Accident or Murder: বড়লোকের জিপ এসে উড়িয়ে দিল রাস্তায় দাঁড়িয়ে গরিবের অটো, সিসিটিভি ফুটেজে নক্কারজনক চক্রান্তের পর্দা হল ফাঁস

Last Updated:
Accident or Murder: সিনেমাও হার মেনে যায়, পরতে পরতে প্লট সাজানো, শেষে নাটকের উপর থেকে পর্দা সরল একটা জিনিসেই
1/7
 :  অ্যাক্সিডেন্টের রূপ দিয়ে আসলে করে দেওয়া হল মার্ডার৷ অটো রিক্সার ড্রাইভার আব্দুল নাভাসের মৃত্যু পরতে পরতে রহস্যে মোড়া৷ ঘটনাটি ঘটেছে চুন্দেল, ব্যর্থী পঞ্চায়েতে৷ দেখে মনে হচ্ছে অটোর সঙ্গে জিপের ধাক্কা কিন্তু আসলে কী খুঁজতে গিয়ে পুলিশ একেবারে ধন্ধে৷
:  অ্যাক্সিডেন্টের রূপ দিয়ে আসলে করে দেওয়া হল মার্ডার৷ অটো রিক্সার ড্রাইভার আব্দুল নাভাসের মৃত্যু পরতে পরতে রহস্যে মোড়া৷ ঘটনাটি ঘটেছে চুন্দেল, ব্যর্থী পঞ্চায়েতে৷ দেখে মনে হচ্ছে অটোর সঙ্গে জিপের ধাক্কা কিন্তু আসলে কী খুঁজতে গিয়ে পুলিশ একেবারে ধন্ধে৷
advertisement
2/7
পুলিশ ইতিমধ্যেই সুনীল শাদ যিনি জিপের ড্রাইভার এবং তাঁর ভাইকে এই ঘটনায় গ্রেফতার করেছে৷ পুলিশের দাবি ব্যক্তিগত আক্রোশ থেকেই শাদ ও নাভা আস্তে করে পৃথিবী থেকে সরিয়ে দিল আব্দুল নাভাসকে৷
পুলিশ ইতিমধ্যেই সুনীল শাদ যিনি জিপের ড্রাইভার এবং তাঁর ভাইকে এই ঘটনায় গ্রেফতার করেছে৷ পুলিশের দাবি ব্যক্তিগত আক্রোশ থেকেই শাদ ও নাভা আস্তে করে পৃথিবী থেকে সরিয়ে দিল আব্দুল নাভাসকে৷
advertisement
3/7
৪৪ বছরের অটো ড্রাইভার আব্দুল নাভাস থর জিপের ধাক্কায় প্রাণ হারান৷ তিনি অটো চালিয়ে যাচ্ছিলেন ঠিক উল্টো দিক থেকে আসা থর উড়িয়ে দেয় অটোকে৷ এটিকে সাদা চোখে অ্যাক্সিডেন্টের ঘটনা দেখা হলেও পরে স্থানীয় মানুষরা দাবি করে এটি একটি খুনের ঘটনা৷
৪৪ বছরের অটো ড্রাইভার আব্দুল নাভাস থর জিপের ধাক্কায় প্রাণ হারান৷ তিনি অটো চালিয়ে যাচ্ছিলেন ঠিক উল্টো দিক থেকে আসা থর উড়িয়ে দেয় অটোকে৷ এটিকে সাদা চোখে অ্যাক্সিডেন্টের ঘটনা দেখা হলেও পরে স্থানীয় মানুষরা দাবি করে এটি একটি খুনের ঘটনা৷
advertisement
4/7
স্থানীয় বাসিন্দাদের দাবি অ্যাক্সিডেন্টটি যখন হয়েছিল তখন রাস্তায় খুব বেশি ট্রাফিক ছিল না৷ সোজা রাস্তায় এই ধরনের মারাত্মক অ্যাক্সিডেন্টেরও কোনও ঘটনা ঘটার পরিস্থিতি ছিল না৷
স্থানীয় বাসিন্দাদের দাবি অ্যাক্সিডেন্টটি যখন হয়েছিল তখন রাস্তায় খুব বেশি ট্রাফিক ছিল না৷ সোজা রাস্তায় এই ধরনের মারাত্মক অ্যাক্সিডেন্টেরও কোনও ঘটনা ঘটার পরিস্থিতি ছিল না৷
advertisement
5/7
নাভাসের আত্মীয়রা পুলিশের কাছে এই বিষয়ে অভিযোগ দায়ের করেছে৷ সেখানেই তারা এটিকে খুনের ঘটনা বলে দাবি করেছে৷ আর পুলিশও তদন্ত করতে নেমে দেখতে পায় যে এটি অ্যাক্সিডেন্ট নয় একেবারে প্ল্যানড মার্ডার৷
নাভাসের আত্মীয়রা পুলিশের কাছে এই বিষয়ে অভিযোগ দায়ের করেছে৷ সেখানেই তারা এটিকে খুনের ঘটনা বলে দাবি করেছে৷ আর পুলিশও তদন্ত করতে নেমে দেখতে পায় যে এটি অ্যাক্সিডেন্ট নয় একেবারে প্ল্যানড মার্ডার৷
advertisement
6/7
সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে শাদ - নাভাসের জন্য অপেক্ষা করছিলেন৷ সেই সময়টা ছিল ঘটনা ঘটার ঘণ্টা খানেক আগে৷ ফুটেজে পরিষ্কার ধরা পড়ে যে নাভাসের কাছে একটি ফোন কল আসে৷ যেখানে তাঁকে বলা হয় যে শাদ তার সঙ্গে দেখা করতে আসছে সে যেন অপেক্ষা করে৷ শাদ জিপ চালিয়ে এসে ইচ্ছাকৃতভাবে তাঁর অটোতে গাড়ি উঠিয়ে দেয়৷ এই দুর্ঘটনায় চোটগ্রস্ত হয় শাদও৷
সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে শাদ - নাভাসের জন্য অপেক্ষা করছিলেন৷ সেই সময়টা ছিল ঘটনা ঘটার ঘণ্টা খানেক আগে৷ ফুটেজে পরিষ্কার ধরা পড়ে যে নাভাসের কাছে একটি ফোন কল আসে৷ যেখানে তাঁকে বলা হয় যে শাদ তার সঙ্গে দেখা করতে আসছে সে যেন অপেক্ষা করে৷ শাদ জিপ চালিয়ে এসে ইচ্ছাকৃতভাবে তাঁর অটোতে গাড়ি উঠিয়ে দেয়৷ এই দুর্ঘটনায় চোটগ্রস্ত হয় শাদও৷
advertisement
7/7
নাভাসের শালা কেপি রশিদ ভর্থি পুলিশের কাছে ঘটনাটি খুন অভিযোগ করে তদন্তের দাবি করেন৷ এই তদন্তে নেমে পুলিশ জানতে পারে নাভাস ও শাদের মধ্যে পারস্পরিক শত্রুতা ছিল৷
নাভাসের শালা কেপি রশিদ ভর্থি পুলিশের কাছে ঘটনাটি খুন অভিযোগ করে তদন্তের দাবি করেন৷ এই তদন্তে নেমে পুলিশ জানতে পারে নাভাস ও শাদের মধ্যে পারস্পরিক শত্রুতা ছিল৷
advertisement
advertisement
advertisement