৌঁছনোর ব্যবস্থা করেছে।  ২৪ ঘণ্টাই খোলা থাকবে এই এটিএম মেশিন। প্রতীকী ছবি।
advertisement
3/6
*পানীয় জলের অভাব মেটাতে ওয়াটার এটিএম অনেকদিন আগেই চালু হয়েছে। সেই তালিকায় নতুন সংযোজন রাইস এটিএম। এর ব্যবস্থা চালু হয়ে গেলে রেশন দোকানে আর লাইন দিতে হবে না সাধারণ মানুষকে। ফলে সংক্রমণ এড়ানো সম্ভব হবে। প্রতীকী ছবি।
*পানীয় জলের অভাব মেটাতে ওয়াটার এটিএম অনেকদিন আগেই চালু হয়েছে। সেই তালিকায় নতুন সংযোজন রাইস এটিএম। এর ব্যবস্থা চালু হয়ে গেলে রেশন দোকানে আর লাইন দিতে হবে না সাধারণ মানুষকে। ফলে সংক্রমণ এড়ানো সম্ভব হবে। প্রতীকী ছবি।
advertisement
4/6
*রাজ্যের খাদ্যমন্ত্রী কে গোপালাইয়া বলেছেন, বিভিন্ন মাপের এটিএম বসানো হচ্ছে রাজ্যের নানা জায়গায়। ১০০ থেকে ৫০০ কিলো চাল মজুত থাকবে এটিএমগুলিতে। প্রতীকী ছবি।
*রাজ্যের খাদ্যমন্ত্রী কে গোপালাইয়া বলেছেন, বিভিন্ন মাপের এটিএম বসানো হচ্ছে রাজ্যের নানা জায়গায়। ১০০ থেকে ৫০০ কিলো চাল মজুত থাকবে এটিএমগুলিতে। প্রতীকী ছবি।
advertisement
5/6
*‘অন্ন ভাগ্য’ প্রকল্পে রাজ্যের দারিদ্র সীমার নীচে থাকা মানুষদের প্রতি মাসে বিনামূল্যে পাঁচ কেজি করে চাল দেওয়ার ব্যবস্থা করেছে সরকার। দারিদ্র সীমার উপরে (এপিএল) থাকা পরিবার ১৫ টাকা কেজি দরে সেই চাল পাবেন। প্রতীকী ছবি।
*‘অন্ন ভাগ্য’ প্রকল্পে রাজ্যের দারিদ্র সীমার নীচে থাকা মানুষদের প্রতি মাসে বিনামূল্যে পাঁচ কেজি করে চাল দেওয়ার ব্যবস্থা করেছে সরকার। দারিদ্র সীমার উপরে (এপিএল) থাকা পরিবার ১৫ টাকা কেজি দরে সেই চাল পাবেন। প্রতীকী ছবি।
advertisement
6/6
*খাদ্যমন্ত্রী আরও বলেন, করোনা আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় রাজ্যজুড়েই কড়া লকডাউন চলছে। এই পরিস্থিতিতে সামাজিক দূরত্ব বজায় রাখা গুরুত্বপূর্ণ। বিপিএল ও পিডিএস কার্ড থাকলেই যে কেউ টোকেন পাবেন। সেই টোকেন মেশিনে ঢোকালেই চাল পাওয়া যাবে। রাজ্যের এই উদ্যোগে খুশি সাধারণ মানুষ। প্রতীকী ছবি।
*খাদ্যমন্ত্রী আরও বলেন, করোনা আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় রাজ্যজুড়েই কড়া লকডাউন চলছে। এই পরিস্থিতিতে সামাজিক দূরত্ব বজায় রাখা গুরুত্বপূর্ণ। বিপিএল ও পিডিএস কার্ড থাকলেই যে কেউ টোকেন পাবেন। সেই টোকেন মেশিনে ঢোকালেই চাল পাওয়া যাবে। রাজ্যের এই উদ্যোগে খুশি সাধারণ মানুষ। প্রতীকী ছবি।
advertisement
advertisement
advertisement