যৌনতাহীন দাম্পত্য? জীবনে যৌন-জোয়ার আনবে এই ৬ টোটকা!
- Published by:Aryama Das
- news18 bangla
Last Updated:
Healthy Relationship : বিয়ে পরবর্তী যৌন জীবন রোজকার ঘটনা হয়ে পড়ে, ফলে তাঁদের জীবন থেকে এই বিষয়ের রোমাঞ্চ হারিয়ে যায়৷ তাই তাঁদের যৌনতার রোমাঞ্চেও ভাটা পড়ে
বিয়ে পরবর্তী যৌন জীবন নাকি বিয়ের আগের ক্যাসুয়াল সেক্স ও ডেটিং? কোনটা পছন্দ মানুষের? এই নিয়ে হয়ত ভিন্ন জনের ভিন্ন মত থাকতে পারে৷ কিন্তু সাম্প্রতিক একটি গবেষণায় এই নিয়ে উঠে এসে বিস্ফোরক তথ্য৷ যাঁরা ক্যাসুয়াল সেক্সে বিশ্বাস করেন, তাঁদের যৌন জীবন কেমন কাটে আর যাঁরা বিবাহ পরবর্তী সময়ে যৌনতায় বিশ্বাস করেন, তাঁদের যৌন জীবন কেমন কাটে৷ বিয়ে পরবর্তী যৌন জীবন রোজকার ঘটনা হয়ে পড়ে, ফলে তাঁদের জীবন থেকে এই বিষয়ের রোমাঞ্চ হারিয়ে যায়৷ তাই তাঁদের যৌনতার রোমাঞ্চেও ভাটা পড়ে৷ কিন্তু তাতে কী? ম্যাজিকের মতো সমাধান রয়েছে হাতের মুঠোয়, শুধু নিজেকে অভ্যেস করতে এই রুটিনে।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement