Zodiac Signs in Love: প্রেমে আছেন, যৌনতায় নেই! সঙ্গীর প্রতি একনিষ্ঠ হলেও শারীরিক সম্পর্কে বেশি আগ্রহ নেই এই রাশির জাতক জাতিকাদের

Last Updated:
Zodiac Signs in Love: জ্যোতিষশাস্ত্র মতে, রাশিভেদে প্রভাব পড়ে জাতক জাতিকাদের উপর৷ কোনও কোনও রাশির যৌনখিদে বেশি, কারও কারও কম৷ দেখে নিন কোন কোন রাশির দীর্ঘ দিন যৌনতা না হলেও কিছু এসে যায় না৷ তাঁরা খুশি নিখাদ প্রেম নিয়েই
1/8
প্রেমের গুরুত্বপূর্ণ অংশ শারীরিক সম্পর্ক৷ অনেকেরই বিশ্বাস, প্রণয়কে আরও জমকালো করে তোলে যৌনতা৷ কিন্তু যৌনতার চাহিদা সকলের সমান নয়৷ ব্যক্তিবিশেষে কমবেশি হয়৷
প্রেমের গুরুত্বপূর্ণ অংশ শারীরিক সম্পর্ক৷ অনেকেরই বিশ্বাস, প্রণয়কে আরও জমকালো করে তোলে যৌনতা৷ কিন্তু যৌনতার চাহিদা সকলের সমান নয়৷ ব্যক্তিবিশেষে কমবেশি হয়৷
advertisement
2/8
জ্যোতিষশাস্ত্র মতে, রাশিভেদে প্রভাব পড়ে জাতক জাতিকাদের উপর৷ কোনও কোনও রাশির যৌনখিদে বেশি, কারও কারও কম৷ দেখে নিন কোন কোন রাশির দীর্ঘ দিন যৌনতা না হলেও কিছু এসে যায় না৷ তাঁরা খুশি নিখাদ প্রেম নিয়েই৷ বলছেন জ্যোতিষ বিশারদ চক্রপাণি ভাট৷
জ্যোতিষশাস্ত্র মতে, রাশিভেদে প্রভাব পড়ে জাতক জাতিকাদের উপর৷ কোনও কোনও রাশির যৌনখিদে বেশি, কারও কারও কম৷ দেখে নিন কোন কোন রাশির দীর্ঘ দিন যৌনতা না হলেও কিছু এসে যায় না৷ তাঁরা খুশি নিখাদ প্রেম নিয়েই৷ বলছেন জ্যোতিষ বিশারদ চক্রপাণি ভাট৷
advertisement
3/8
মানসিক, আবেগপ্রবণ দিক থেকে একাত্ম না হলে কর্কটরাশির জাতক জাতিকারা শারীরিক সম্পর্কে সহজ হতে পারেন না৷ নৈকট্য না থাকলে তাঁরা ঘনিষ্ঠতায় অস্বস্তি বোধ করেন৷ নিরাপত্তার অভাব বোধ করেন৷
মানসিক, আবেগপ্রবণ দিক থেকে একাত্ম না হলে কর্কটরাশির জাতক জাতিকারা শারীরিক সম্পর্কে সহজ হতে পারেন না৷ নৈকট্য না থাকলে তাঁরা ঘনিষ্ঠতায় অস্বস্তি বোধ করেন৷ নিরাপত্তার অভাব বোধ করেন৷
advertisement
4/8
শারীরিক সম্পর্কের ক্ষেত্রে তুলারাশির জাতক জাতিকারা খুবই রোম্যান্টিক৷ কিন্তু শুনতে আশ্চর্য লাগলেও তাঁরা সেক্সুয়াল নন৷ তাঁরা সেন্টিমেন্টাল, আবেগপ্রবণ৷ কিন্তু শারীরিক সম্পর্কে দক্ষ নন৷
