Cat Fish: জল থেকে ধরা পড়ল ১২১ কেজির এক 'দানব', বাজারে আসতেই পিঠেও চেপে বসছে মানুষ!

Last Updated:
Cat Fish: ক্যাটফিশ মাছটিকে নিয়ে আসা হয় ব্রহ্মপুত্র নদের পাশে লখিমপুর বাজারে।
1/5
অসমের মাজুলিতে ধরা পড়ল ১২১ কেজি ওজনের ক্যাটফিশ। আর সেই মাছের ধরা পড়া নিয়েই শোরগোল পড়ে গেল গোটা এলাকায়। মাছটিকে নিয়ে আসা হয় ব্রহ্মপুত্র নদের পাশে লখিমপুর বাজারে।
অসমের মাজুলিতে ধরা পড়ল ১২১ কেজি ওজনের ক্যাটফিশ। আর সেই মাছের ধরা পড়া নিয়েই শোরগোল পড়ে গেল গোটা এলাকায়। মাছটিকে নিয়ে আসা হয় ব্রহ্মপুত্র নদের পাশে লখিমপুর বাজারে।
advertisement
2/5
বাজারে আনার পর মাছটিকে ঘিরে তুমুল আলোড়ন পড়ে যায়। মাছটি আকারে এতই বড় ছিল, তার পিঠের উপরও বসতে দেখা যায় কাউকে-কাউকে। ওই অঞ্চলে বড় মাছ ধরা পড়ার ট্র্যাডিশন থাকলেও এত বড় মাছ সাম্প্রতিক কালে ধরা পড়েনি বলেই দাবি স্থানীয় মৎস্যজীবীদের।
বাজারে আনার পর মাছটিকে ঘিরে তুমুল আলোড়ন পড়ে যায়। মাছটি আকারে এতই বড় ছিল, তার পিঠের উপরও বসতে দেখা যায় কাউকে-কাউকে। ওই অঞ্চলে বড় মাছ ধরা পড়ার ট্র্যাডিশন থাকলেও এত বড় মাছ সাম্প্রতিক কালে ধরা পড়েনি বলেই দাবি স্থানীয় মৎস্যজীবীদের।
advertisement
3/5
ক্যাটফিশ অবশ্য নানা জাতের হয়ে থাকে। মাজুলিতে যে মাছটি ধরা পড়েছে, সেটিকে স্থানীয় মানুষজন গরুয়া মাছ বলেও ডাকে। এছাড়াও ক্যাটফিশের নানা জাতের হয়ে থাকে।
ক্যাটফিশ অবশ্য নানা জাতের হয়ে থাকে। মাজুলিতে যে মাছটি ধরা পড়েছে, সেটিকে স্থানীয় মানুষজন গরুয়া মাছ বলেও ডাকে। এছাড়াও ক্যাটফিশের নানা জাতের হয়ে থাকে।
advertisement
4/5
মাগুর, শিং এই মাছগুলিও ক্যাটফিশ শ্রেণির অন্তর্গত। মাগুর মাছও নানা জায়গায় বড় আকারের পাওয়া গিয়েছে। কিন্তু ১২১ কেজির ক্যাটফিশ পাওয়া ভাগ্যের উপহার বলেই মনে করছে ভাগ্যবান সেই মৎস্যজীবী।
মাগুর, শিং এই মাছগুলিও ক্যাটফিশ শ্রেণির অন্তর্গত। মাগুর মাছও নানা জায়গায় বড় আকারের পাওয়া গিয়েছে। কিন্তু ১২১ কেজির ক্যাটফিশ পাওয়া ভাগ্যের উপহার বলেই মনে করছে ভাগ্যবান সেই মৎস্যজীবী।
advertisement
5/5
এই মাছ ব্রহ্মপুত্র নদে প্রায়ই ধরা পড়ে। তবে এত বড় আকারের মাছ আগে কখনও ধরা পড়েছে বলে মনে করতে পারছেন না স্থানীয় মাছ ব্যবসায়ীরা। বাজারে এই মাছটি নিয়ে আসার পর প্রায় সঙ্গে সঙ্গে খবর ছড়িয়ে পড়ে। মাছটিকে দেখার জন্য দলে দলে লোক আসতে শুরু করে। সঙ্গে ছিল ছবি তোলার হিড়িক।
এই মাছ ব্রহ্মপুত্র নদে প্রায়ই ধরা পড়ে। তবে এত বড় আকারের মাছ আগে কখনও ধরা পড়েছে বলে মনে করতে পারছেন না স্থানীয় মাছ ব্যবসায়ীরা। বাজারে এই মাছটি নিয়ে আসার পর প্রায় সঙ্গে সঙ্গে খবর ছড়িয়ে পড়ে। মাছটিকে দেখার জন্য দলে দলে লোক আসতে শুরু করে। সঙ্গে ছিল ছবি তোলার হিড়িক।
advertisement
advertisement
advertisement