থাইল্যান্ড লন্ডভণ্ড, মায়ানমারের দিকে এগোচ্ছে পাবুক, জারি হলুদ সতর্কতা

Last Updated:
1/6
গত তিন দশকের ভয়াবহতম সাইক্লোনে তছনছ থাইল্যান্ড ৷ পাবুক শুক্রবার বিকেলে থাইল্যান্ড ছুঁয়ে ফেলার পর থেকেই তার তান্ডবলীলা চলছে ৷  Photo - Representive
গত তিন দশকের ভয়াবহতম সাইক্লোনে তছনছ থাইল্যান্ড ৷ পাবুক শুক্রবার বিকেলে থাইল্যান্ড ছুঁয়ে ফেলার পর থেকেই তার তান্ডবলীলা চলছে ৷ Photo - Representive
advertisement
2/6
প্রবল বৃষ্টিপাত সঙ্গে ঘন্টায় ৪২ কিলোমিটার গতিবেগে ঝড় প্রথমে থাইল্যান্ডের পূর্ব উপকূলে আছড়ে পড়ার পর পশ্চিমে গেছে ৷ আর সেখান থেকেই ঝড়ের অভিমুখে ভারতের পূর্ব উপকূল ৷ Photo - Representive
প্রবল বৃষ্টিপাত সঙ্গে ঘন্টায় ৪২ কিলোমিটার গতিবেগে ঝড় প্রথমে থাইল্যান্ডের পূর্ব উপকূলে আছড়ে পড়ার পর পশ্চিমে গেছে ৷ আর সেখান থেকেই ঝড়ের অভিমুখে ভারতের পূর্ব উপকূল ৷ Photo - Representive
advertisement
3/6
৬ তারিখ আন্দামান সাগর পেরোবে পাবুক ৷ গার্ডিয়ানের রিপোর্ট অনুযায়ি এর ফলে সমুদ্রের ঢেউ ২ থেকে ৩ মিটার অবধি উঠতে পারে ৷ Photo - Representive
৬ তারিখ আন্দামান সাগর পেরোবে পাবুক ৷ গার্ডিয়ানের রিপোর্ট অনুযায়ি এর ফলে সমুদ্রের ঢেউ ২ থেকে ৩ মিটার অবধি উঠতে পারে ৷ Photo - Representive
advertisement
4/6
এর ফলে ইতিমধ্যেই ওড়িশায় জারি করা হয়েছে সতর্কতা ৷ পশ্চিমবঙ্গের কান ছুঁয়ে থাকা এই রাজ্যের সাত জেলায় রয়েছে সতর্কতা ৷ Photo - Representive
এর ফলে ইতিমধ্যেই ওড়িশায় জারি করা হয়েছে সতর্কতা ৷ পশ্চিমবঙ্গের কান ছুঁয়ে থাকা এই রাজ্যের সাত জেলায় রয়েছে সতর্কতা ৷ Photo - Representive
advertisement
5/6
পুরী, বালাসোর, ভদ্রক, জগতসিংপুর, কেন্দাপাড়া, গঞ্জাম, খুদরাপাড়া সহ সাতটি জেলায় জারি হলুদ সতর্কতা ৷ Photo - Representive
পুরী, বালাসোর, ভদ্রক, জগতসিংপুর, কেন্দাপাড়া, গঞ্জাম, খুদরাপাড়া সহ সাতটি জেলায় জারি হলুদ সতর্কতা ৷ Photo - Representive
advertisement
6/6
এই সাইক্লোনের জের মৎসজীবীদের সমুদ্রে মাছ ধরতে যেতে বারণ করা হয়েছে ৷ শনিবার সন্ধ্যা থেকেই পরিস্থিতি খারাপ হবে এমনটাই জানাচ্ছে আবহাওয়া দফতর ৷ Photo - Representive
এই সাইক্লোনের জের মৎসজীবীদের সমুদ্রে মাছ ধরতে যেতে বারণ করা হয়েছে ৷ শনিবার সন্ধ্যা থেকেই পরিস্থিতি খারাপ হবে এমনটাই জানাচ্ছে আবহাওয়া দফতর ৷ Photo - Representive
advertisement
advertisement
advertisement