শারীরিক সম্পর্কের ক্ষেত্রে তুলারাশির জাতক জাতিকারা খুবই রোম্যান্টিক৷ কিন্তু শুনতে আশ্চর্য লাগলেও তাঁরা সেক্সুয়াল নন৷ তাঁরা সেন্টিমেন্টাল, আবেগপ্রবণ৷ কিন্তু শারীরিক সম্পর্কে দক্ষ নন৷
advertisement
5/8
কুম্ভরাশির জাতক জাতিকারা যৌনতায় পটু৷ কিন্তু তাঁদের শারীরিক সম্পর্কে লিপ্ত হওয়ার ইচ্ছে খুব কম হয়৷ বিপরীত সঙ্গী পছন্দ না হলে কুম্ভরাশির জাতক জাতিকারা স্বাচ্ছন্দ্য পান না কোনওভাবেই৷
কুম্ভরাশির জাতক জাতিকারা যৌনতায় পটু৷ কিন্তু তাঁদের শারীরিক সম্পর্কে লিপ্ত হওয়ার ইচ্ছে খুব কম হয়৷ বিপরীত সঙ্গী পছন্দ না হলে কুম্ভরাশির জাতক জাতিকারা স্বাচ্ছন্দ্য পান না কোনওভাবেই৷
advertisement
6/8
মিথুনরাশির জাতক জাতিকারা খুবই প্যাশনেট৷ তাঁরা বৈচিত্র পছন্দ করেন৷ কিন্তু তাঁদের মানসিক ভাবে সক্রিয় হতে হয় আগে৷ মন প্রস্তুত না থাকলে তাঁরা যৌনতায় লিপ্ত হতে পারেন না৷
মিথুনরাশির জাতক জাতিকারা খুবই প্যাশনেট৷ তাঁরা বৈচিত্র পছন্দ করেন৷ কিন্তু তাঁদের মানসিক ভাবে সক্রিয় হতে হয় আগে৷ মন প্রস্তুত না থাকলে তাঁরা যৌনতায় লিপ্ত হতে পারেন না৷
advertisement
7/8
মীনরাশির জাতক জাতিকারা যৌন সম্পর্কের ক্ষেত্রে খুবই ভাবুক এবং স্বপ্নালু হন৷ এই প্রবণতা তাঁদের যৌনতার ক্ষেত্রে হিতে বিপরীত হয়ে দাঁড়ায়৷ অতিরিক্ত ভাবপ্রবণতা তাঁদের শারীরিক সম্পর্কে সক্রিয় করে তোলার পরিবর্তে অনিচ্ছুক করে তোলে৷
মীনরাশির জাতক জাতিকারা যৌন সম্পর্কের ক্ষেত্রে খুবই ভাবুক এবং স্বপ্নালু হন৷ এই প্রবণতা তাঁদের যৌনতার ক্ষেত্রে হিতে বিপরীত হয়ে দাঁড়ায়৷ অতিরিক্ত ভাবপ্রবণতা তাঁদের শারীরিক সম্পর্কে সক্রিয় করে তোলার পরিবর্তে অনিচ্ছুক করে তোলে৷
advertisement
8/8
Disclaimer: এই রাশিগুলিকে চিহ্নিত করা হলেও সাধারণীকৃত করা উচিত নয়। অর্থাৎ‍‍, এই রাশিগুলির সব জাতক জাতিকাই যে শারীরিক সম্পর্কে অনাগ্রহী, তা নয়। পরিস্থিতি ও মানসিক অবস্থার জন্য একাধিক ব্যতিক্রম দেখা যায়। প্রয়োজনে মনোবিদের সাহায্য অবশ্যই নিন।
Disclaimer: এই রাশিগুলিকে চিহ্নিত করা হলেও সাধারণীকৃত করা উচিত নয়। অর্থাৎ‍‍, এই রাশিগুলির সব জাতক জাতিকাই যে শারীরিক সম্পর্কে অনাগ্রহী, তা নয়। পরিস্থিতি ও মানসিক অবস্থার জন্য একাধিক ব্যতিক্রম দেখা যায়। প্রয়োজনে মনোবিদের সাহায্য অবশ্যই নিন।
advertisement
advertisement
advertisement