কোভিড মহামারি কাটিয়ে এই গঙ্গা পুজোতে মেতে উঠলেন জেলাবাসী। দশহরার তিথি ও শুভক্ষণ শুরু হয়েছে বৃহস্পতিবার ৯ই জুন সকাল ৮টা ২১ মিনিটে এবং দশমী তিথি শেষ হবে ১০ জুন, সকাল ৭টা ২৫ মিনিটে। দশহরা কথার অর্থ, দশহরা কথার অর্থ হল দশ পাপ হরা বা দশটি পাপ হরণ করা। এ দিন গঙ্গায় ডুব দিয়ে মানুষের সমস্ত পাপমুক্তি ঘটে বলে মনে করা হয়। (ছবি ও লেখা: কৌশিক অধিকারী)